ETV Bharat / state

Calcutta Football League: একুশে জুলাইয়ের ধাক্কায় বল গড়াবে না ময়দানে, বদল কলকাতা লিগের সূচিতে

author img

By

Published : Jul 21, 2022, 8:00 AM IST

শাসকদলের শহিদ তর্পনের ধাক্কায় থমকে গেল কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League schedule changed for TMC 21 July Rally) । আগামী চারদিন কলকাতা ময়দানে কোনও বল গড়াবে না ।

Calcutta Football League schedule
একুশে জুলাইয়ের ধাক্কায় লিগ সূচী বদল

কলকাতা, 21 জুলাই: তৃণমূলের শহিদ তর্পনের ধাক্কায় থমকে গেল কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League)। আগামী চারদিন কলকাতা ময়দানে কোনও বল গড়াবে না । খানিক পরেই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সমাবেশ ধর্মতলায় । দু'দিন আগে থেকেই সমর্থকরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে দিয়েছেন । ইতিমধ্যে ধর্মতলা চত্বর এবং তৎপ্বার্শবর্তী এলাকা নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে ।

এইসময় কলকাতা ময়দানে চলছে কলকাতা লিগের বিভিন্ন ডিভিশনের খেলা । সমাবেশে লক্ষাধিক মানুষের জমায়েত হবে বলে আশা করছে তৃণমূল নেতৃত্ব । ফলে ময়দানের বিভিন্ন জায়গায় বাস, গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে । প্রচুর মানুষ ময়দানেই খাওয়া-দাওয়া করেন । উনুন জ্বালিয়ে রান্নার দৃশ্য প্রতিবারই ধরা পড়ে । ফলে সব মিলিয়ে ময়দানের খোলা মাঠগুলি নোংরা হতে পারে । যদিও সেই নোংরা সরানোর দায়িত্ব পালন করবে রাজ্যের পূর্ত দফতর ও আইএফএ । তার জন্য তিনদিন বন্ধ থাকবে লিগের খেলা ।

কলকাতা পৌরনিগম কথা দিয়েছে, সভা শেষ হওয়ার পৌনে একঘণ্টার মধ্যে তারা সভাস্থল পরিস্কার করবে । কিন্তু কলকাতা ময়দান কীভাবে খেলার উপযোগী হবে তা কেউ বলতে পারছে না । রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সভায় যোগ দিতে আসা মানুষদের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, ইডেন গার্ডেন্সে রাখা হয়েছে । ময়দানের ধারেও অস্থায়ী শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে ।

এমনিতেই বিক্ষিপ্ত বৃষ্টিতে ময়দানের বেশ কিছু মাঠ বেহাল । সাধারণত অল্প বৃষ্টিতেই সমস্যা হয় ময়দানের মাঠগুলিতে। কিছুদিন আগেই পঞ্চম ডিভিশনের ম্যাচে বল গড়াচ্ছিল না । গ্রুপ এ-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্যালকাটা ইউনাইটেড ও অরুণোদয় । ম্যাচে রেঞ্জার্স মাঠে বল গড়ানোর সমস্যা দেখা গিয়েছিল । বল না গড়ানোয় গা-জোয়ারি ফুটবল চলতে থাকে । পাঁচ ফুটবলার লাল কার্ড দেখলেন। আহত হন আরও বেশ কয়েকজন । এরপর 21 জুলাই সমাবেশ । ফলে মাঠের অবস্থা আরও খারাপ হবে। এই কথা চিন্তা করেই 25 জুলাই থেকে কলকাতার খোলা মাঠে ফের লিগ চালু করার পরিকল্পনা করেছে আইএফএ।

আরও পড়ুন: ডার্বির পুরনো ম্যাচ দেখিয়ে মার্সেলোদের গুরুত্ব বোঝাচ্ছেন রিবেইরো

আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ''মাঠ কিছুটা ক্ষতিগ্রস্থ হবে, সেটা চিন্তা করেই পরিকল্পনা সাজাতে হচ্ছে । আমরা 25 জুলাই থেকে ম্যাচ রেখেছি । 24 জুলাইও ম্যাচ থাকছে । তবে তা কলকাতা ময়দানে নয় । কলকাতার বাইরে জেলা শহরে হবে । মাঝের এই ক'দিনে আমরা মাঠ ঠিক করে নেব । আমাদের সঙ্গে পূর্ত দফতরও কাজ করবে । যাতে দ্রুত মাঠ গুলিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। কলকাতা লিগ যাতে ঠিক ভাবে চলতে পারে। সে ব্যাপারে আমরা সমস্ত ব্যবস্থাই নেব ।'

কলকাতা, 21 জুলাই: তৃণমূলের শহিদ তর্পনের ধাক্কায় থমকে গেল কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League)। আগামী চারদিন কলকাতা ময়দানে কোনও বল গড়াবে না । খানিক পরেই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সমাবেশ ধর্মতলায় । দু'দিন আগে থেকেই সমর্থকরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে দিয়েছেন । ইতিমধ্যে ধর্মতলা চত্বর এবং তৎপ্বার্শবর্তী এলাকা নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে ।

এইসময় কলকাতা ময়দানে চলছে কলকাতা লিগের বিভিন্ন ডিভিশনের খেলা । সমাবেশে লক্ষাধিক মানুষের জমায়েত হবে বলে আশা করছে তৃণমূল নেতৃত্ব । ফলে ময়দানের বিভিন্ন জায়গায় বাস, গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে । প্রচুর মানুষ ময়দানেই খাওয়া-দাওয়া করেন । উনুন জ্বালিয়ে রান্নার দৃশ্য প্রতিবারই ধরা পড়ে । ফলে সব মিলিয়ে ময়দানের খোলা মাঠগুলি নোংরা হতে পারে । যদিও সেই নোংরা সরানোর দায়িত্ব পালন করবে রাজ্যের পূর্ত দফতর ও আইএফএ । তার জন্য তিনদিন বন্ধ থাকবে লিগের খেলা ।

কলকাতা পৌরনিগম কথা দিয়েছে, সভা শেষ হওয়ার পৌনে একঘণ্টার মধ্যে তারা সভাস্থল পরিস্কার করবে । কিন্তু কলকাতা ময়দান কীভাবে খেলার উপযোগী হবে তা কেউ বলতে পারছে না । রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সভায় যোগ দিতে আসা মানুষদের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, ইডেন গার্ডেন্সে রাখা হয়েছে । ময়দানের ধারেও অস্থায়ী শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে ।

এমনিতেই বিক্ষিপ্ত বৃষ্টিতে ময়দানের বেশ কিছু মাঠ বেহাল । সাধারণত অল্প বৃষ্টিতেই সমস্যা হয় ময়দানের মাঠগুলিতে। কিছুদিন আগেই পঞ্চম ডিভিশনের ম্যাচে বল গড়াচ্ছিল না । গ্রুপ এ-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্যালকাটা ইউনাইটেড ও অরুণোদয় । ম্যাচে রেঞ্জার্স মাঠে বল গড়ানোর সমস্যা দেখা গিয়েছিল । বল না গড়ানোয় গা-জোয়ারি ফুটবল চলতে থাকে । পাঁচ ফুটবলার লাল কার্ড দেখলেন। আহত হন আরও বেশ কয়েকজন । এরপর 21 জুলাই সমাবেশ । ফলে মাঠের অবস্থা আরও খারাপ হবে। এই কথা চিন্তা করেই 25 জুলাই থেকে কলকাতার খোলা মাঠে ফের লিগ চালু করার পরিকল্পনা করেছে আইএফএ।

আরও পড়ুন: ডার্বির পুরনো ম্যাচ দেখিয়ে মার্সেলোদের গুরুত্ব বোঝাচ্ছেন রিবেইরো

আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ''মাঠ কিছুটা ক্ষতিগ্রস্থ হবে, সেটা চিন্তা করেই পরিকল্পনা সাজাতে হচ্ছে । আমরা 25 জুলাই থেকে ম্যাচ রেখেছি । 24 জুলাইও ম্যাচ থাকছে । তবে তা কলকাতা ময়দানে নয় । কলকাতার বাইরে জেলা শহরে হবে । মাঝের এই ক'দিনে আমরা মাঠ ঠিক করে নেব । আমাদের সঙ্গে পূর্ত দফতরও কাজ করবে । যাতে দ্রুত মাঠ গুলিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। কলকাতা লিগ যাতে ঠিক ভাবে চলতে পারে। সে ব্যাপারে আমরা সমস্ত ব্যবস্থাই নেব ।'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.