ETV Bharat / state

জ্বালানি খরচ না কমলে নাগালের বাইরে যাবে দ্রব্যমূল্য, হুঁশিয়ারি ট্রাক মালিক সংগঠনের - disel

ট্রাক মালিক সংগঠনের অভিযোগ, কেন্দ্র যা করছে, রাজ্য সরকারও তাই করছে । কেউ শুল্কে ছাড় দিচ্ছে না । সব মিলিয়ে দ্রব্যমূল্য নাগালের বাইরে যাবে ৷

truck price
trucktruck price
author img

By

Published : Sep 22, 2020, 9:20 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : ক্রমাগত ডিজেলের দাম বৃদ্ধিতে পরিবহণ খরচ বাড়ছে । আলু, পেঁয়াজ, সবজি মূলত ট্রাকের মাধ্যমে রাজ্যে আসে । ট্রাক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জানিয়েছেন, ভবিষ্যতে পরিবহণের জ্বালানি খরচ কমাতে না পারলে আকাশছোঁয়া হবে সবজির দাম । 2019 সালের সেপ্টেম্বরে ডিজেলের দাম ছিল 69 টাকা 17 পয়সা । এবছর সেপ্টেম্বরে ডিজেলের দাম 75 টাকা 14 পয়সা । গত এক বছরে 12 থেকে 14 বার জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে । জ্বালানির দাম না কমলে আলু পেঁয়াজ সহ সবজির দাম বাড়তেই থাকবে বলে জানিয়েছেন ফেডারেশন অব ওয়েস্টবেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্রবীর চট্টোপাধ্যায় ।

প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ট্রাক মালিক সংগঠনের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হয়েছে । ট্রাক মালিকদের অভিযোগ, তাঁদের শিখণ্ডি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগাতার বৃদ্ধি করা হচ্ছে । ডিজেলের মূল্যবৃদ্ধি রোধ করতে না পারলে নিয়মিত মূল্য বৃদ্ধি হবে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর । এবং সেই দায় এসে পড়বে ট্রাক মালিকদের ওপর । রাজ্য সরকারের সমালোচনা করে ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাক ফেডারেশনের সম্পাদক প্রবীর চট্টোপাধ্যায় ।

তিনি বলেছেন, "একে জ্বালানির খরচ । তার ওপর পুলিশের জুলুম রয়েছে এ রাজ্যের ট্রাকচালকদের উপর। এই সমস্ত কারণেই মূল্যবৃদ্ধি হচ্ছে । ভুঁইফোড়, দালাল এবং কিছু পাইকার এই সুযোগে মূল্য বৃদ্ধি করছে । ট্রাক চালাবার জন্য 100 লিটার ডিজেল কিনতে দামের সঙ্গে অতিরিক্ত 600 টাকা দিতে হচ্ছে । আমরাও বাধ্য হচ্ছি ট্রাক ভাড়া বাড়াতে । নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হচ্ছে । আমাদের কোনো উপায় নেই। ট্রাক চালাতে পারছি না । এই মূল্য বৃদ্ধির জন্য সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না ।"

রাজ্য সরকারের নীরবতার প্রসঙ্গ টেনে ট্রাক মালিকরা জানিয়েছেন, কেন্দ্র যা করছে এ রাজ্যের সরকারও তাই করছে । কেন্দ্র এবং রাজ্য নিজেদের শুল্কে কেউ ছাড় দিচ্ছে না । ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্রবীর চট্টোপাধ্যায় জানান, কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, রাজ্য সরকার 5 টাকা হারে শুল্ক কমালে সাধারণ মানুষের ওপর থেকে মূল্যবৃদ্ধির চাপ কমবে । ট্রাক মালিকরাও ব্যবসা করতে পারবেন । এমনিতেই কোরোনা ভাইরাসের জন্য প্রচুর মানুষ কর্মহীন হয়েছেন । প্রকট অর্থ সংকট দেখা দিয়েছে । সরকার এগিয়ে না আসলে আগামী দিনে আরও মূল্যবৃদ্ধি হবে।

কলকাতা, 22 সেপ্টেম্বর : ক্রমাগত ডিজেলের দাম বৃদ্ধিতে পরিবহণ খরচ বাড়ছে । আলু, পেঁয়াজ, সবজি মূলত ট্রাকের মাধ্যমে রাজ্যে আসে । ট্রাক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জানিয়েছেন, ভবিষ্যতে পরিবহণের জ্বালানি খরচ কমাতে না পারলে আকাশছোঁয়া হবে সবজির দাম । 2019 সালের সেপ্টেম্বরে ডিজেলের দাম ছিল 69 টাকা 17 পয়সা । এবছর সেপ্টেম্বরে ডিজেলের দাম 75 টাকা 14 পয়সা । গত এক বছরে 12 থেকে 14 বার জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে । জ্বালানির দাম না কমলে আলু পেঁয়াজ সহ সবজির দাম বাড়তেই থাকবে বলে জানিয়েছেন ফেডারেশন অব ওয়েস্টবেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্রবীর চট্টোপাধ্যায় ।

প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ট্রাক মালিক সংগঠনের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হয়েছে । ট্রাক মালিকদের অভিযোগ, তাঁদের শিখণ্ডি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগাতার বৃদ্ধি করা হচ্ছে । ডিজেলের মূল্যবৃদ্ধি রোধ করতে না পারলে নিয়মিত মূল্য বৃদ্ধি হবে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর । এবং সেই দায় এসে পড়বে ট্রাক মালিকদের ওপর । রাজ্য সরকারের সমালোচনা করে ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাক ফেডারেশনের সম্পাদক প্রবীর চট্টোপাধ্যায় ।

তিনি বলেছেন, "একে জ্বালানির খরচ । তার ওপর পুলিশের জুলুম রয়েছে এ রাজ্যের ট্রাকচালকদের উপর। এই সমস্ত কারণেই মূল্যবৃদ্ধি হচ্ছে । ভুঁইফোড়, দালাল এবং কিছু পাইকার এই সুযোগে মূল্য বৃদ্ধি করছে । ট্রাক চালাবার জন্য 100 লিটার ডিজেল কিনতে দামের সঙ্গে অতিরিক্ত 600 টাকা দিতে হচ্ছে । আমরাও বাধ্য হচ্ছি ট্রাক ভাড়া বাড়াতে । নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হচ্ছে । আমাদের কোনো উপায় নেই। ট্রাক চালাতে পারছি না । এই মূল্য বৃদ্ধির জন্য সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না ।"

রাজ্য সরকারের নীরবতার প্রসঙ্গ টেনে ট্রাক মালিকরা জানিয়েছেন, কেন্দ্র যা করছে এ রাজ্যের সরকারও তাই করছে । কেন্দ্র এবং রাজ্য নিজেদের শুল্কে কেউ ছাড় দিচ্ছে না । ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্রবীর চট্টোপাধ্যায় জানান, কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, রাজ্য সরকার 5 টাকা হারে শুল্ক কমালে সাধারণ মানুষের ওপর থেকে মূল্যবৃদ্ধির চাপ কমবে । ট্রাক মালিকরাও ব্যবসা করতে পারবেন । এমনিতেই কোরোনা ভাইরাসের জন্য প্রচুর মানুষ কর্মহীন হয়েছেন । প্রকট অর্থ সংকট দেখা দিয়েছে । সরকার এগিয়ে না আসলে আগামী দিনে আরও মূল্যবৃদ্ধি হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.