ETV Bharat / state

সন্দেহজনক কোরোনা আক্রান্তের মৃত্যু হলে পরিবারকে দেহ নয় : NRS মেডিকেল - NRS hospital

COVID-19-এ আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভরতি কোনও রোগীর COVID-19 নির্ণয়ের জন্য সোয়াবের নমুনা সংগ্রহের আগেই যদি মৃত্যু হয়, তা হলে মৃত্যুর পরে ওই রোগীর COVID-19 নির্ণয়ের জন্য তাঁর সোয়াবের নমুনা আর পরীক্ষা করে দেখা হবে না। সিদ্ধান্ত নিয়েছে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ৷ এক্ষেত্রে ওই মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে না। মৃত ওই রোগীর শেষকৃত্য COVID-19-এ আক্রান্ত কোনও মৃত রোগীর ক্ষেত্রে যেমন হয়, তেমন হবে।

NRS
NRS
author img

By

Published : Jun 17, 2020, 7:04 AM IST

কলকাতা, 17 জুন: কোরোনায় আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভরতি করা হয়েছে এমন রোগীর মৃত্যু হয়, আর যদি সেই রোগীর কোরোনা আক্রান্ত কি না তা নির্ণয়ের জন্য তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা না হয়, তা হলেও ওই রোগীর মৃতদেহ পরিজনদের হাতে তুলে দেওয়া দেওয়া হবে না। এক্ষেত্রেও প্রোটোকল মেনে COVID-19 রোগীর মৃতদেহের মতো শেষকৃত্য সম্পন্ন করবে প্রশাসন। এমনই সিদ্ধান্ত নিয়েছে NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও, এই বিষয়ে সরকারি চিকিৎসকদের একাংশের বক্তব্য, COVID-19-এ আক্রান্ত কি না তা নির্ণয়ের জন্য মৃত রোগীর সোয়াবের নমুনা পরীক্ষার প্রশ্ন উঠছে কেন? COVID-19 আক্রান্ত সন্দেহের রোগীর নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়ার সঙ্গে সঙ্গে কেন সোয়াব পরীক্ষার জন্য দ্রুত তাঁর নমুনা সংগ্রহ করা হচ্ছে না?

বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, COVID-19-এ আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভরতি কোনও রোগী কোরোনা আক্রান্ত কি না তা নির্ণয়ের জন্য তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করা হলেও, ওই নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগেই ওই রোগীর মৃত্যু হচ্ছে। এক্ষেত্রে, ওই নমুনা পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃতদেহ রেখে দেওয়া হয় সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে। কারণ, ওই নমুনা পরীক্ষার রিপোর্টে যদি COVID-19 পজ়িটিভ পাওয়া যায়, তা হলে প্রোটোকল মেনে মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করবে প্রশাসন। যদি, নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ আসে, তা হলে তখন মৃতদেহ তুলে দেওয়া হবে পরিজনদের হাতে। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে মৃতদেহ রাখার জন্য জায়গার অভাব দেখা দিচ্ছে । কারণ, নমুনা সংগ্রহের পর থেকে শুরু করে ওই নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। অনেক ক্ষেত্রে এমনও হচ্ছে, COVID-19-এ আক্রান্ত সন্দেহে কোনও রোগী ভরতি হওয়ার পরে, ওই রোগীর COVID-19 নির্ণয়ের জন্য তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করতে বিলম্ব ঘটছে। এই বিলম্বের জেরে অনেক ক্ষেত্রে সেই রোগীর সোয়াবের নমুনা সংগ্রহের আগেই তাঁর মৃত্যু হচ্ছে। এদিকে, মৃত্যুর পরেও COVID-19 নির্ণয়ের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত সোয়াবের নমুনা সংগ্রহ করা যেতে পারে। তবে, এক্ষেত্রেও নমুনা সংগ্রহের পর থেকে শুরু করে ওই নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া পর্যন্ত দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এই দীর্ঘ সময় মর্গে রেখে দেওয়া হচ্ছে মৃতদেহ। এর ফলেও মর্গে মৃতদেহ রাখার জায়গার অভাব দেখা দিচ্ছে, যার জেরে দেখা দিচ্ছে সমস্যা।

NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতি সিদ্ধান্ত নিয়েছে, COVID-19-এ আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভরতি কোনও রোগীর COVID-19 নির্ণয়ের জন্য সোয়াবের নমুনা সংগ্রহের আগেই যদি মৃত্যু হয়, তা হলে মৃত্যুর পরে ওই রোগীর COVID-19 নির্ণয়ের জন্য তাঁর সোয়াবের নমুনা আর পরীক্ষা করে দেখা হবে না। COVID-19-এ আক্রান্ত সন্দেহে রোগীর মৃত্যু হয়েছে অথচ তাঁর COVID-19 নির্ণয় করা হয়নি, এক্ষেত্রেও কি মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করবে প্রশাসন? NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, সাংসদ-চিকিৎসক শান্তনু সেন বলেন, "COVID-19-এ আক্রান্ত সন্দেহের কোনও রোগীর মৃত্যু হলে, ওই মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে না। মৃত ওই রোগীর শেষকৃত্য COVID-19-এ আক্রান্ত কোনও মৃত রোগীর ক্ষেত্রে যেমন হয়, তেমন হবে।"

এই বিষয়ে এরাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক, চিকিৎসক মানস গুমটা বলেন, "COVID-19 নির্ণয়ের জন্য টেস্ট করুক বা না-ই করুক, COVID-19 নির্ণয়ের আগেই যে রোগীর মৃত্যু হল, তাঁর ডেথ সার্টিফিকেটে যদি COVID-19 সাসপেক্ট বলে লেখা থাকে, তা হলে তাঁকে COVID-19 রোগীর মতোই দেখতে হবে। এ ক্ষেত্রে COVID-19 রোগীর মৃতদেহের শেষকৃত্য গাইডলাইন মেনে যেভাবে সম্পন্ন হয়, সেভাবেই করতে হবে। মৃত এই রোগীর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের কোয়ারানটিনে রাখতে হবে। তাঁদের টেস্ট করাতে হবে।" তিনি আরও বলেন, "চিকিৎসকরা যদি মনে করেন মৃত রোগী COVID-19 সাসপেক্ট ছিল, তা হলে, টেস্ট না করলেও গাইডলাইন অনুযায়ী COVID-19 রোগীর ক্ষেত্রে যা যা করা দরকার, এক্ষেত্রেও সে সব করতে হবে। এটা যদি না হয়, তা হলে ঠিক হবে না, অন্যায় হবে।"

এরাজ‍্যের সরকারি চিকিৎসকদের অন্য একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "মৃত্যুর পরে COVID-19 টেস্টের প্রশ্ন উঠছে কেন? COVID-19-এ আক্রান্ত সন্দেহের কোনও রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেন COVID-19 নির্ণয়ের জন্য তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করা হবে না? রেয়ার কেসে হয়তো শতকরা একজনের ক্ষেত্রে ঘটে, যেখানে রোগীর এতটাই খারাপ অবস্থায় থাকে যে COVID-19 নির্ণয়ের জন্য তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করা যায় না। কিন্তু, বাদবাকি ক্ষেত্রে কেন নেওয়া হচ্ছে না, বা কেন নেওয়া হবে না। ভরতির প‍র 24 ঘণ্টা বা দুই-তিন পেরিয়ে গেলেও কেন COVID-19 নির্ণয়ের জন্য পরীক্ষা করা হচ্ছে না?" রোগীর অবস্থা যদি মৃতপ্রায় না হয়, তা হলে হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে COVID-19 নির্ণয়ের জন্য সোয়াবের নমুনা সংগ্রহ করতে হবে। এটা নিশ্চিত করা হোক। এটা নিশ্চিত করা হলে মৃত্যুর পরে পরীক্ষা করা হবে কি না, এই বিষয়টি অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এই বিষয়ে প্রশ্ন উঠবে না। একথার পাশাপাশি সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক বলেন, "হাসপাতালে ভরতির এক ঘণ্টার মধ্যে COVID-19-এ আক্রান্ত সন্দেহের রোগীর COVID-19 নির্ণয়ের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হোক, সোয়াবের নমুনা সংগ্রহ করা হোক। এটা করা যায়, এটা কেন করা হচ্ছে না?" কোনও রোগী যদি উপসর্গহীন অবস্থায় থাকেন, সে ক্ষেত্রে তাঁকে যদি COVID-19-এ আক্রান্ত হিসাবে সন্দেহ করা সম্ভব না হয়? চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "এই বিষয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন। তবে, কোনও রোগীকে যদি COVID-19-এ আক্রান্ত হিসাবে সন্দেহ করা না হয়, তা হলে ওই রোগীর মৃত্যু হলে, এক্ষেত্রে পরিজনদের হাতে দেহ তুলে দেওয়া উচিত।"

কলকাতা, 17 জুন: কোরোনায় আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভরতি করা হয়েছে এমন রোগীর মৃত্যু হয়, আর যদি সেই রোগীর কোরোনা আক্রান্ত কি না তা নির্ণয়ের জন্য তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা না হয়, তা হলেও ওই রোগীর মৃতদেহ পরিজনদের হাতে তুলে দেওয়া দেওয়া হবে না। এক্ষেত্রেও প্রোটোকল মেনে COVID-19 রোগীর মৃতদেহের মতো শেষকৃত্য সম্পন্ন করবে প্রশাসন। এমনই সিদ্ধান্ত নিয়েছে NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও, এই বিষয়ে সরকারি চিকিৎসকদের একাংশের বক্তব্য, COVID-19-এ আক্রান্ত কি না তা নির্ণয়ের জন্য মৃত রোগীর সোয়াবের নমুনা পরীক্ষার প্রশ্ন উঠছে কেন? COVID-19 আক্রান্ত সন্দেহের রোগীর নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়ার সঙ্গে সঙ্গে কেন সোয়াব পরীক্ষার জন্য দ্রুত তাঁর নমুনা সংগ্রহ করা হচ্ছে না?

বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, COVID-19-এ আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভরতি কোনও রোগী কোরোনা আক্রান্ত কি না তা নির্ণয়ের জন্য তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করা হলেও, ওই নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগেই ওই রোগীর মৃত্যু হচ্ছে। এক্ষেত্রে, ওই নমুনা পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃতদেহ রেখে দেওয়া হয় সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে। কারণ, ওই নমুনা পরীক্ষার রিপোর্টে যদি COVID-19 পজ়িটিভ পাওয়া যায়, তা হলে প্রোটোকল মেনে মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করবে প্রশাসন। যদি, নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ আসে, তা হলে তখন মৃতদেহ তুলে দেওয়া হবে পরিজনদের হাতে। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে মৃতদেহ রাখার জন্য জায়গার অভাব দেখা দিচ্ছে । কারণ, নমুনা সংগ্রহের পর থেকে শুরু করে ওই নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। অনেক ক্ষেত্রে এমনও হচ্ছে, COVID-19-এ আক্রান্ত সন্দেহে কোনও রোগী ভরতি হওয়ার পরে, ওই রোগীর COVID-19 নির্ণয়ের জন্য তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করতে বিলম্ব ঘটছে। এই বিলম্বের জেরে অনেক ক্ষেত্রে সেই রোগীর সোয়াবের নমুনা সংগ্রহের আগেই তাঁর মৃত্যু হচ্ছে। এদিকে, মৃত্যুর পরেও COVID-19 নির্ণয়ের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত সোয়াবের নমুনা সংগ্রহ করা যেতে পারে। তবে, এক্ষেত্রেও নমুনা সংগ্রহের পর থেকে শুরু করে ওই নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া পর্যন্ত দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এই দীর্ঘ সময় মর্গে রেখে দেওয়া হচ্ছে মৃতদেহ। এর ফলেও মর্গে মৃতদেহ রাখার জায়গার অভাব দেখা দিচ্ছে, যার জেরে দেখা দিচ্ছে সমস্যা।

NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতি সিদ্ধান্ত নিয়েছে, COVID-19-এ আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভরতি কোনও রোগীর COVID-19 নির্ণয়ের জন্য সোয়াবের নমুনা সংগ্রহের আগেই যদি মৃত্যু হয়, তা হলে মৃত্যুর পরে ওই রোগীর COVID-19 নির্ণয়ের জন্য তাঁর সোয়াবের নমুনা আর পরীক্ষা করে দেখা হবে না। COVID-19-এ আক্রান্ত সন্দেহে রোগীর মৃত্যু হয়েছে অথচ তাঁর COVID-19 নির্ণয় করা হয়নি, এক্ষেত্রেও কি মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করবে প্রশাসন? NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, সাংসদ-চিকিৎসক শান্তনু সেন বলেন, "COVID-19-এ আক্রান্ত সন্দেহের কোনও রোগীর মৃত্যু হলে, ওই মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে না। মৃত ওই রোগীর শেষকৃত্য COVID-19-এ আক্রান্ত কোনও মৃত রোগীর ক্ষেত্রে যেমন হয়, তেমন হবে।"

এই বিষয়ে এরাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক, চিকিৎসক মানস গুমটা বলেন, "COVID-19 নির্ণয়ের জন্য টেস্ট করুক বা না-ই করুক, COVID-19 নির্ণয়ের আগেই যে রোগীর মৃত্যু হল, তাঁর ডেথ সার্টিফিকেটে যদি COVID-19 সাসপেক্ট বলে লেখা থাকে, তা হলে তাঁকে COVID-19 রোগীর মতোই দেখতে হবে। এ ক্ষেত্রে COVID-19 রোগীর মৃতদেহের শেষকৃত্য গাইডলাইন মেনে যেভাবে সম্পন্ন হয়, সেভাবেই করতে হবে। মৃত এই রোগীর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের কোয়ারানটিনে রাখতে হবে। তাঁদের টেস্ট করাতে হবে।" তিনি আরও বলেন, "চিকিৎসকরা যদি মনে করেন মৃত রোগী COVID-19 সাসপেক্ট ছিল, তা হলে, টেস্ট না করলেও গাইডলাইন অনুযায়ী COVID-19 রোগীর ক্ষেত্রে যা যা করা দরকার, এক্ষেত্রেও সে সব করতে হবে। এটা যদি না হয়, তা হলে ঠিক হবে না, অন্যায় হবে।"

এরাজ‍্যের সরকারি চিকিৎসকদের অন্য একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "মৃত্যুর পরে COVID-19 টেস্টের প্রশ্ন উঠছে কেন? COVID-19-এ আক্রান্ত সন্দেহের কোনও রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেন COVID-19 নির্ণয়ের জন্য তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করা হবে না? রেয়ার কেসে হয়তো শতকরা একজনের ক্ষেত্রে ঘটে, যেখানে রোগীর এতটাই খারাপ অবস্থায় থাকে যে COVID-19 নির্ণয়ের জন্য তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করা যায় না। কিন্তু, বাদবাকি ক্ষেত্রে কেন নেওয়া হচ্ছে না, বা কেন নেওয়া হবে না। ভরতির প‍র 24 ঘণ্টা বা দুই-তিন পেরিয়ে গেলেও কেন COVID-19 নির্ণয়ের জন্য পরীক্ষা করা হচ্ছে না?" রোগীর অবস্থা যদি মৃতপ্রায় না হয়, তা হলে হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে COVID-19 নির্ণয়ের জন্য সোয়াবের নমুনা সংগ্রহ করতে হবে। এটা নিশ্চিত করা হোক। এটা নিশ্চিত করা হলে মৃত্যুর পরে পরীক্ষা করা হবে কি না, এই বিষয়টি অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এই বিষয়ে প্রশ্ন উঠবে না। একথার পাশাপাশি সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক বলেন, "হাসপাতালে ভরতির এক ঘণ্টার মধ্যে COVID-19-এ আক্রান্ত সন্দেহের রোগীর COVID-19 নির্ণয়ের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হোক, সোয়াবের নমুনা সংগ্রহ করা হোক। এটা করা যায়, এটা কেন করা হচ্ছে না?" কোনও রোগী যদি উপসর্গহীন অবস্থায় থাকেন, সে ক্ষেত্রে তাঁকে যদি COVID-19-এ আক্রান্ত হিসাবে সন্দেহ করা সম্ভব না হয়? চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "এই বিষয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন। তবে, কোনও রোগীকে যদি COVID-19-এ আক্রান্ত হিসাবে সন্দেহ করা না হয়, তা হলে ওই রোগীর মৃত্যু হলে, এক্ষেত্রে পরিজনদের হাতে দেহ তুলে দেওয়া উচিত।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.