ETV Bharat / state

Partha Chatterjee: গারদেও অঙ্গের শোভা বাড়াচ্ছে গয়না, ফের জোরালো পার্থর প্রভাবশালী তত্ত্ব - পার্থ

কালো কুঠুরির ওপারেও আংটি শোভা পাচ্ছে পার্থর বাহুযুগলে । যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে ইডি । জেলের গয়না পরে প্রভাবশালী তত্ত্বও ফের খুচিয়ে দিয়েছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 19, 2023, 5:49 PM IST

কলকাতা, 19 এপ্রিল: প্রভাবশালী তত্ত্বে জেরবার পার্থ চট্টোপাধ্যায় । ফের একই অভিযোগে বিদ্ধ রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী । বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে । সেখানেই ফের প্রভাবশালী তত্ত্বে জোর দেন ইডি'র (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) আইনজীবীরা ।

কী হয়েছে আদালতে ?

দুর্নীতি কাণ্ডে এই মুহূর্তে জেলবন্দি তৃণমূলের প্রাক্তন মহাসচিব । বঙ্গ রাজনীতির মূল অলিন্দে দাপুটে হিসেবেই পরিচিত ছিলেন তিনি । পরনে থাকত হাফহাতা কুর্তা, ঢোলা পাজামা । জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী পার্থর দু'হাতে থাকত একাধিক আংটি । ফ্রেঞ্চকাট দাঁড়ির আড়ালে থাকত মুচকি হাসি । গারদে সেই হাসি গায়েব হলেও আংটি এখনও শোভা পাচ্ছে পার্থর বাহুযুগলে । তা নিয়েই যাবতীয় সমস্যা ।

সাধারণত জেলা হেফাজতে থাকা কোনও বিচারাধীন বা বিচারপ্রাপ্ত বন্দি গয়না পরার অনুমতি পান না। এক্ষেত্রে সেই নিয়ম খাটেনি পার্থর ক্ষেত্রে । সেখানেই প্রশ্ন তুলেছেন ইডি'র আইবনজীবীরা । প্রভাবশালী হওয়াতেই কি ছাড় পেয়েছেন প্রাক্তন মন্ত্রী? এরপরেই সংশোধনাগার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন বিচারক ।

প্রযুক্তিগত সমস্যা: এদিন ভার্চুয়াল শুনানি চলছিল । প্রাথমিকভাবে যান্ত্রিক সমস্যার জন্য সংশোধনাগার কর্তৃপক্ষের কোনও কথা শুনতে পাননি বিচারক । এরপরেই বিচারক যাবতীয় টেকনিক্যাল ত্রুটি ঠিক করার জন্য নির্দেশ দেন । অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়, আংটিটি সোনার নয় । তিনি স্বাস্থ্যের কারণে এই আংটিটি ধারণ করেছেন । সংশ্লিষ্ট সংশোধনাগারে থাকাকালীন আংটি পরা যায় না, বিষয়টি তাঁর জানা ছিল না ।

আরও পড়ুন: আধিকারিকদের উপর ভরসা করতাম, যেখানে বলত সেখানেই সই করেছি: পার্থ

প্রসঙ্গত, শিক্ষা দুর্নীতি কাণ্ডে গত বছর পার্থকে নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা । গ্রেফতার হন কাতু-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও । অর্পিতার দক্ষিণ কলকাতার বিলাসবহুল আবাসন এবং উত্তর 24 পরগনার ফ্ল্যাটে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানোর পর কোটি কোটি টাকার সোনার গয়না-সহ কয়েক কোটি নগদ টাকা উদ্ধার হয় । তারপর থেকেই যত দুর্নীতি কাণ্ডের জট ছাড়ছে, ততই জোরালো হচ্ছে পার্থ ও প্রভাবশালী তত্ত্ব ।

কলকাতা, 19 এপ্রিল: প্রভাবশালী তত্ত্বে জেরবার পার্থ চট্টোপাধ্যায় । ফের একই অভিযোগে বিদ্ধ রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী । বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে । সেখানেই ফের প্রভাবশালী তত্ত্বে জোর দেন ইডি'র (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) আইনজীবীরা ।

কী হয়েছে আদালতে ?

দুর্নীতি কাণ্ডে এই মুহূর্তে জেলবন্দি তৃণমূলের প্রাক্তন মহাসচিব । বঙ্গ রাজনীতির মূল অলিন্দে দাপুটে হিসেবেই পরিচিত ছিলেন তিনি । পরনে থাকত হাফহাতা কুর্তা, ঢোলা পাজামা । জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী পার্থর দু'হাতে থাকত একাধিক আংটি । ফ্রেঞ্চকাট দাঁড়ির আড়ালে থাকত মুচকি হাসি । গারদে সেই হাসি গায়েব হলেও আংটি এখনও শোভা পাচ্ছে পার্থর বাহুযুগলে । তা নিয়েই যাবতীয় সমস্যা ।

সাধারণত জেলা হেফাজতে থাকা কোনও বিচারাধীন বা বিচারপ্রাপ্ত বন্দি গয়না পরার অনুমতি পান না। এক্ষেত্রে সেই নিয়ম খাটেনি পার্থর ক্ষেত্রে । সেখানেই প্রশ্ন তুলেছেন ইডি'র আইবনজীবীরা । প্রভাবশালী হওয়াতেই কি ছাড় পেয়েছেন প্রাক্তন মন্ত্রী? এরপরেই সংশোধনাগার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন বিচারক ।

প্রযুক্তিগত সমস্যা: এদিন ভার্চুয়াল শুনানি চলছিল । প্রাথমিকভাবে যান্ত্রিক সমস্যার জন্য সংশোধনাগার কর্তৃপক্ষের কোনও কথা শুনতে পাননি বিচারক । এরপরেই বিচারক যাবতীয় টেকনিক্যাল ত্রুটি ঠিক করার জন্য নির্দেশ দেন । অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়, আংটিটি সোনার নয় । তিনি স্বাস্থ্যের কারণে এই আংটিটি ধারণ করেছেন । সংশ্লিষ্ট সংশোধনাগারে থাকাকালীন আংটি পরা যায় না, বিষয়টি তাঁর জানা ছিল না ।

আরও পড়ুন: আধিকারিকদের উপর ভরসা করতাম, যেখানে বলত সেখানেই সই করেছি: পার্থ

প্রসঙ্গত, শিক্ষা দুর্নীতি কাণ্ডে গত বছর পার্থকে নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা । গ্রেফতার হন কাতু-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও । অর্পিতার দক্ষিণ কলকাতার বিলাসবহুল আবাসন এবং উত্তর 24 পরগনার ফ্ল্যাটে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানোর পর কোটি কোটি টাকার সোনার গয়না-সহ কয়েক কোটি নগদ টাকা উদ্ধার হয় । তারপর থেকেই যত দুর্নীতি কাণ্ডের জট ছাড়ছে, ততই জোরালো হচ্ছে পার্থ ও প্রভাবশালী তত্ত্ব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.