কলকাতা, 1 মে : আগামী 7 মে প্রকাশিত হতে চলেছে CISCE-র ক্লাস 10 (ICSE) ও ক্লাস 12 (ISC)-এর পরীক্ষার ফলাফল । গতকাল একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এমনই জানিয়েছেন CISCE-র চিফ এগজ়িকিউটিভ অ্যান্ড সেক্রেটারি জেরি আরাথন । তিনি জানিয়েছেন, 7 মে দুপুর 3টের সময় উত্তরপ্রদেশের নয়ডায় সংসদের অফিসে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে ।
এই বছর CISCE-র ক্লাস 10-এর পরীক্ষা শুরু হয়েছিল 22 ফেব্রুয়ারি । শেষ হয়েছিল 25 মার্চ । ক্লাস 12-এর পরীক্ষা শুরু হয়েছিল 4 ফেব্রুয়ারি । শেষ হয়েছিল 25 মার্চ । পরীক্ষা শেষ হওয়ার 36 দিনের মাথায় আগামী 7 মে ফল প্রকাশ করছে সংসদ । CISCE-র ওয়েবসাইটে দেওয়া পরীক্ষার সিডিউলে বলা হয়েছে, জুনের প্রথম সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট স্কুলের প্রধানদের কাছে পাঠিয়ে দেওয়া হবে পড়ুয়াদের মার্কশিট ।
গত বছর ICSE পরীক্ষা দিয়েছিল 1 লাখ 63 হাজার 387 জন পড়ুয়া । পাশের হার ছিল 98.55 শতাংশ । গত বছর ISC পরীক্ষা দিয়েছিল 80 হাজার 880 জন পড়ুয়া । পাশের হার ছিল 96.30 শতাংশ । দু'টি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল 14 মে ।