ETV Bharat / state

ICDS-এর সোয়াবিনও বিক্রি খোলা বাজারে! গ্রেপ্তার ৩ - illegal business with mid day meal food

মিড ডে মিলের জন্য আসা সোয়াবিন বাজারে বিক্রির অভিযোগ । ঘটনায় গ্রেপ্তার তিনজন । আর কেউ ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কি না সেই বিষয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ ।

soya
সোয়াবিন
author img

By

Published : Apr 16, 2020, 10:02 AM IST

Updated : Apr 16, 2020, 12:46 PM IST

কলকাতা, 16 এপ্রিল: রীতিমতো বাস্তু ঘুঘুর বাসা । স্কুলপড়ুয়াদের জন্য সরকারি তরফে সোয়াবিনের ব্যবস্থা করা হয়েছে । যাতে ন্যূনতম পুষ্টিটুকু তারা পায় । সেই ICDS (ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস)-এর সোয়াবিনও এবার খোলা বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল । এমনই এক চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ । ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হুগলির একটি স্কুলে কিছুদিন আগে মিড-ডে মিলে নুন-ভাত দেওয়ার ঘটনা সামনে আসে । বিষয়টি নিয়ে সরগরম হয় রাজ্য-রাজনীতি । তারপর একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয় । বেশিরভাগ জেলায় মিড-ডে মিলের জন্য সপ্তাহের মেনু বেঁধে দেওয়া হয়েছিল । তাতে প্রাধান্য পেয়েছিল সোয়াবিন । স্কুলপড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখেই এই সোয়া চাঙ্কের ব্যবস্থা করে সরকার । কিন্তু সেই সোয়াবিন স্কুলপড়ুয়ারা পাচ্ছে না । অভিযোগ, বহুক্ষেত্রেই তাদের দায়সারা খাবার খাইয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে ডিম, সোয়াবিনের মতো জিনিস । কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের রেইড প্রমাণ করল অভিযোগটা মিথ্যা ছিল না ।

পুলিশ অভিযান চালিয়ে রিজেন্ট পার্ক থানা এলাকার 58 নম্বর চাকদা গভঃ কলোনি থেকে উদ্ধার করেছে মোট 260 কেজি সোয়াবিন । এগুলি বাজারে বিক্রির জন্য নয় বলে জানিয়েছে পুলিশ । শুধুমাত্র ICDS-এর জন্য । প্যাকেটের গায়ে পরিষ্কার লেখা আছে "নট ফর সেল" । ঘটনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের নাম শেখর ভগত, বিজয় ভগত ও সৌরভ ভগত । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই সোয়াবিনের উৎসের সন্ধান শুরু করেছে পুলিশ । চক্রে আরও কেউ জড়িত রয়েছে বলে পুলিশের অনুমান । তদন্ত শুরু হয়েছে ।

কলকাতা, 16 এপ্রিল: রীতিমতো বাস্তু ঘুঘুর বাসা । স্কুলপড়ুয়াদের জন্য সরকারি তরফে সোয়াবিনের ব্যবস্থা করা হয়েছে । যাতে ন্যূনতম পুষ্টিটুকু তারা পায় । সেই ICDS (ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস)-এর সোয়াবিনও এবার খোলা বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল । এমনই এক চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ । ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হুগলির একটি স্কুলে কিছুদিন আগে মিড-ডে মিলে নুন-ভাত দেওয়ার ঘটনা সামনে আসে । বিষয়টি নিয়ে সরগরম হয় রাজ্য-রাজনীতি । তারপর একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয় । বেশিরভাগ জেলায় মিড-ডে মিলের জন্য সপ্তাহের মেনু বেঁধে দেওয়া হয়েছিল । তাতে প্রাধান্য পেয়েছিল সোয়াবিন । স্কুলপড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখেই এই সোয়া চাঙ্কের ব্যবস্থা করে সরকার । কিন্তু সেই সোয়াবিন স্কুলপড়ুয়ারা পাচ্ছে না । অভিযোগ, বহুক্ষেত্রেই তাদের দায়সারা খাবার খাইয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে ডিম, সোয়াবিনের মতো জিনিস । কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের রেইড প্রমাণ করল অভিযোগটা মিথ্যা ছিল না ।

পুলিশ অভিযান চালিয়ে রিজেন্ট পার্ক থানা এলাকার 58 নম্বর চাকদা গভঃ কলোনি থেকে উদ্ধার করেছে মোট 260 কেজি সোয়াবিন । এগুলি বাজারে বিক্রির জন্য নয় বলে জানিয়েছে পুলিশ । শুধুমাত্র ICDS-এর জন্য । প্যাকেটের গায়ে পরিষ্কার লেখা আছে "নট ফর সেল" । ঘটনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের নাম শেখর ভগত, বিজয় ভগত ও সৌরভ ভগত । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই সোয়াবিনের উৎসের সন্ধান শুরু করেছে পুলিশ । চক্রে আরও কেউ জড়িত রয়েছে বলে পুলিশের অনুমান । তদন্ত শুরু হয়েছে ।

Last Updated : Apr 16, 2020, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.