ETV Bharat / state

বাঘের আক্রমণে মৃত স্বামী, ক্ষতিপূরণের দাবিতে হাইকোর্টে মহিলা - hc

সরকারি স্কিম রয়েছে যে সুন্দরবন অঞ্চলে বাঘের আক্রমণে যদি কেউ মারা যায় তাহলে তার পরিবারকে এককালীন ২ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়। সেই জন্যে ক্ষতিপূরণের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুন্দরবন এলাকার এক মহিলা।

hc
author img

By

Published : Feb 6, 2019, 3:54 PM IST

কলকাতা, ৬ ফেব্রুয়ারি : সরকারি স্কিম রয়েছে যে সুন্দরবন অঞ্চলে বাঘের আক্রমণে যদি কেউ মারা যায় তাহলে তার পরিবারকে এককালীন ২ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়। সেই জন্যে ক্ষতিপূরণের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুন্দরবন এলাকার এক মহিলা। তাঁর স্বামী বাঘের আক্রমণে মারা গেছেন।

মামলাকারী পুষ্প মণ্ডলের আইনজীবী ইন্দ্রজিৎ রায়চৌধুরি বলেন, "পুষ্প মণ্ডলের স্বামী মতিন্দ্র মণ্ডল ২০১৭ সালের ৬ জুন রায়মঙ্গল নদীতে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে মারা যান। আইন অনুযায়ী সুন্দরবন বাফার জ়োনে যদি কেউ বাঘের হামলায় মারা যায় তাহলে তার নিকট আত্নীয়রা ২ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। পুষ্প মণ্ডল এই সরকারি স্কিমের ব্যাপারে ২০১৮ সালে জানতে পারেন। এরপর তিনি ২২ অক্টোবর ২০১৮-তে BDO গোসাবা, SDO ক্যানিং ও DM-কে চিঠি পাঠান। যাতে প্রয়োজনীয় ক্ষতিপূরণ তিনি পান। কারণ তাঁর একটি ৯ বছরের ছেলে রয়েছে। কিন্ত কোনও প্রশাসনিক তৎপরতা দেখতে পাননি। শেষে প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ জানিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে মামলা করেছেন। আগামীকাল এই মামলার শুনানি হতে পারে।"

undefined

প্রসঙ্গত, গোটা সুন্দরবন অঞ্চলকে প্রশাসন দুই ভাগে ভাগ করে। একটি কোর এরিয়া। আরেকটি বাফারজ়োন। কোর এরিয়াতে লোকজনের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। অপরদিকে বাফারজ়োনে মাছধরা, মধু সংগ্রহ করে সেখানকার মানুষ জীবিকা নির্বাহ করে। আইনজীবী বলেন,"সুন্দরবন অঞ্চলে বাঘের আক্রমণে বহুলোকই মারা যায়। সুন্দরবনের রায়মঙ্গল নদীর কাছেই একটি পাড়া রয়েছে বিধবাপাড়া বলে। এদের স্বামীরা বাঘের হামলাতেই মারা গিয়েছেন। তাই আমার মক্কেলের দাবি তাঁর প্রাপ্য ক্ষতিপূরণের পাশাপাশি প্রশাসন যাতে এই ব্যাপারে একটু নজর দেন।"

কলকাতা, ৬ ফেব্রুয়ারি : সরকারি স্কিম রয়েছে যে সুন্দরবন অঞ্চলে বাঘের আক্রমণে যদি কেউ মারা যায় তাহলে তার পরিবারকে এককালীন ২ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়। সেই জন্যে ক্ষতিপূরণের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুন্দরবন এলাকার এক মহিলা। তাঁর স্বামী বাঘের আক্রমণে মারা গেছেন।

মামলাকারী পুষ্প মণ্ডলের আইনজীবী ইন্দ্রজিৎ রায়চৌধুরি বলেন, "পুষ্প মণ্ডলের স্বামী মতিন্দ্র মণ্ডল ২০১৭ সালের ৬ জুন রায়মঙ্গল নদীতে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে মারা যান। আইন অনুযায়ী সুন্দরবন বাফার জ়োনে যদি কেউ বাঘের হামলায় মারা যায় তাহলে তার নিকট আত্নীয়রা ২ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। পুষ্প মণ্ডল এই সরকারি স্কিমের ব্যাপারে ২০১৮ সালে জানতে পারেন। এরপর তিনি ২২ অক্টোবর ২০১৮-তে BDO গোসাবা, SDO ক্যানিং ও DM-কে চিঠি পাঠান। যাতে প্রয়োজনীয় ক্ষতিপূরণ তিনি পান। কারণ তাঁর একটি ৯ বছরের ছেলে রয়েছে। কিন্ত কোনও প্রশাসনিক তৎপরতা দেখতে পাননি। শেষে প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ জানিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে মামলা করেছেন। আগামীকাল এই মামলার শুনানি হতে পারে।"

undefined

প্রসঙ্গত, গোটা সুন্দরবন অঞ্চলকে প্রশাসন দুই ভাগে ভাগ করে। একটি কোর এরিয়া। আরেকটি বাফারজ়োন। কোর এরিয়াতে লোকজনের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। অপরদিকে বাফারজ়োনে মাছধরা, মধু সংগ্রহ করে সেখানকার মানুষ জীবিকা নির্বাহ করে। আইনজীবী বলেন,"সুন্দরবন অঞ্চলে বাঘের আক্রমণে বহুলোকই মারা যায়। সুন্দরবনের রায়মঙ্গল নদীর কাছেই একটি পাড়া রয়েছে বিধবাপাড়া বলে। এদের স্বামীরা বাঘের হামলাতেই মারা গিয়েছেন। তাই আমার মক্কেলের দাবি তাঁর প্রাপ্য ক্ষতিপূরণের পাশাপাশি প্রশাসন যাতে এই ব্যাপারে একটু নজর দেন।"

SNTV Digital Daily Planning Update, 0030 GMT
Wednesday 6th February 2019
Here are the stories you can expect over the next few hours. All times are GMT.
SOCCER (FIFA): Former Guatemala football president Brayan Jimenez, who pleaded guilty to racketeering and wire fraud, is sentenced in federal court, Brooklyn, New York. Already moved.
SOCCER: Sao Paulo holds trains and talks in Cordoba ahead of Copa LIbertadores 2nd stage match against Argentinian side Talleres. Already moved.
SOCCER: Post-match reaction of Copa Libertadores 2nd stage game between Danubio and Atletico Mineiro in Montevideo, Uruguay. Expect at 0300.
SOCCER: Peru's Paolo Guerrero returns to practice at his club, Internacional, for the first time after his14-month doping ban. Already moved.
FOOTBALL (NFL): Super Bowl champion New England Patriots feted with parade through Boston. Already moved.
For any editorial enquiries please email planning@sntv.com or contact the sportsdesk on +1 212 621 7415 between 0030 and 0600 GMT, or on +44 20 8233 5770 after 0600 GMT.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.