কলকাতা, ২৩ নভেম্বর: BJP-র যুব মোর্চার কর্মীর উপরে অত্যাচার ৷ এই বিষয় নিয়েই জাতীয় মানবাধিকার কমিশনের কাছে নালিশ জানিয়েছিলেন BJP-র সাংসদেরা । সেই নালিশের পরিপ্রেক্ষিতে আজ রাজ্য সরকারকে চিঠি দিল মানবাধিকার কমিশন ।
ঝাড়গ্রামের BJP কর্মী জিতেন লোহারকে মিথ্যা মামলা দিয়ে পুলিশ হেফাজতে নেয় বলে অভিযোগ BJP-র । জিতেন লোহারের ওপরে নৃশংস অত্যাচার করা হয় বলে অভিযোগ করেন BJP নেতারা। ঘটনার পরে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জানান BJP-র পাঁচ সাংসদ । এরা হলেন, সৌমিত্র খান, নীতীশ প্রামাণিক, জ্যোতির্ময় সিং মাহাতো, সুকান্ত মজুমদার ও জয়ন্তকুমার রাই ।
BJP সাংসদদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখে জাতীয় মানবাধিকার কমিশন । গোটা ঘটনার কথা জানতে চেয়ে মানবাধিকার কমিশন নোটিশ পাঠায় রাজ্যের মুখ্যসচিব ও রাজ্যপুলিশের DG-কে । জানা গেছে, ছবি-সহ ঘটনার বিবরণ চেয়েছে কমিশন । চিঠিতে অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার কথাও বলা হয় ৷