কলকাতা, 20 জুলাই : লোকসভা নির্বাচনের ফলে জঙ্গলমহলে নিশ্চিহ্ন তৃণমূল । ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় লোকসভা কেন্দ্রে ফুটেছে পদ্ম । তাই এবার শহিদ দিবসের অনুষ্ঠানে জঙ্গলমহলের জন্য আলাদা পরিবহনের ব্যবস্থা নেই । জঙ্গলমহল সংলগ্ন এলাকা থেকে তৃণমূল কর্মীদের নিজেদের ভাড়া দিয়েই 21-এর সমাবেশে আসার নির্দেশ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব । এর ফলে বহু কর্মী 21-র সমাবেশে যোগ দিতে পারবেন না বলে আশঙ্কা জঙ্গলমহলের তৃণমূল নেতৃত্বের ।
প্রতি বছর তাদের জন্য পরিবহনের ব্যবস্থা থাকে । এবার পরিষেবা না পেলে সমাবেশে আগতদের সংখ্যা অনেকটাই কমবে । তবে জঙ্গলমহল সম্পর্কে যথেষ্ট আশাবাদী তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "জঙ্গলমহল থেকে লোক আসবে না এটা ভুল ধারণা । আমি কথা বলেছি ওখানকার নেতৃত্বের সঙ্গে । জঙ্গলমহল কী পাহাড়, ভেবে লাভ নেই । মানুষের ঢল নামবেই । এবার আরও বেশি মানুষ আসবে জঙ্গলমহল থেকে । কারণ যারা আমাদের চ্যালেঞ্জ জানাচ্ছে এই মঞ্চ থেকে তাদের পালটা চ্যালেঞ্জ জানাব আমরা ।"
গতকাল ধর্মতলায় 21-এর সমাবেশ স্থান দেখতে যান পার্থ চট্টোপাধ্যায় । নির্মিত মঞ্চগুলি ঘুরে ঘুরে দেখেন তিনি । খতিয়ে দেখেন নিরাপত্তা ব্যবস্থা । এরপর বেশ জোর গলায় বলেন, "আমাদের রেকর্ড আমরাই ভাঙব ।"