ETV Bharat / state

জঙ্গলমহল থেকে প্রচুর মানুষ আসবে, আমাদের রেকর্ড আমরাই ভাঙব : পার্থ - Dharmatola

জঙ্গলমহল থেকে নিজেদের খরচায় ২১-এর সমাবেশে মানুষ আসবে । তারা আসবে BJP-কে চ্যালেঞ্জ জানাতেই । ২১-এর সমাবেশ মঞ্চ পরিদর্শন করে এই দাবি করলেন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Jul 20, 2019, 6:44 AM IST

কলকাতা, 20 জুলাই : লোকসভা নির্বাচনের ফলে জঙ্গলমহলে নিশ্চিহ্ন তৃণমূল । ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় লোকসভা কেন্দ্রে ফুটেছে পদ্ম । তাই এবার শহিদ দিবসের অনুষ্ঠানে জঙ্গলমহলের জন্য আলাদা পরিবহনের ব্যবস্থা নেই । জঙ্গলমহল সংলগ্ন এলাকা থেকে তৃণমূল কর্মীদের নিজেদের ভাড়া দিয়েই 21-এর সমাবেশে আসার নির্দেশ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব । এর ফলে বহু কর্মী 21-র সমাবেশে যোগ দিতে পারবেন না বলে আশঙ্কা জঙ্গলমহলের তৃণমূল নেতৃত্বের ।

প্রতি বছর তাদের জন্য পরিবহনের ব্যবস্থা থাকে । এবার পরিষেবা না পেলে সমাবেশে আগতদের সংখ্যা অনেকটাই কমবে । তবে জঙ্গলমহল সম্পর্কে যথেষ্ট আশাবাদী তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "জঙ্গলমহল থেকে লোক আসবে না এটা ভুল ধারণা । আমি কথা বলেছি ওখানকার নেতৃত্বের সঙ্গে । জঙ্গলমহল কী পাহাড়, ভেবে লাভ নেই । মানুষের ঢল নামবেই । এবার আরও বেশি মানুষ আসবে জঙ্গলমহল থেকে । কারণ যারা আমাদের চ্যালেঞ্জ জানাচ্ছে এই মঞ্চ থেকে তাদের পালটা চ্যালেঞ্জ জানাব আমরা ।"

গতকাল ধর্মতলায় 21-এর সমাবেশ স্থান দেখতে যান পার্থ চট্টোপাধ্যায় । নির্মিত মঞ্চগুলি ঘুরে ঘুরে দেখেন তিনি । খতিয়ে দেখেন নিরাপত্তা ব্যবস্থা । এরপর বেশ জোর গলায় বলেন, "আমাদের রেকর্ড আমরাই ভাঙব ।"

কলকাতা, 20 জুলাই : লোকসভা নির্বাচনের ফলে জঙ্গলমহলে নিশ্চিহ্ন তৃণমূল । ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় লোকসভা কেন্দ্রে ফুটেছে পদ্ম । তাই এবার শহিদ দিবসের অনুষ্ঠানে জঙ্গলমহলের জন্য আলাদা পরিবহনের ব্যবস্থা নেই । জঙ্গলমহল সংলগ্ন এলাকা থেকে তৃণমূল কর্মীদের নিজেদের ভাড়া দিয়েই 21-এর সমাবেশে আসার নির্দেশ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব । এর ফলে বহু কর্মী 21-র সমাবেশে যোগ দিতে পারবেন না বলে আশঙ্কা জঙ্গলমহলের তৃণমূল নেতৃত্বের ।

প্রতি বছর তাদের জন্য পরিবহনের ব্যবস্থা থাকে । এবার পরিষেবা না পেলে সমাবেশে আগতদের সংখ্যা অনেকটাই কমবে । তবে জঙ্গলমহল সম্পর্কে যথেষ্ট আশাবাদী তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "জঙ্গলমহল থেকে লোক আসবে না এটা ভুল ধারণা । আমি কথা বলেছি ওখানকার নেতৃত্বের সঙ্গে । জঙ্গলমহল কী পাহাড়, ভেবে লাভ নেই । মানুষের ঢল নামবেই । এবার আরও বেশি মানুষ আসবে জঙ্গলমহল থেকে । কারণ যারা আমাদের চ্যালেঞ্জ জানাচ্ছে এই মঞ্চ থেকে তাদের পালটা চ্যালেঞ্জ জানাব আমরা ।"

গতকাল ধর্মতলায় 21-এর সমাবেশ স্থান দেখতে যান পার্থ চট্টোপাধ্যায় । নির্মিত মঞ্চগুলি ঘুরে ঘুরে দেখেন তিনি । খতিয়ে দেখেন নিরাপত্তা ব্যবস্থা । এরপর বেশ জোর গলায় বলেন, "আমাদের রেকর্ড আমরাই ভাঙব ।"

Intro:


জঙ্গলমহল থেকে ২১- এর সমাবেশে এবারে বেশি মানুষ আসবে : পার্থ

কলকাতা, ১৯ জুলাই: জঙ্গলমহল থেকে নিজেদের খরচায় ২১ এর সমাবেশে মানুষ আসবে। তারা আসবে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতেই। আজ ২১-এর সমাবেশ স্থান পরিদর্শন করে এমনটাই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়
Body:

জঙ্গলমহল সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির কর্মীদের নিজেদের ট্রেনের ভাড়া দিয়ে ২১-এ জুলাইয়ের সমাবেশে আসতে হবে। দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে জেলায় জেলায় এমন নির্দেশ পৌঁছেছে বলেই সূত্রের খবর । এই বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক মহল মনে করছে, জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকার বহু মানুষ এবারের সমাবেশে যোগ দিতে পারবেন না। প্রতি বছর তাদের জন্য পরিবহন ব্যবস্থা থাকে। এবারে পরিষেবা না থাকলে সমাবেশে আগতদের সংখ্যা অনেকটাই কমবে। তবে জঙ্গলমহল সম্পর্কে যথেষ্ট আশাবাদী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, 'জঙ্গলমহল থেকে লোক আসবে না এটা ভুল ধারণা। আজ সকালেও আমি কথা বলেছি। জঙ্গলমহল কী পাহাড়, ভেবে লাভ নেই মানুষের ঢল আসবেই। এবারে আরও বেশি মানুষ আসবে জঙ্গলমহল থেকে । কারণ যারা আমাদের চ্যালেঞ্জ জানাচ্ছে এই মঞ্চ থেকে তাঁদের পাল্টা চ্যালেঞ্জ জানাবো আমরা।'
আজ ধর্ম তলায় ২১ -এর সমাবেশ স্থান দেখতে যান পার্থ চট্টোপাধ্যায়। নির্মিত মঞ্চ গুলি ঘুরে ঘুরে দেখেন তিনি। সরেজমিনে পর্যবেক্ষণ করতে থাকেন নিরাপত্তা ব্যবস্থা। এরপর তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, 'আমাদের রেকর্ড আমরাই ভাঙ্গবো।'
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.