কলকাতা, 7 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে কলকাতা পুলিশের সিংহভাগ মোতায়েন থাকবে পূর্ব মেদিনীপুরে । জানা যাচ্ছে, কলকাতা পুলিশ বাহিনীর 12 হাজার পুলিশের বেশিরভাগই থাকবে পূর্ব মেদিনীপুরের দায়িত্বে। কলকাতা পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনে কলকাতা পুলিশের 12 হাজার পুলিশ কর্মীকে মোট 10 জায়গায় মোতায়েন করা হয়েছে। এই 10 জায়গার মধ্যে অন্যতম হল পূর্ব মেদিনীপুর জেলা। শুভেন্দুর কারণে নন্দীগ্রামের উপর জোর দিয়ে পুলিশ মোতায়েন করা হচ্ছে কি না, সেই নিয়ে বিশেষ কিছু তথ্য দেয়নি লালবাজার ৷
লালবাজার সুত্রের খবর, পূর্ব মেদিনীপুরের পরই হাওড়ার গ্রামীণ এলাকায় একাধিক স্পর্শকাতর ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পেয়েছে কলকাতা পুলিশ ৷ এছাড়াও, কলকাতা পুলিশের দায়িত্বে থাকছে কৃষ্ণনগর জেলা পুলিশ, রানাঘাট জেলা পুলিশ, ডায়মন্ড হারবার জেলা পুলিশ, বারুইপুর জেলা পুলিশ এবং বসিরহাট।
প্রত্যেকটি বাহিনীর মাথায় থাকবেন একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশকর্মী। সেই অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশকর্মীকে সাহায্য করবেন একজন করে ইন্সপেক্টর ইনচার্জ বা অফিসার ইনচার্জ পদমর্যাদার পুলিশকর্মী। শুধু থানা নয়, বরং কলকাতা পুলিশের যে 25টি ট্রাফিক গার্ড রয়েছে সেখান থেকেও প্রচুর সার্জেন্ট এবং কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মীদের ভোটের কাজে লাগানো হয়েছে।
থানায় যে সকল বাহিনী রয়েছে তাদেরকেই ঘুরিয়ে ফিরিয়ে ডিউটি দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। আগামিকাল পঞ্চায়েত নির্বাচনের জন্য যেহেতু কলকাতা পুলিশের প্রচুর বাহিনী রাজ্যের বিভিন্ন জায়গায় নির্বাচনের কাজে কর্তব্যরত থাকবেন তার ফলে সিভিক ভলেন্টিয়ারদের আইন মেনে কাজ করাতে চলেছে কলকাতা পুলিশ।
আরও পড়ুন :মুর্শিদাবাদে সবচেয়ে বেশি সংখ্যক বাহিনী মোতায়েন, কেন্দ্রের নির্দেশ মেনে নিল কমিশন
এছাড়াও লালবাজার সূত্রের খবর, যেহেতু কলকাতা পুলিশের একটি বড় অংশের বাহিনী নির্বাচনে কর্তব্যরত, সেহেতু শহরের নিরাপত্তায় প্রতিটি থানার হেবি রেডিও ফ্লাইং স্কোয়াড ইউনিটের জওয়ানদের মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবমিলিয়ে নির্বিঘ্নে পঞ্চায়েত ভোটের লক্ষ্যে ঢেলে বাহিনী সাজিয়েছে লাল বাজার । অশান্তি ঠেকাতে তৎপর কলকাতা পুলিশ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।