ETV Bharat / state

উচ্চমাধ্যমিক: শেষ মুহূর্তে কী পড়বে ইংরেজির জন‍্য?

ইংরেজি বিষয়ের পরামর্শ দিয়েছেন যাদবপুর বিদ‍্যাপীঠ প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য । তিনি পড়ুয়াদের বললেন, ইংরেজির জন্য কোন দিকে নজর দিতে হবে শেষ মুহূর্তে । প্রকাশিত হবে 2টি পর্বে । আজ প্রথম পর্ব...

hs
hs
author img

By

Published : Mar 4, 2020, 8:54 PM IST

কলকাতা, 4 মার্চ : কয়েক দিন পর স্কুল জীবনের শেষ বড় পরীক্ষা দিতে চলেছে পড়ুয়ারা । উচ্চমাধ্যমিক । এরপর স্কুল গণ্ডি পেরিয়ে কলেজ জীবনে পা । স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছে পরীক্ষার্থীরা । চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি । তাদের সাহায্যে লাস্ট মিনিট সাজেশন ETV ভারতে । ইংরেজি বিষয়ের পরামর্শ দিয়েছেন যাদবপুর বিদ‍্যাপীঠ প্রধান শিক্ষিক পরিমল ভট্টাচার্য । তিনি পড়ুয়াদের বললেন, ইংরেজির জন্য কোন দিকে নজর দিতে হবে শেষ মুহূর্তে । প্রকাশিত হবে 2টি পর্বে । আজ প্রথম পর্ব...

এক নজরে তাঁর টিপস :

MCQ প্রশ্ন

  • ইংরেজিতে এখন যে ধরনের প্রশ্ন করা হচ্ছে সেক্ষেত্রে পরীক্ষার্থীরা আত্মবিশ্বাসী হলে পরীক্ষা ঠিক ঠাকই হবে । ক্লাস 11-এ প্রায় একই সিস্টেম ছিল, টুয়েলভের মতোই ।
  • শুধুমাত্র চারটি পদ‍্য, চারটি গদ‍্য এবং একটি নাটক শুধু ভিন্ন । প্রতিটি ভাগ থেকেই চার নম্বর করে 12 নম্বরের MCQ প্রশ্ন থাকবে‌ । যে টেক্সট বইগুলো ভালো করে পড়বে তার জন্য সম্পূর্ণ নম্বর পাওয়া খুব সহজ ।

ছোটো প্রশ্ন

  • MCQ-এর পরেই ছোটো প্রশ্ন আসবে । SAQ-এর ক্ষেত্রেও খুব বেশি সমস্যা নেই ।
  • গদ‍্য থেকে এক নম্বরের চারটে ও পদ‍্য থেকে এক নম্বরের চারটে করে প্রশ্ন থাকবে‌ । মোট আট নম্বর থাকবে । নাটক থেকে কোনও ছোটো প্রশ্ন হবে না । এগুলির জন্য এক লাইন করে লেখাটা খুব একটা সমস‍্যার নয় ।
  • 12 নম্বরের MCQ এবং 8 নম্বরের SAQ -র 20 নম্বর হাতের পাঁচ ধরে নিতে হবে ।
    ভিডিয়োয় দেখুন...

বড় প্রশ্ন

  • পদ‍্য, গদ‍্য ও নাটকের প্রত‍্যেকটি থেকে প্রশ্ন আসবে । পদ‍্য থেকে চারটির মধ‍্যে দুটি লিখতে হবে, গদ‍্য থেকে দুটি ও নাটক থেকে একটি লিখতে হবে । ওই প্রশ্নগুলির মান 6 নম্বর করে থাকবে । 30 নম্বরের বড় প্রশ্ন পাবে ।
  • কিন্তু, হু, হুইচ, হোয়েন, হোয়াই, হাও এই কটা শব্দকে কাজে লাগিয়ে প্রশ্নগুলিকে ভেঙে ভেঙে দেওয়া হয় । অর্থাৎ, সেটাও এক ধরনের ছোটো প্রশ্নই । হয়ে গেল 50 নম্বর ।
  • যেহেতু চারটেই পদ‍্য রয়েছে ও চারটেই গদ্য রয়েছে ও একটি নাটক রয়েছে, প্রত‍্যেকটি থেকেই বড় প্রশ্ন আসবে । পড়ুয়ারা যদি দুটোকে খুব গুরুত্ব দিয়ে পড়ে এবং চারটে পদ‍্যর সারসংক্ষেপ তৈরি করে রাখে তবে যা প্রশ্নই আসুক প্রত্যেকের জন্য দুটো প্রশ্নের উত্তর লেখা খুব সহজ হয়ে যাবে ।
  • যদি পড়া দুটো থেকে কমন না আসে তবে অল্টারনেটিভ আরও দুটো প্রশ্ন থাকবে । চারটেরই সারসংক্ষেপ তৈরি থাকলে সেগুলি থেকেই লেখা যাবে ।
  • মূল মূল যে লাইনগুলির উপর ভিত্তি করে একটা গদ্য বা পদ্য দাঁড়িয়ে রয়েছে সেগুলিকে বেশি গুরুত্ব দেবে । গত বছরের প্রশ্নের লাইনগুলিকে বাদ রাখতে পার । গদ‍্য থেকে ও পদ‍্য থেকে মূল দুটো ভালো করে পড়তে হবে । অন‍্যগুলো কাজ চালানোর মতো পড়তে হবে ।

উচ্চমাধ্যমিক: শেষ মুহূর্তে কী দেখবে ভূগোলে ?

10 নম্বরের প্রশ্ন

  • তিনটে প্রশ্ন থাকবে, লিখতে হবে একটা । হয় রিপোর্ট লিখতে হবে, একটা লেটার লিখতে হতে পারে ও একটা প্রেসি ‌। এই তিনটের মধ্যে একটি লিখতে হবে । লেটার হলে হয় অফিশিয়াল লেটার অথবা বন্ধুকে চিঠি লিখতে বলা হবে বা এডিটরকে চিঠি লিখতে বলা হতে পারে । লেটার লিখলে তার ফরম‍্যাটটা নিশ্চয়ই জানা থাকতে হবে । সেই বিষয়ে কিছু পয়েন্টস দেওয়া থাকে সেগুলিকে কাজে লাগিয়ে কিছু লিখতে পারলে ওখান থেকে কিছু নম্বর ছিনিয়ে নেওয়াটা খুব সাধারণ ছাত্র-ছাত্রীদের পক্ষে কষ্টসাধ্য নয় ।
  • রিপোর্টের ক্ষেত্রে সাম্প্রতিককালের ঘটনাগুলি থাকে । যেমন এখন ন্যাচারাল ক্যালামিটিকে কেন্দ্র করে প্রশ্ন থাকেই । ন‍্যাচারাল ক‍্যালামিটি, অ্যাক্সিডেন্ট, হেলথ সংক্রান্ত বিষয় ও শিক্ষা সংক্রান্ত বিষয় থাকে । এই চারটি উপর ভিত্তি করে সাম্প্রতিককালে যা ঘটেছে সাধারণত রিপোর্টিংয়ের ক্ষেত্রে এগুলিই গুরুত্বপূর্ণ । ন‍্যাচারাল ক‍্যালামিটি তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ । এই বছর কোনও মনীষীর জন্মবর্ষ পালন করা হলে সেগুলিও দেখে যাওয়া ভালো ।

আনসিন

  • 10 নম্বর আছে । একটা তোলা প্যাসেজ থাকবে । সেই প্যাসেজ থেকে উত্তর দিতে হবে । সেখানে খুব সহজেই পরীক্ষার্থীরা বাজিমাত করতে পারবে ।
  • যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নের শব্দগুলির সঙ্গে মিল করে পাশে যে কোনও লাইনে সেগুলি রয়েছে তা প‍্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে । প্রশ্নের সঙ্গে মিলযুক্ত সেন্টেন্সগুলো লিখলেই আমার উত্তর হয়ে যাবে ।
  • হোয়াই দিয়ে প্রশ্ন পেলে টু বা ভার্বের প্রেজ়েন্ট ফর্ম দিয়ে উত্তর লিখতে হবে । কিংবা, বিকজ় বা অ্যাজ় দিয়ে উত্তর লেখা থাকবে । ফলে এই ধরনের প্রশ্ন খুব জটিল সমস্যার সৃষ্টি করতে পারবে না ।

উচ্চমাধ্যমিক : শেষ মুহূর্তে কী পড়বে বাংলার জন্য ?

গ্রামার

  • গ্রামারের ক্ষেত্রে সিম্পল ট্রান্সফরমেশন কয়েকটা থাকবে । ভয়েস চেঞ্জ থাকে, আর্টিকেল প্রিপজ়িশন থাকে । টেস্ট পেপারের দশটা ধরে এই গ্রামার অভ্যাস করলেই প্রায় সব কমন পাওয়া যাবে ।
  • আরও সময় থাকলে 15টা, 20টা, যেমন অভ্যেস হয়েছে, আরও অভ্যাস করলে‌ 10-এ 10 পাওয়া খুব কঠিন কাজ নয় । আর 20 নম্বর ইতিমধ্যেই স্কুল থেকে প্রজেক্টে একটা অংশ দেওয়া রয়েছে ।

কলকাতা, 4 মার্চ : কয়েক দিন পর স্কুল জীবনের শেষ বড় পরীক্ষা দিতে চলেছে পড়ুয়ারা । উচ্চমাধ্যমিক । এরপর স্কুল গণ্ডি পেরিয়ে কলেজ জীবনে পা । স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছে পরীক্ষার্থীরা । চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি । তাদের সাহায্যে লাস্ট মিনিট সাজেশন ETV ভারতে । ইংরেজি বিষয়ের পরামর্শ দিয়েছেন যাদবপুর বিদ‍্যাপীঠ প্রধান শিক্ষিক পরিমল ভট্টাচার্য । তিনি পড়ুয়াদের বললেন, ইংরেজির জন্য কোন দিকে নজর দিতে হবে শেষ মুহূর্তে । প্রকাশিত হবে 2টি পর্বে । আজ প্রথম পর্ব...

এক নজরে তাঁর টিপস :

MCQ প্রশ্ন

  • ইংরেজিতে এখন যে ধরনের প্রশ্ন করা হচ্ছে সেক্ষেত্রে পরীক্ষার্থীরা আত্মবিশ্বাসী হলে পরীক্ষা ঠিক ঠাকই হবে । ক্লাস 11-এ প্রায় একই সিস্টেম ছিল, টুয়েলভের মতোই ।
  • শুধুমাত্র চারটি পদ‍্য, চারটি গদ‍্য এবং একটি নাটক শুধু ভিন্ন । প্রতিটি ভাগ থেকেই চার নম্বর করে 12 নম্বরের MCQ প্রশ্ন থাকবে‌ । যে টেক্সট বইগুলো ভালো করে পড়বে তার জন্য সম্পূর্ণ নম্বর পাওয়া খুব সহজ ।

ছোটো প্রশ্ন

  • MCQ-এর পরেই ছোটো প্রশ্ন আসবে । SAQ-এর ক্ষেত্রেও খুব বেশি সমস্যা নেই ।
  • গদ‍্য থেকে এক নম্বরের চারটে ও পদ‍্য থেকে এক নম্বরের চারটে করে প্রশ্ন থাকবে‌ । মোট আট নম্বর থাকবে । নাটক থেকে কোনও ছোটো প্রশ্ন হবে না । এগুলির জন্য এক লাইন করে লেখাটা খুব একটা সমস‍্যার নয় ।
  • 12 নম্বরের MCQ এবং 8 নম্বরের SAQ -র 20 নম্বর হাতের পাঁচ ধরে নিতে হবে ।
    ভিডিয়োয় দেখুন...

বড় প্রশ্ন

  • পদ‍্য, গদ‍্য ও নাটকের প্রত‍্যেকটি থেকে প্রশ্ন আসবে । পদ‍্য থেকে চারটির মধ‍্যে দুটি লিখতে হবে, গদ‍্য থেকে দুটি ও নাটক থেকে একটি লিখতে হবে । ওই প্রশ্নগুলির মান 6 নম্বর করে থাকবে । 30 নম্বরের বড় প্রশ্ন পাবে ।
  • কিন্তু, হু, হুইচ, হোয়েন, হোয়াই, হাও এই কটা শব্দকে কাজে লাগিয়ে প্রশ্নগুলিকে ভেঙে ভেঙে দেওয়া হয় । অর্থাৎ, সেটাও এক ধরনের ছোটো প্রশ্নই । হয়ে গেল 50 নম্বর ।
  • যেহেতু চারটেই পদ‍্য রয়েছে ও চারটেই গদ্য রয়েছে ও একটি নাটক রয়েছে, প্রত‍্যেকটি থেকেই বড় প্রশ্ন আসবে । পড়ুয়ারা যদি দুটোকে খুব গুরুত্ব দিয়ে পড়ে এবং চারটে পদ‍্যর সারসংক্ষেপ তৈরি করে রাখে তবে যা প্রশ্নই আসুক প্রত্যেকের জন্য দুটো প্রশ্নের উত্তর লেখা খুব সহজ হয়ে যাবে ।
  • যদি পড়া দুটো থেকে কমন না আসে তবে অল্টারনেটিভ আরও দুটো প্রশ্ন থাকবে । চারটেরই সারসংক্ষেপ তৈরি থাকলে সেগুলি থেকেই লেখা যাবে ।
  • মূল মূল যে লাইনগুলির উপর ভিত্তি করে একটা গদ্য বা পদ্য দাঁড়িয়ে রয়েছে সেগুলিকে বেশি গুরুত্ব দেবে । গত বছরের প্রশ্নের লাইনগুলিকে বাদ রাখতে পার । গদ‍্য থেকে ও পদ‍্য থেকে মূল দুটো ভালো করে পড়তে হবে । অন‍্যগুলো কাজ চালানোর মতো পড়তে হবে ।

উচ্চমাধ্যমিক: শেষ মুহূর্তে কী দেখবে ভূগোলে ?

10 নম্বরের প্রশ্ন

  • তিনটে প্রশ্ন থাকবে, লিখতে হবে একটা । হয় রিপোর্ট লিখতে হবে, একটা লেটার লিখতে হতে পারে ও একটা প্রেসি ‌। এই তিনটের মধ্যে একটি লিখতে হবে । লেটার হলে হয় অফিশিয়াল লেটার অথবা বন্ধুকে চিঠি লিখতে বলা হবে বা এডিটরকে চিঠি লিখতে বলা হতে পারে । লেটার লিখলে তার ফরম‍্যাটটা নিশ্চয়ই জানা থাকতে হবে । সেই বিষয়ে কিছু পয়েন্টস দেওয়া থাকে সেগুলিকে কাজে লাগিয়ে কিছু লিখতে পারলে ওখান থেকে কিছু নম্বর ছিনিয়ে নেওয়াটা খুব সাধারণ ছাত্র-ছাত্রীদের পক্ষে কষ্টসাধ্য নয় ।
  • রিপোর্টের ক্ষেত্রে সাম্প্রতিককালের ঘটনাগুলি থাকে । যেমন এখন ন্যাচারাল ক্যালামিটিকে কেন্দ্র করে প্রশ্ন থাকেই । ন‍্যাচারাল ক‍্যালামিটি, অ্যাক্সিডেন্ট, হেলথ সংক্রান্ত বিষয় ও শিক্ষা সংক্রান্ত বিষয় থাকে । এই চারটি উপর ভিত্তি করে সাম্প্রতিককালে যা ঘটেছে সাধারণত রিপোর্টিংয়ের ক্ষেত্রে এগুলিই গুরুত্বপূর্ণ । ন‍্যাচারাল ক‍্যালামিটি তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ । এই বছর কোনও মনীষীর জন্মবর্ষ পালন করা হলে সেগুলিও দেখে যাওয়া ভালো ।

আনসিন

  • 10 নম্বর আছে । একটা তোলা প্যাসেজ থাকবে । সেই প্যাসেজ থেকে উত্তর দিতে হবে । সেখানে খুব সহজেই পরীক্ষার্থীরা বাজিমাত করতে পারবে ।
  • যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নের শব্দগুলির সঙ্গে মিল করে পাশে যে কোনও লাইনে সেগুলি রয়েছে তা প‍্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে । প্রশ্নের সঙ্গে মিলযুক্ত সেন্টেন্সগুলো লিখলেই আমার উত্তর হয়ে যাবে ।
  • হোয়াই দিয়ে প্রশ্ন পেলে টু বা ভার্বের প্রেজ়েন্ট ফর্ম দিয়ে উত্তর লিখতে হবে । কিংবা, বিকজ় বা অ্যাজ় দিয়ে উত্তর লেখা থাকবে । ফলে এই ধরনের প্রশ্ন খুব জটিল সমস্যার সৃষ্টি করতে পারবে না ।

উচ্চমাধ্যমিক : শেষ মুহূর্তে কী পড়বে বাংলার জন্য ?

গ্রামার

  • গ্রামারের ক্ষেত্রে সিম্পল ট্রান্সফরমেশন কয়েকটা থাকবে । ভয়েস চেঞ্জ থাকে, আর্টিকেল প্রিপজ়িশন থাকে । টেস্ট পেপারের দশটা ধরে এই গ্রামার অভ্যাস করলেই প্রায় সব কমন পাওয়া যাবে ।
  • আরও সময় থাকলে 15টা, 20টা, যেমন অভ্যেস হয়েছে, আরও অভ্যাস করলে‌ 10-এ 10 পাওয়া খুব কঠিন কাজ নয় । আর 20 নম্বর ইতিমধ্যেই স্কুল থেকে প্রজেক্টে একটা অংশ দেওয়া রয়েছে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.