ETV Bharat / state

HPV Test-Vaccination in Sonagachi: জরায়ু ক্যানসার রুখতে সোনাগাছিতে এইচপিভি টেস্ট-ভ্যাকসিনেশন, খুশি 'দুর্বার' - HPV Vaccination

HPV Vaccination to Prevent Cervical Cancer: জরায়ু ক্যানসার রুখতে নয়া উদ্যোগ সোনাগাছিতে ৷ শুরু হল 'এইচপিভি' টেস্ট থেকে ভ্যাকসিনেশন ৷ কলকাতার তিনটি যৌনপল্লিতে বিনামূল্যে করানো হবে এই টেস্ট ৷

HPV Test Vaccination in Sonagachi
যৌনকর্মীর এইচপিভি টেস্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 9:01 PM IST

জরায়ু ক্যানসার রুখতে সোনাগাছিতে এইচপিভি টেস্ট-ভ্যাকসিনেশন

কলকাতা, 16 নভেম্বর: 'প্রটেক্ট দ্য আনপ্রোটেকটেড' শীর্ষক শিরোনামে বিনামূল্যে এইচপিভি টেস্ট শুরু হল সোনাগাছিতে । হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) সাধারণত যৌনসঙ্গম বা এক ত্বক থেকে অন্য ত্বকে যোগাযোগের মাধ্যমে সংক্রামিত হয় । তা রুখতে পাইলট প্রজেক্ট হিসেবে সোনাগাছি-সহ কলকাতার তিনটি যৌনপল্লিতে যৌনকর্মীদের এইচপিভি টেস্ট করছে একটি বেসরকারি সংস্থা । এদিকে দীর্ঘ প্রচেষ্টার পরে বিনামূল্যে যৌনকর্মীদের এই টেস্ট করাতে পেরে খুশি 'দুর্বার মহিলা সমন্বয় সমিতি'। তাদের বক্তব্য, আগামিদিনে ধারাবাহিকভাবে রাজ্যের প্রতিটি যৌনকর্মীর এইচপিভি টেস্ট করানো হবে ।

ওই বেসরকারি সংস্থার চিকিৎসকরা জানাচ্ছেন, ইতিমধ্যে 130 জনের টেস্ট করা হয়েছে । তাঁদের অনেকের রিপোর্ট পজিটিভ এসেছে । এতে চিন্তার বা ভয়ের কোনও কারণ নেই । চিকিৎসক জাভেদ আখতার বলেন, "ধারাবাহিক চিকিৎসার ফলে এই সংক্রমণ রোখা যায় । রিপোর্ট পজেটিভ এসেছে মানেই এই মুহূর্তে যৌনসঙ্গম বন্ধ রাখতে হবে এমনটাও নয় । কিন্তু, চিকিৎসা না হলে 15 বা 20 বছরের মধ্যে ওই যৌনকর্মী জরায়ু ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থেকে যায় । তাই টেস্ট করানোর পাশাপাশি ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হচ্ছে । শুধু যৌনকর্মীরা নয়, 5 থেকে 14 বছর বয়সি সব মেয়েদেরই এই ভ্যাকসিন নেওয়া উচিত । সমস্ত মহিলাদের এইচপিভি টেস্ট করানো বাধ্যতামূলক হওয়া উচিত ।"

তিনি আরও জানান, সাধারণত পুরুষদের থেকে এই ভাইরাসের সংক্রমণ মহিলাদের মধ্যে ঘটে থাকে । তাই 14 বছরের পর থেকে যে কোনও মহিলার এইচপিভি টেস্ট করানো উচিত । কিন্তু খরচ সাপেক্ষ হওয়ায় অনেকেই এই বিষয়টা অনেকে এড়িয়ে যান । তা না-করে গাইনোকলজিস্টের থেকে পরামর্শ নিয়ে এই টেস্ট করানো উচিত ।

দুর্বার মহিলা সমন্বয় সমিতির সম্পাদিকা বিশাখা লস্করের কথায়, "বহু চেষ্টার পর যৌনকর্মীদের এই টেস্ট করাতে পেরে আমরা খুশি । আগামিদিনে এইচআইভি-সহ আরও যে যে টেস্ট আমরা করে থাকি তার সঙ্গে এইচপিভিও টেস্ট বাধ্যতামূলক করার চেষ্টা করছি । এই মুহূর্তে পাঁচ হাজার জনগণের এই টেস্ট করানোর টার্গেট নেওয়া হয়েছে । আগামীতে গোটা রাজ্যের যৌনকর্মীদের এই টেস্ট করানো হবে ।"

এইচপিভি কী?

হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) এর 100টিরও বেশি প্রজাতি রয়েছে । কিছু ধরণের হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) সংক্রমণের কারণে আঁচিল হয় । কিছু বিভিন্ন ধরণের ক্যান্সারের কারণ হতে পারে । এইচপিভি জরায়ুর নিচের অংশের ক্যানসার সৃষ্টি করতে পারে । মলদ্বার, লিঙ্গ, যোনি, ভালভা ক্যানসার এইচপিভি সংক্রমণের সঙ্গে যুক্ ত। এইচপিভি সংক্রমণের পরে সার্ভিকাল ক্যানসার হতে 20 বছর বা তার বেশি সময় লাগতে পারে । এইচপিভি সংক্রমণ এবং প্রারম্ভিক সার্ভিকাল ক্যানসারের সাধারণত কোনও লক্ষণ দেখা যায় না ।

এইচপিভি ভ্যাকসিন:

চিকিৎসকরা জানাচ্ছেন, গর্ভবতী মহিলার যৌনাঙ্গে এইচপিভি সংক্রমণ থাকলে শিশুর সংক্রমণ হতে পারে । গার্ডাসিল 9 হল একটি এইচপিভি ভ্যাকসিন । যা ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা অনুমোদিত । সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনেক আগেই 11 এবং 12 বছর বয়সি ছেলেমেয়েদের রুটিন এইচপিভি টিকা দেওয়ার সুপারিশ করেছে । সংক্রমিত হওয়ার আগে ভ্যাকসিন গ্রহণ করলে সার্ভিকাল ক্যানসারের ঝুঁকি কমে ।

আরও পড়ুন:

  1. জরায়ু ক্যানসার চিকিৎসায় নয়া দিগন্ত, বিশেষজ্ঞ কমিটির ছাড়পত্র পেল প্রথম দিশি ভ্যাকসিন
  2. সারভাইক্যাল ক্যানসারের কারণ ভাইরাস ! প্রতিরোধের উপায় জানালেন ক্যানসার বিশেষজ্ঞ

জরায়ু ক্যানসার রুখতে সোনাগাছিতে এইচপিভি টেস্ট-ভ্যাকসিনেশন

কলকাতা, 16 নভেম্বর: 'প্রটেক্ট দ্য আনপ্রোটেকটেড' শীর্ষক শিরোনামে বিনামূল্যে এইচপিভি টেস্ট শুরু হল সোনাগাছিতে । হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) সাধারণত যৌনসঙ্গম বা এক ত্বক থেকে অন্য ত্বকে যোগাযোগের মাধ্যমে সংক্রামিত হয় । তা রুখতে পাইলট প্রজেক্ট হিসেবে সোনাগাছি-সহ কলকাতার তিনটি যৌনপল্লিতে যৌনকর্মীদের এইচপিভি টেস্ট করছে একটি বেসরকারি সংস্থা । এদিকে দীর্ঘ প্রচেষ্টার পরে বিনামূল্যে যৌনকর্মীদের এই টেস্ট করাতে পেরে খুশি 'দুর্বার মহিলা সমন্বয় সমিতি'। তাদের বক্তব্য, আগামিদিনে ধারাবাহিকভাবে রাজ্যের প্রতিটি যৌনকর্মীর এইচপিভি টেস্ট করানো হবে ।

ওই বেসরকারি সংস্থার চিকিৎসকরা জানাচ্ছেন, ইতিমধ্যে 130 জনের টেস্ট করা হয়েছে । তাঁদের অনেকের রিপোর্ট পজিটিভ এসেছে । এতে চিন্তার বা ভয়ের কোনও কারণ নেই । চিকিৎসক জাভেদ আখতার বলেন, "ধারাবাহিক চিকিৎসার ফলে এই সংক্রমণ রোখা যায় । রিপোর্ট পজেটিভ এসেছে মানেই এই মুহূর্তে যৌনসঙ্গম বন্ধ রাখতে হবে এমনটাও নয় । কিন্তু, চিকিৎসা না হলে 15 বা 20 বছরের মধ্যে ওই যৌনকর্মী জরায়ু ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থেকে যায় । তাই টেস্ট করানোর পাশাপাশি ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হচ্ছে । শুধু যৌনকর্মীরা নয়, 5 থেকে 14 বছর বয়সি সব মেয়েদেরই এই ভ্যাকসিন নেওয়া উচিত । সমস্ত মহিলাদের এইচপিভি টেস্ট করানো বাধ্যতামূলক হওয়া উচিত ।"

তিনি আরও জানান, সাধারণত পুরুষদের থেকে এই ভাইরাসের সংক্রমণ মহিলাদের মধ্যে ঘটে থাকে । তাই 14 বছরের পর থেকে যে কোনও মহিলার এইচপিভি টেস্ট করানো উচিত । কিন্তু খরচ সাপেক্ষ হওয়ায় অনেকেই এই বিষয়টা অনেকে এড়িয়ে যান । তা না-করে গাইনোকলজিস্টের থেকে পরামর্শ নিয়ে এই টেস্ট করানো উচিত ।

দুর্বার মহিলা সমন্বয় সমিতির সম্পাদিকা বিশাখা লস্করের কথায়, "বহু চেষ্টার পর যৌনকর্মীদের এই টেস্ট করাতে পেরে আমরা খুশি । আগামিদিনে এইচআইভি-সহ আরও যে যে টেস্ট আমরা করে থাকি তার সঙ্গে এইচপিভিও টেস্ট বাধ্যতামূলক করার চেষ্টা করছি । এই মুহূর্তে পাঁচ হাজার জনগণের এই টেস্ট করানোর টার্গেট নেওয়া হয়েছে । আগামীতে গোটা রাজ্যের যৌনকর্মীদের এই টেস্ট করানো হবে ।"

এইচপিভি কী?

হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) এর 100টিরও বেশি প্রজাতি রয়েছে । কিছু ধরণের হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) সংক্রমণের কারণে আঁচিল হয় । কিছু বিভিন্ন ধরণের ক্যান্সারের কারণ হতে পারে । এইচপিভি জরায়ুর নিচের অংশের ক্যানসার সৃষ্টি করতে পারে । মলদ্বার, লিঙ্গ, যোনি, ভালভা ক্যানসার এইচপিভি সংক্রমণের সঙ্গে যুক্ ত। এইচপিভি সংক্রমণের পরে সার্ভিকাল ক্যানসার হতে 20 বছর বা তার বেশি সময় লাগতে পারে । এইচপিভি সংক্রমণ এবং প্রারম্ভিক সার্ভিকাল ক্যানসারের সাধারণত কোনও লক্ষণ দেখা যায় না ।

এইচপিভি ভ্যাকসিন:

চিকিৎসকরা জানাচ্ছেন, গর্ভবতী মহিলার যৌনাঙ্গে এইচপিভি সংক্রমণ থাকলে শিশুর সংক্রমণ হতে পারে । গার্ডাসিল 9 হল একটি এইচপিভি ভ্যাকসিন । যা ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা অনুমোদিত । সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনেক আগেই 11 এবং 12 বছর বয়সি ছেলেমেয়েদের রুটিন এইচপিভি টিকা দেওয়ার সুপারিশ করেছে । সংক্রমিত হওয়ার আগে ভ্যাকসিন গ্রহণ করলে সার্ভিকাল ক্যানসারের ঝুঁকি কমে ।

আরও পড়ুন:

  1. জরায়ু ক্যানসার চিকিৎসায় নয়া দিগন্ত, বিশেষজ্ঞ কমিটির ছাড়পত্র পেল প্রথম দিশি ভ্যাকসিন
  2. সারভাইক্যাল ক্যানসারের কারণ ভাইরাস ! প্রতিরোধের উপায় জানালেন ক্যানসার বিশেষজ্ঞ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.