কলকাতা, ৩ সেপ্টেম্বর : ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল খুঁড়তে গিয়ে বউবাজার এলাকায় গত শনিবার ভেঙে পড়ে কয়েকটি বাড়ি । অনেক বাড়িতে ফাটল দেখা দিয়েছে । কয়েকটি বাড়ি মাটিতে বসে গিয়েছে । এর জেরে আতঙ্ক ছড়িয়ে এলাকায় । অনেক বাড়ি থেকে লোকজনকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে ।
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়র চন্দ্রচূড় ভট্টাচার্য বলেন, "কলকাতার ভূপৃষ্ঠ সর্বত্র একরকম নয় । কোথাও মাটির আধিক্য রয়েছে আবার কোথাও রয়েছে জল । তাই সয়েল টেস্টিংয়ের সময় যদি পরীক্ষায় কোনও রকম ফাঁক থাকে, তবে বিপদের সম্ভাবনা রয়ে যায় । ।" চন্দ্রচূড়বাবু আরও বলেন, "বউবাজার অঞ্চলটির বেশির ভাগ বাড়ির বয়স প্রায় 70 থেকে 80 বছর । সেগুলো এমনিতেই জীর্ণ । বোরিং এর সময় তীব্র কম্পন সম্ভবত সহ্য করতে পারেনি বাড়িগুলি । "
আফকোনসের ভাইস প্রেসিডেন্ট ভি কল বলেন, "ইস্ট-ওয়েস্ট মেট্রো টানেলের যে অংশটি আমাদের সংস্থা তৈরি করার দায়িত্ব পেয়েছিল তা গত বছর মার্চ মাসে সম্পূর্ণ করা হয়েছে । সেখানে কোনও রকম সমস্যা এখনও পাওয়া যায়নি । আমাদের আশা আগামী দিনেও কোনও সমস্যা দেখা দেবে না ।"