ETV Bharat / state

সয়েল টেস্টিংয়ে ফাঁক থাকলে এমন দুর্ঘটনা ঘটে, বলছেন বিশেষজ্ঞ - Baubazar

একটু সর্তক হলেই রোখা যেত দুর্ঘটনা, মত বিশেষজ্ঞদের ।

:ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল
author img

By

Published : Sep 3, 2019, 3:32 PM IST

Updated : Sep 3, 2019, 4:55 PM IST

কলকাতা, ৩ সেপ্টেম্বর : ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল খুঁড়তে গিয়ে বউবাজার এলাকায় গত শনিবার ভেঙে পড়ে কয়েকটি বাড়ি । অনেক বাড়িতে ফাটল দেখা দিয়েছে । কয়েকটি বাড়ি মাটিতে বসে গিয়েছে । এর জেরে আতঙ্ক ছড়িয়ে এলাকায় । অনেক বাড়ি থেকে লোকজনকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে ।

স্ট্রাকচারাল ইঞ্জিনিয়র চন্দ্রচূড় ভট্টাচার্য বলেন, "কলকাতার ভূপৃষ্ঠ সর্বত্র একরকম নয় । কোথাও মাটির আধিক্য রয়েছে আবার কোথাও রয়েছে জল । তাই সয়েল টেস্টিংয়ের সময় যদি পরীক্ষায় কোনও রকম ফাঁক থাকে, তবে বিপদের সম্ভাবনা রয়ে যায় । ।" চন্দ্রচূড়বাবু আরও বলেন, "বউবাজার অঞ্চলটির বেশির ভাগ বাড়ির বয়স প্রায় 70 থেকে 80 বছর । সেগুলো এমনিতেই জীর্ণ । বোরিং এর সময় তীব্র কম্পন সম্ভবত সহ্য করতে পারেনি বাড়িগুলি । "

আফকোনসের ভাইস প্রেসিডেন্ট ভি কল বলেন, "ইস্ট-ওয়েস্ট মেট্রো টানেলের যে অংশটি আমাদের সংস্থা তৈরি করার দায়িত্ব পেয়েছিল তা গত বছর মার্চ মাসে সম্পূর্ণ করা হয়েছে । সেখানে কোনও রকম সমস্যা এখনও পাওয়া যায়নি । আমাদের আশা আগামী দিনেও কোনও সমস্যা দেখা দেবে না ।"

কলকাতা, ৩ সেপ্টেম্বর : ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল খুঁড়তে গিয়ে বউবাজার এলাকায় গত শনিবার ভেঙে পড়ে কয়েকটি বাড়ি । অনেক বাড়িতে ফাটল দেখা দিয়েছে । কয়েকটি বাড়ি মাটিতে বসে গিয়েছে । এর জেরে আতঙ্ক ছড়িয়ে এলাকায় । অনেক বাড়ি থেকে লোকজনকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে ।

স্ট্রাকচারাল ইঞ্জিনিয়র চন্দ্রচূড় ভট্টাচার্য বলেন, "কলকাতার ভূপৃষ্ঠ সর্বত্র একরকম নয় । কোথাও মাটির আধিক্য রয়েছে আবার কোথাও রয়েছে জল । তাই সয়েল টেস্টিংয়ের সময় যদি পরীক্ষায় কোনও রকম ফাঁক থাকে, তবে বিপদের সম্ভাবনা রয়ে যায় । ।" চন্দ্রচূড়বাবু আরও বলেন, "বউবাজার অঞ্চলটির বেশির ভাগ বাড়ির বয়স প্রায় 70 থেকে 80 বছর । সেগুলো এমনিতেই জীর্ণ । বোরিং এর সময় তীব্র কম্পন সম্ভবত সহ্য করতে পারেনি বাড়িগুলি । "

আফকোনসের ভাইস প্রেসিডেন্ট ভি কল বলেন, "ইস্ট-ওয়েস্ট মেট্রো টানেলের যে অংশটি আমাদের সংস্থা তৈরি করার দায়িত্ব পেয়েছিল তা গত বছর মার্চ মাসে সম্পূর্ণ করা হয়েছে । সেখানে কোনও রকম সমস্যা এখনও পাওয়া যায়নি । আমাদের আশা আগামী দিনেও কোনও সমস্যা দেখা দেবে না ।"

Intro:ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল বোরিং এর সময় বউবাজারে দুটি বাড়িতে ফাটল দেখা যায় এবং ধসে পড়ে বেশ কয়েকটি বাড়ি এই ঘটনার জেরে বিশেষজ্ঞরা মনে করছেন যে স্বয়ং টেস্টিং বা সার্বিকভাবে করা হয় না হয়তো বিশেষজ্ঞরা মনে করছেন সয়েল টেস্টিং বা সার্ভের সময় হয়তো কোনও ফাক থেকে গিয়েছি তাই ঘটে গেল এমন বিপত্তি।


Body:স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স চন্দ্রচূড় ভট্টাচার্য বলেন, "মাটির থেকে 14 মিটার নিচ দিয়ে টানেল বোরিং-এর কাজ চালানো হচ্ছিল। কলকাতার ভূপৃষ্ঠ সর্বত্র একরকম নয়। কোথাও মাটির আধিক্য আবার কোথাও রয়েছে অনুরক্ত পরিমানে জল। তাই সয়েল টেস্টিংয়ের সময় যদি পরীক্ষায় কোনও রকম ফাঁক থেকে যায় তাহালে বিপদের সম্ভাবনা থাকে। এছাড়াও বউবাজার অঞ্চলটি অনেক পুরনো এবং ওখানের পুরোনো বাড়ির সংখ্যা অনেকগুলি। ওখানে প্রায় 70 থেকে 80 বছরের সমস্ত পুরনো বাড়ি রয়েছে যেগুলো এমনিতেই বেশ দুর্বল হওয়ার পড়েছে। বোরিং এর সময় ভাইব্রেশনের কারণেও অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।"

কে এম আর সি এল এর মুখ্য ইঞ্জিনিয়ার বিশ্বনাথ দিকে ফোন করা হলে তার ফোন বেজে যায়।


Conclusion:আফকোনসের ভাইস প্রেসিডেন্ট ভি কল বলেন, "ইস্ট-ওয়েস্ট মেট্রো টানেলের যে অংশটি আমাদের সংস্থার তৈরি করার দায়িত্ব ছিল সেই অংশটির কাজ গত বছর মার্চ মাসে সম্পূর্ণ হয়েছে। সেখানে কোনও রকম সমস্যা এখনও পাওয়া যায়নি। আমাদের আশা আগামী দিনেও কোনও সমস্যা দেখা দেবে না বলেই আমাদের বিশ্বাস।"
Last Updated : Sep 3, 2019, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.