ETV Bharat / state

অধ্যক্ষের চিঠি প্রকাশ্যে কীভাবে, রাজ্যপালকে কটাক্ষ পার্থর

অধ্যক্ষকে চিঠি পাঠানোর প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, "তপশিলি জাতি ও উপজাতির বিধায়করা ক্ষুব্ধ । তাঁরা আজ বিধানসভায় প্রতিবাদ জানিয়েছে। সেই কারণেই অধ্যক্ষকে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল । আমি ভেবে পাচ্ছি না রাজ্যপালের পাঠানো চিঠি পাবলিক হয় কীভাবে ? অধ্যক্ষ চিঠিটি পাওয়ার অন্তত ৩০ মিনিট আগে কীভাবে তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ?"

partha
partha
author img

By

Published : Dec 11, 2019, 2:01 AM IST

Updated : Dec 11, 2019, 5:31 AM IST

কলকাতা, 11 ডিসেম্বর : রাজ্য-রাজ্যপাল তরজা অব্যাহত ৷ এবার অধ্যক্ষের চিঠি নিয়ে বাধল সংঘাত ৷ রাজ্যপালের তরফে বিধানসভার অধ্যক্ষকে পাঠানো চিঠি জনসমক্ষে কীভাবে আসে । এই প্রশ্ন তুলে রাজ্যপাল জগদীপ ধনকড়কে একহাত নিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । অধ্যক্ষের কাছে চিঠি পৌঁছানোর আগেই তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের ।

রাজ্যপালের ব্যবহারে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী । অধ্যক্ষকে চিঠি পাঠানোর প্রসঙ্গে তিনি বলেন, "তপশিলি জাতি ও উপজাতির বিধায়করা ক্ষুব্ধ । তাঁরা আজ বিধানসভায় প্রতিবাদ জানিয়েছেন । সেই কারণেই অধ্যক্ষকে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল । আমি ভেবে পাচ্ছি না রাজ্যপালের পাঠানো চিঠি পাবলিক হয় কীভাবে? অধ্যক্ষ চিঠিটি পাওয়ার অন্তত ৩০ মিনিট আগে কীভাবে তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ?"

দেখুন ভিডিয়ো

উল্লেখ্য, SC-ST কমিশন বিলে সন্মতি না দেওয়ায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে বিধানসভায় বিক্ষোভ দেখান শাসকদলের বিধায়করা । গত ২৯ নভেম্বর SC-ST কমিশনের বিল সই করার জন্য রাজ্যপালের কাছে পাঠায় রাজ্যসরকার । সেই বিলে অনুমতি দেননি রাজ্যপাল । রাজ্যপালের অসহযোগিতার প্রশ্ন তুলে আজ বিধানসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 11 ডিসেম্বর : রাজ্য-রাজ্যপাল তরজা অব্যাহত ৷ এবার অধ্যক্ষের চিঠি নিয়ে বাধল সংঘাত ৷ রাজ্যপালের তরফে বিধানসভার অধ্যক্ষকে পাঠানো চিঠি জনসমক্ষে কীভাবে আসে । এই প্রশ্ন তুলে রাজ্যপাল জগদীপ ধনকড়কে একহাত নিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । অধ্যক্ষের কাছে চিঠি পৌঁছানোর আগেই তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের ।

রাজ্যপালের ব্যবহারে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী । অধ্যক্ষকে চিঠি পাঠানোর প্রসঙ্গে তিনি বলেন, "তপশিলি জাতি ও উপজাতির বিধায়করা ক্ষুব্ধ । তাঁরা আজ বিধানসভায় প্রতিবাদ জানিয়েছেন । সেই কারণেই অধ্যক্ষকে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল । আমি ভেবে পাচ্ছি না রাজ্যপালের পাঠানো চিঠি পাবলিক হয় কীভাবে? অধ্যক্ষ চিঠিটি পাওয়ার অন্তত ৩০ মিনিট আগে কীভাবে তা সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ?"

দেখুন ভিডিয়ো

উল্লেখ্য, SC-ST কমিশন বিলে সন্মতি না দেওয়ায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে বিধানসভায় বিক্ষোভ দেখান শাসকদলের বিধায়করা । গত ২৯ নভেম্বর SC-ST কমিশনের বিল সই করার জন্য রাজ্যপালের কাছে পাঠায় রাজ্যসরকার । সেই বিলে অনুমতি দেননি রাজ্যপাল । রাজ্যপালের অসহযোগিতার প্রশ্ন তুলে আজ বিধানসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

Intro:কলকাতা, ১০ ডিসেম্বর: "বিধানসভার অধ্যক্ষকে দেওয়া রাজ্যপালের চিঠি পাবলিক হয় কি করে ?" আজ এই প্রশ্ন তুলে রাজ্যপাল জগদীপ ধনকরকে আক্রমণ শানালেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ' চিঠি দেওয়ার ৩০ মিনিট আগে সকলের মোবাইল ও সোস্যাল মিডিয়াতে ঘুরে বেরিয়েছে।





Body:রাজ্যপালের আচরণ নিয়ে বেশ অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের । অধ্যক্ষকে চিঠি দেওয়া নিয়ে তিনি বলেন, "তফশিলি জাতি ও উপজাতির বিধায়কেরা ক্ষুব্ধ । তাঁর আজ বিধানসভায় প্রতিবাদ জানিয়েছে। সেই কারণেই অধ্যক্ষকে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল।
আমি ভেবে পাচ্ছি না রাজ্য পালের দেওয়া চিঠি পাবলিক হয় কি করে ! অধ্যক্ষকে দেওয়া চিঠি অন্ততঃ ৩০ মিনিট আগে কিভাবে সকলের মোবাইলে এসেছে ?

প্রসঙ্গত, এসসি, এসটি কমিশন বিলে সন্মতি না দেওয়াই রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে বিধানসভায় বিক্ষোভে সামিল হন শাসক দলের বিধায়করা। গত ২৯ নভেম্বর এসসি-এসটি কমিশনের বিল সই করানোর জন্য রাজ্যপালের কাছে পাঠায় রাজ্যসরকার । সেই বিলে অনুমতি দেয়নি রাজ্যপাল। যদিও বিধানসভার শীতকালীন অধিবেশন আজই শেষ হয়।


Conclusion:
Last Updated : Dec 11, 2019, 5:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.