কলকাতা, 14 সেপ্টেম্বর : চুক্তিভিত্তিক শিক্ষকদের বদলির (Teacher Transfer Case) কোনও আইন নেই ৷ তা সত্ত্বেও কী করে শিক্ষিকাকে বদলি করা হল, রাজ্যের কাছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court )।
চুক্তিভিত্তিক শিক্ষকদের বদলির প্রতিবাদে গত 24 অগস্ট বিকাশ ভবনের সামনে বিষ পান করেছিলেন পাঁচজন শিক্ষিকা । সেই ঘটনায় তোলপাড় হয়েছে গোটা রাজ্য । এর মধ্যে চারজন শিক্ষিকা সুস্থ হয়ে উঠলেও এখনও এক শিক্ষিকা ভর্তি রয়েছেন আরজিকর হাসপাতালে । বদলির প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শিক্ষিকারা । সেই মামলাতেই আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য ওই নির্দেশ দিয়েছেন ।
আরও পড়ুন: Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় এবার প্রভাবশালীদের নোটিস পাঠানোর পরিকল্পনা সিবিআইয়ের
মামলার শুনানিতে বিচারপতি বলেন, চুক্তিভিত্তিক শিক্ষকদের এই ভাবে বদলির কোনও নিয়ম নেই । তাহলে কীসের ভিত্তিতে রাজ্য বদলি করল ? কোন ক্ষমতাবলে এমন বদলি করা হল ? কালকের মধ্যে অবস্থান জানাতে হবে রাজ্যকে ।
আরও পড়ুন : Mamata Banerjee : মমতার বিরুদ্ধে হলফনামায় তথ্যগোপনের অভিযোগে কমিশনের দ্বারস্থ বিজেপি
বেতন বৃদ্ধি-সহ বিভিন্ন শিক্ষক-শিক্ষিকাকে 'অন্যায় ভাবে' বদলির প্রতিবাদে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকা । তাঁদের মধ্যে থেকেই কয়েকজনকে সম্প্রতি দক্ষিণ 24 পরগনার বিভিন্ন শিশু শিক্ষাকেন্দ্র থেকে কোচবিহারের দিনহাটায় বদলি করা হয় । অনিমা নাথ নামে এক শিক্ষিকাকে মুর্শিদাবাদ থেকে মালদায় প্রায় 200 কিলোমিটার দূরে বদলি করা হয়েছিল ৷
আরও পড়ুন: PM Modi on Yogi: বিজ্ঞাপন বিতর্কের ড্যামেজ কন্ট্রোল ? যোগীর ডাবল ইঞ্জিন সরকারের ঢালাও প্রশংসা মোদির
এই সিদ্ধান্তের বিরুদ্ধেই বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পাঁচ শিক্ষিকা । আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতলে কিছুদিন চিকিৎসাধীনও ছিলেন তাঁরা । একাধিকবার শিক্ষা দফতরে বদলির ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁরা ব্যর্থ হন বলে অভিযোগ । অবশেষে 26 অগস্ট কলকাতা হাইকোর্টে বদলি নীতির বিরুদ্ধে মামলা করেন শিক্ষকরা ।
আরও পড়ুন: Tripura TMC : বারবার বাধা, ত্রিপুরায় অভিষেকের কর্মসূচি নিয়ে কৌশল বদলাচ্ছে তৃণমূল