ETV Bharat / state

Gold Stolen from Bank Locker: চুরি করে হেলমেট পরে সারারাত ব্যাংকে লুকিয়ে, দরজা খুলতেই একছুটে পালাল কর্মী - ব্যাংকে চোর

দীর্ঘদিন ধরে সে একটি ব্যাংকে কাজ করত ৷ তাতেই চেনা হয়ে গিয়েছিল কোথায় কী হচ্ছে, কী রাখা আছে ৷ আগে থেকে ছক কষে ব্যাংকের শৌচালয়ে লুকিয়ে ছিল ৷ দরজা বন্ধ হতেই লকার থেকে গায়েব সোনা ! পুরো ঘটনাটি স্বীকার করেছে গ্রেফতার হওয়া কর্মী (Gold Stolen from Bank Locker) ৷

Bank Locker Gold Stolen
ব্যাংকের লকারে চুরি
author img

By

Published : Jul 16, 2022, 2:13 PM IST

কলকাতা, 16 জুলাই: সারারাত ব্যাংকের ভিতরে লুকিয়ে ছিল ব্যাংকেরই কর্মী । সকাল হতে ব্যাংকের সদর দরজা খুলতেই মাথায় হেলমেট চাপিয়ে পালিয়ে গেল চোর । ব্যাংক থেকে কিছু মূল্যবান জিনিস চুরি গেছে কি না, তা জানতে ভিতরে বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন কর্মীরা । দেখা যায়, ব্যাংকের লকার থেকে খোয়া গিয়েছে প্রায় আড়াই কেজি ওজনের সোনার গয়না । এরপরই সংশ্লিষ্ট ব্যাংকের তরফে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কড়েয়া থানার আওতাধীন পার্ক সার্কাস এলাকার একটি ব্যাংকে । লালবাজার সূত্রে খবর, গতকাল রাতে এই ঘটনায় প্রবীর হালদার নামের একজনকে গ্রেফতার করা হয়েছে । সে ওই ব্যাংকের হাউজকিপিংয়ের কর্মী (House Keeping worker hidden in Bank wearing helmet after stealing Gold in Park Circus) ।

তবে জিজ্ঞাসাবাদে গোটা ঘটনাটি সে স্বীকার করে নিয়েছে ৷ চুরি যাওয়া সেই আড়াই কেজি সোনা সে কোথায় কোথায় বিক্রি করেছে, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা । গোয়েন্দারা জানতে পেরেছেন, যেহেতু বেশ কয়েক বছর ধরে ওই ব্যাংকের হাউজকিপিং কর্মী হিসেবে কাজ করার ফলে ব্যাংকের কোথায় কী হচ্ছে, সবকিছু তার নখদর্পণে ছিল । কিন্তু লকারের রাখা সোনার গয়না সে কী ভাবে বার করল ? খতিয়ে দেখছেন আধিকারিকেরা । গোয়েন্দাদের অনুমান শুধু প্রবীর হালদার নামে এই হাউজকিপিংয়ে কর্মীই নয়, যুক্ত রয়েছেন ব্যাংকের আরও বেশ কয়েকজন কর্মী ।

আরও পড়ুন: ব্যাংকের ভিতরেই দুষ্কৃতীর গুলিতে খুন ম্যানেজার, দেখুন ভিডিয়ো

গত মঙ্গলবার সকালে ব্যাংক কর্মীরা সদর দরজা খুললেই দেখতে পান ভিতর থেকে এক ব্যক্তি হেলমেট পরে দৌড়ে পালিয়ে যায় । ধৃত প্রবীর হালদার জানিয়েছে, সোমবার ব্যাংক বন্ধ হওয়ার আগে সে মাথায় হেলমেট পরে ব্যাংকের শৌচালয়ে লুকিয়ে ছিল । এরপর ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর কোনওক্রমে এসে ওই সব গয়না নিজের কাছে রেখে ব্যাংকের সদর দরজার কাছে রাতভর অপেক্ষা করছিল ।

পরের দিন সকালবেলা ব্যাংক কর্মীরা দরজা খুলতেই দৌড়ে পালিয়ে যায় প্রবীর হালদার । তদন্তে নেমে ব্যাংকের সিসিটিভি ফুটেজ এবং রাস্তার এসপি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন গোয়েন্দারা । গতকাল রাতে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

কলকাতা, 16 জুলাই: সারারাত ব্যাংকের ভিতরে লুকিয়ে ছিল ব্যাংকেরই কর্মী । সকাল হতে ব্যাংকের সদর দরজা খুলতেই মাথায় হেলমেট চাপিয়ে পালিয়ে গেল চোর । ব্যাংক থেকে কিছু মূল্যবান জিনিস চুরি গেছে কি না, তা জানতে ভিতরে বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন কর্মীরা । দেখা যায়, ব্যাংকের লকার থেকে খোয়া গিয়েছে প্রায় আড়াই কেজি ওজনের সোনার গয়না । এরপরই সংশ্লিষ্ট ব্যাংকের তরফে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কড়েয়া থানার আওতাধীন পার্ক সার্কাস এলাকার একটি ব্যাংকে । লালবাজার সূত্রে খবর, গতকাল রাতে এই ঘটনায় প্রবীর হালদার নামের একজনকে গ্রেফতার করা হয়েছে । সে ওই ব্যাংকের হাউজকিপিংয়ের কর্মী (House Keeping worker hidden in Bank wearing helmet after stealing Gold in Park Circus) ।

তবে জিজ্ঞাসাবাদে গোটা ঘটনাটি সে স্বীকার করে নিয়েছে ৷ চুরি যাওয়া সেই আড়াই কেজি সোনা সে কোথায় কোথায় বিক্রি করেছে, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা । গোয়েন্দারা জানতে পেরেছেন, যেহেতু বেশ কয়েক বছর ধরে ওই ব্যাংকের হাউজকিপিং কর্মী হিসেবে কাজ করার ফলে ব্যাংকের কোথায় কী হচ্ছে, সবকিছু তার নখদর্পণে ছিল । কিন্তু লকারের রাখা সোনার গয়না সে কী ভাবে বার করল ? খতিয়ে দেখছেন আধিকারিকেরা । গোয়েন্দাদের অনুমান শুধু প্রবীর হালদার নামে এই হাউজকিপিংয়ে কর্মীই নয়, যুক্ত রয়েছেন ব্যাংকের আরও বেশ কয়েকজন কর্মী ।

আরও পড়ুন: ব্যাংকের ভিতরেই দুষ্কৃতীর গুলিতে খুন ম্যানেজার, দেখুন ভিডিয়ো

গত মঙ্গলবার সকালে ব্যাংক কর্মীরা সদর দরজা খুললেই দেখতে পান ভিতর থেকে এক ব্যক্তি হেলমেট পরে দৌড়ে পালিয়ে যায় । ধৃত প্রবীর হালদার জানিয়েছে, সোমবার ব্যাংক বন্ধ হওয়ার আগে সে মাথায় হেলমেট পরে ব্যাংকের শৌচালয়ে লুকিয়ে ছিল । এরপর ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর কোনওক্রমে এসে ওই সব গয়না নিজের কাছে রেখে ব্যাংকের সদর দরজার কাছে রাতভর অপেক্ষা করছিল ।

পরের দিন সকালবেলা ব্যাংক কর্মীরা দরজা খুলতেই দৌড়ে পালিয়ে যায় প্রবীর হালদার । তদন্তে নেমে ব্যাংকের সিসিটিভি ফুটেজ এবং রাস্তার এসপি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন গোয়েন্দারা । গতকাল রাতে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.