ETV Bharat / state

West Bengal Weather Update : রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় আজ চুটিয়ে উপভোগ করুন প্রেমদিবস - কেমন থাকবে আজ বঙ্গের আবহাওয়া

প্রেম দিবসে নো ঝঞ্ঝা, নো বৃষ্টি ৷ আপনার সঙ্গে সঙ্গে আজ উষ্ণতা ছড়াবে সুয্যিমামাও ৷ মিঠে রোদ গায়ে মেখে তাই প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজ হারিয়ে যেতে পারেন আপনিও (Weather Update of West Bengal) ৷

West Bengal Weather Update
প্রেমদিবসের আবহাওয়া
author img

By

Published : Feb 14, 2022, 7:21 AM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি : ভালবাসার দিনে শীতও আরও নিবিড় হয়ে বসতে চাইছে বঙ্গে । ফলে যাই যাই করেও ঠান্ডা যাচ্ছে না । ফাল্গুনের শুরুতেও শেষ মুহূর্তের আমেজ ছড়িয়ে চলছে সে (West Bengal Weather Update) ।

আজ, সোমবার সপ্তাহের প্রথম দিন থাকবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 এবং 14 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । শীতের বিদায় কার্যত আর বেশি দূরে নয় । ইতিমধ্যেই দিনের বেলা গায়ে গরম জামাকাপড় দিয়ে বেরোলে অস্বস্তি হচ্ছে । ভোরের দিকে কুয়াশা এবং সকালের দিকে উত্তুরে হাওয়াতেই যা ঠান্ডার আমেজ থাকছে ।

সোমবার রাতে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কমে ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস । হাওয়া অফিস বলছে রাতের দিকের এই ঠান্ডা আরও দুদিন থাকবে । বুধবার থেকে ফের চড়বে পারদ ৷ পরবর্তী তিন দিন দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে ।

সরস্বতী পুজোর আগেই শীতের বিদায় ঘণ্টার কথা বলেছিল আবহাওয়া অফিস । কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই উত্তুরে হাওয়া ফের ঠান্ডা বয়ে নিয়ে এসেছে । তবে তা আজ এবং আগামিকাল থাকবে । তারপর বসন্ত আসার পালা ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 14th February : প্রেমদিবসে সঙ্গীকে একান্তে কাছে পাওয়ার ভাগ্য কোন রাশির ?

কলকাতা, 14 ফেব্রুয়ারি : ভালবাসার দিনে শীতও আরও নিবিড় হয়ে বসতে চাইছে বঙ্গে । ফলে যাই যাই করেও ঠান্ডা যাচ্ছে না । ফাল্গুনের শুরুতেও শেষ মুহূর্তের আমেজ ছড়িয়ে চলছে সে (West Bengal Weather Update) ।

আজ, সোমবার সপ্তাহের প্রথম দিন থাকবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 এবং 14 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । শীতের বিদায় কার্যত আর বেশি দূরে নয় । ইতিমধ্যেই দিনের বেলা গায়ে গরম জামাকাপড় দিয়ে বেরোলে অস্বস্তি হচ্ছে । ভোরের দিকে কুয়াশা এবং সকালের দিকে উত্তুরে হাওয়াতেই যা ঠান্ডার আমেজ থাকছে ।

সোমবার রাতে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কমে ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস । হাওয়া অফিস বলছে রাতের দিকের এই ঠান্ডা আরও দুদিন থাকবে । বুধবার থেকে ফের চড়বে পারদ ৷ পরবর্তী তিন দিন দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে ।

সরস্বতী পুজোর আগেই শীতের বিদায় ঘণ্টার কথা বলেছিল আবহাওয়া অফিস । কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই উত্তুরে হাওয়া ফের ঠান্ডা বয়ে নিয়ে এসেছে । তবে তা আজ এবং আগামিকাল থাকবে । তারপর বসন্ত আসার পালা ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 14th February : প্রেমদিবসে সঙ্গীকে একান্তে কাছে পাওয়ার ভাগ্য কোন রাশির ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.