ETV Bharat / state

Hostel Open in Presidency : অবশেষে হস্টেলের গেট খুলে দখল প্রেসিডেন্সির পড়ুয়াদের - Visva Bharati Protest

রাজ্যের সর্বত্র স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে পঠন-পাঠন শুরু হলেও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হস্টেল (Hostel of Presidency University) বন্ধ রয়েছে । সরকারের নির্দেশ থাকা সত্বেও হস্টেল কেন খোলা হচ্ছে না, এই দাবিতে প্রায় একমাস ধরে আন্দোলন চালাচ্ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অবশেষে গেট খুলে হস্টেলের দখল নিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা (Students of Presidency University) ।

Hostel Open in Presidency
জোরপূর্বক হিন্দু বয়েজ হস্টেল দখল করলেন আবাসিক ও বাকি পড়ুয়ারা
author img

By

Published : Mar 17, 2022, 11:47 AM IST

কলকাতা, 17 মার্চ : একদিকে বিশ্বভারতীতে আন্দোলন (Visva Bharati Protest), ঠিক একই ধাঁচে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও গত একমাস ধরে চলছিল পড়ুয়াদের আন্দোলন ৷ বিশ্বভারতীর পড়ুয়াদের মতো এক্ষেত্রেও দাবি, হস্টেল খুলে দিতে হবে (Hostel Open in Presidency) ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই দাবি কিছুতেই মেনে না নেওয়ায় বুধবার বিকেলে দরজা খুলে হস্টেলের দখল নিলেন পড়ুয়ারা ৷ রাত থেকেই পড়ুয়ারা থাকতে শুরু করেছেন সেখানে।

প্রায় এক মাস হল খুলে গিয়েছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। খুলে গিয়েছে বিশ্ববিদ্যালয়ও। তবে পঠন-পাঠন শুরু হয়ে গেলেও এতদিন বন্ধ ছিল বয়েজ ও গার্লস হস্টেল। ফলত দূর-দূরান্ত থেকে আগত পড়ুয়াদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। বিশেষ করে চূড়ান্ত হয়রানির মধ্যে পড়তে হচ্ছিল ছাত্রীদের ৷

তাদের মূল দাবি ছিল, অবিলম্বে খুলে দিতে হবে হস্টেল। এই বিষয়ে বারেবারে উপাচার্য ও রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেও কোনও সুরাহা হয়নি। তাই হিন্দু হস্টেল খোলার দাবিতে প্রায় একমাস লাগাতার বিক্ষোভ চালান পড়ুয়ারা। শুধু তাই নয়, প্রায় 48 ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের ডিন অরুণকুমার মাইতিকে ঘেরাও করে রাখেন পড়ুয়ারা। কিন্তু তারপরও হস্টেল না খোলায় জোর করে হিন্দু বয়েজ হস্টেল দখল করলেন পড়ুয়ারা ।

আরও পড়ুন : প্রায় 30 ঘণ্টা পর ঘেরাও মুক্ত কর্মসচিব-সহ বিশ্বভারতীর আধিকারিকেরা

গার্লস হোস্টেলের আবাসিক অদ্রিজা করক জানান, এখন বয়েজ হস্টেলে প্রবেশ করলাম। আগামিদিনে প্রয়োজন হলে এভাবেই গার্লস হস্টেলেও প্রবেশ করব। কারণ সমস্ত বিভাগে অফলাইনে ক্লাস শুরু হয়ে গিয়েছে। এভাবে রাস্তায় বা কলেজ চত্বরে অস্থায়ী ভাবে আমাদের পক্ষে থাকা সম্ভব নয়।

কলকাতা, 17 মার্চ : একদিকে বিশ্বভারতীতে আন্দোলন (Visva Bharati Protest), ঠিক একই ধাঁচে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও গত একমাস ধরে চলছিল পড়ুয়াদের আন্দোলন ৷ বিশ্বভারতীর পড়ুয়াদের মতো এক্ষেত্রেও দাবি, হস্টেল খুলে দিতে হবে (Hostel Open in Presidency) ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই দাবি কিছুতেই মেনে না নেওয়ায় বুধবার বিকেলে দরজা খুলে হস্টেলের দখল নিলেন পড়ুয়ারা ৷ রাত থেকেই পড়ুয়ারা থাকতে শুরু করেছেন সেখানে।

প্রায় এক মাস হল খুলে গিয়েছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। খুলে গিয়েছে বিশ্ববিদ্যালয়ও। তবে পঠন-পাঠন শুরু হয়ে গেলেও এতদিন বন্ধ ছিল বয়েজ ও গার্লস হস্টেল। ফলত দূর-দূরান্ত থেকে আগত পড়ুয়াদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। বিশেষ করে চূড়ান্ত হয়রানির মধ্যে পড়তে হচ্ছিল ছাত্রীদের ৷

তাদের মূল দাবি ছিল, অবিলম্বে খুলে দিতে হবে হস্টেল। এই বিষয়ে বারেবারে উপাচার্য ও রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেও কোনও সুরাহা হয়নি। তাই হিন্দু হস্টেল খোলার দাবিতে প্রায় একমাস লাগাতার বিক্ষোভ চালান পড়ুয়ারা। শুধু তাই নয়, প্রায় 48 ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের ডিন অরুণকুমার মাইতিকে ঘেরাও করে রাখেন পড়ুয়ারা। কিন্তু তারপরও হস্টেল না খোলায় জোর করে হিন্দু বয়েজ হস্টেল দখল করলেন পড়ুয়ারা ।

আরও পড়ুন : প্রায় 30 ঘণ্টা পর ঘেরাও মুক্ত কর্মসচিব-সহ বিশ্বভারতীর আধিকারিকেরা

গার্লস হোস্টেলের আবাসিক অদ্রিজা করক জানান, এখন বয়েজ হস্টেলে প্রবেশ করলাম। আগামিদিনে প্রয়োজন হলে এভাবেই গার্লস হস্টেলেও প্রবেশ করব। কারণ সমস্ত বিভাগে অফলাইনে ক্লাস শুরু হয়ে গিয়েছে। এভাবে রাস্তায় বা কলেজ চত্বরে অস্থায়ী ভাবে আমাদের পক্ষে থাকা সম্ভব নয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.