কলকাতা, 18 ডিসেম্বর : রাজ্যের দেওয়া কনফারেন্স প্রস্তাব অবশেষে মেনে নিল স্বরাষ্ট্রমন্ত্রক । বিকেলে মুখ্যসচিব ও ডিজিপির সঙ্গে বৈঠক হবে স্বরাষ্ট্রমন্ত্রকের । অপরদিকে, আইপিএস ডেপুটেশন পোস্টিংয়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।
সকাল থেকে আইপিএস সংঘাত, মুখ্যসচিব ও ডিজিপি-কে দিল্লিতে তলব করা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ আজ সকালে ফের জরুরি ভিত্তিতে রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-কে তলব করে কেন্দ্র । স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে তাঁদের দিল্লিতে তলব করা হয় । পালটা নবান্নের তরফে জানানো হয়, কোরোনা পরিস্থিতিতে দিল্লি যাওয়া সম্ভব নয় ।
আরও পড়ুন :নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার 7
এদিকে তিন আইপিএসকে ডেপুটেশন পোস্টিং দেওয়া নিয়েও কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে । এরই মধ্যে রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকে আবারও তলব করে স্বরাষ্ট্রমন্ত্রক । তারপরই মুখ্যসচিব ও ডিজিপি যাবেন না বলে সরাসরি বার্তা দেওয়া হয় রাজ্যের তরফে । পরিবর্তে ভিডিয়ো কনফারেন্সে প্রস্তাব দেয় রাজ্য সরকার । তারপরই রাজ্যের এই প্রস্তাবে সহমত হয় কেন্দ্র ।
আরও পড়ুন : নাড্ডার কনভয়ে হামলা : মুখ্যসচিব ও ডিজিকে দিল্লি তলব স্বরাষ্ট্রমন্ত্রকের
12 ডিসেম্বর প্রথমবার মুখ্যসচিব ও ডিজিকে তলব করে কেন্দ্র । 14 ডিসেম্বর সাক্ষাৎ করার কথা ছিল তাঁদের । কিন্তু, তার আগেই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখে জানিয়ে দেন, তাঁদের পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় । কারণ হিসেবে বর্তমান কোরোনা পরিস্থিতির কথা বলেন তিনি। পাশাপাশি এ-ও জানানো হয়, রাজ্য সরকার ঘটনাটি নিয়ে তদন্ত করছে ও সার্বিক ব্যবস্থা নিচ্ছে । এর পর রাজ্যের তিন আইপিএসকে ডেপুটেশনে নেওয়ার জন্য আমন্ত্রণ জানায় স্বরাষ্ট্রমন্ত্রক । এই তিন আইপিএস বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নিরাপত্তার দায়িত্বে ছিলেন । রাজ্য সরকারের আপত্তিকে মান্যতা না দিয়ে গতকাল তিন আইপিএসকে পোস্টিং দেয় স্বরাষ্ট্রমন্ত্রক । যাকে কেন্দ্র করে চাপানউতোর তুঙ্গে ।