ETV Bharat / state

Fact-finding Committee for JU Case: যাদবপুরের ঘটনার জন্য 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ল উচ্চশিক্ষা দফতর - ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

Fact-finding Committee for Jadavpur Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনার জন্য 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করল উচ্চশিক্ষা দফতর ৷

Fact-finding Committee for JU Case
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যু
author img

By

Published : Aug 17, 2023, 7:33 PM IST

Updated : Aug 17, 2023, 10:57 PM IST

কলকাতা, 17 অগস্ট: যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই উঠেছিল র‍্যাগিং-এর অভিযোগ । র‍্যাগিং রুখতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে উচ্চশিক্ষা দফতর । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও পরিকাঠামগত ফাঁক-ফোকর চিহ্নিত করতে এ বার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করল উচ্চশিক্ষা দফতর । 4 সদস্যের কমিটির নেতৃত্বে রয়েছেন উচ্চশিক্ষা দফতরের ভাইস চেয়ারপার্সন । আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে উচ্চশিক্ষা দফতরে ।

কিছুদিন আগে শিক্ষা দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল । যেখানে বলা হয়েছিল, উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলির হস্টেল থাকতে হলে একটা হলফনামা দিতে হবে । আরও মজবুত করতে হবে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডকে । নতুন পড়ুয়া এলে তাঁদের ছোট গ্রুপে ভেঙে কোনও অধ্যাপকের তত্ত্বাবধানে রাখতে হবে । রাজ্যের অ্যান্টি র‍্যাগিং কমিটির নেতৃত্ব দেবে উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল ইউজিসি । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেই রিপোর্ট পেশ করা হয় ৷ তাতে ইউজিসি সন্তুষ্ট হয়েছে বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তবে সেই রিপোর্টে তারা একদমই সন্তুষ্ট নয় বলে জানায় ইউজিসি । ফের 12 দফা দাবি নিয়ে তারা রিপোর্ট তলব করেছে । এ বারও যদি সন্তোষজনক উত্তর না মেলে, তবে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে ইউজিসি ।

আরও পড়ুন: নতুন আবাসিকদের থেকে চাঁদা তুলতেন 'হস্টেলের বাবা' সৌরভ

তবে বর্তমানে যে প্রশ্ন সব থেকে বেশি উঠে আসছে তা হল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন সিসিটিভি নেই ? সেই বিষয়ে এ বার কড়া পদক্ষেপ করছে কর্তৃপক্ষ ৷ বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলির গেট এবং ক্যাম্পাসের গেটেও সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এ ছাড়াও বেশকিছু নিয়মাবলী জারি করা হয়েছে । যাতে বহিরাগত কোনও পড়ুয়া যাতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারেন, সেই বিষয়ে নজরদারি চালাবে কর্তৃপক্ষ ।

তবে এই সিসিটিভি ক্যামেরা লাগানোর বিষয়ে দ্বিমত তৈরি হয়েছে ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে । একজন পড়ুয়ার অনুমান, "সিসিটিভি লাগানোর পরে স্বাধীনতার যে বিষয়টি তাতে হস্তক্ষেপ করা হবে ৷ ব্যক্তিগত বলে কোনও কিছু থাকবে না । দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানো রয়েছে । তবে সেখানে অপরাধ বন্ধ নেই ।" অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, যতদিন না সিসিটিভি লাগানো হবে, কোনও সমস্যার সমাধান মিলবে না ।

কলকাতা, 17 অগস্ট: যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই উঠেছিল র‍্যাগিং-এর অভিযোগ । র‍্যাগিং রুখতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে উচ্চশিক্ষা দফতর । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও পরিকাঠামগত ফাঁক-ফোকর চিহ্নিত করতে এ বার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করল উচ্চশিক্ষা দফতর । 4 সদস্যের কমিটির নেতৃত্বে রয়েছেন উচ্চশিক্ষা দফতরের ভাইস চেয়ারপার্সন । আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে উচ্চশিক্ষা দফতরে ।

কিছুদিন আগে শিক্ষা দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল । যেখানে বলা হয়েছিল, উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলির হস্টেল থাকতে হলে একটা হলফনামা দিতে হবে । আরও মজবুত করতে হবে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডকে । নতুন পড়ুয়া এলে তাঁদের ছোট গ্রুপে ভেঙে কোনও অধ্যাপকের তত্ত্বাবধানে রাখতে হবে । রাজ্যের অ্যান্টি র‍্যাগিং কমিটির নেতৃত্ব দেবে উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল ইউজিসি । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেই রিপোর্ট পেশ করা হয় ৷ তাতে ইউজিসি সন্তুষ্ট হয়েছে বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তবে সেই রিপোর্টে তারা একদমই সন্তুষ্ট নয় বলে জানায় ইউজিসি । ফের 12 দফা দাবি নিয়ে তারা রিপোর্ট তলব করেছে । এ বারও যদি সন্তোষজনক উত্তর না মেলে, তবে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে ইউজিসি ।

আরও পড়ুন: নতুন আবাসিকদের থেকে চাঁদা তুলতেন 'হস্টেলের বাবা' সৌরভ

তবে বর্তমানে যে প্রশ্ন সব থেকে বেশি উঠে আসছে তা হল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন সিসিটিভি নেই ? সেই বিষয়ে এ বার কড়া পদক্ষেপ করছে কর্তৃপক্ষ ৷ বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলির গেট এবং ক্যাম্পাসের গেটেও সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এ ছাড়াও বেশকিছু নিয়মাবলী জারি করা হয়েছে । যাতে বহিরাগত কোনও পড়ুয়া যাতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারেন, সেই বিষয়ে নজরদারি চালাবে কর্তৃপক্ষ ।

তবে এই সিসিটিভি ক্যামেরা লাগানোর বিষয়ে দ্বিমত তৈরি হয়েছে ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে । একজন পড়ুয়ার অনুমান, "সিসিটিভি লাগানোর পরে স্বাধীনতার যে বিষয়টি তাতে হস্তক্ষেপ করা হবে ৷ ব্যক্তিগত বলে কোনও কিছু থাকবে না । দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানো রয়েছে । তবে সেখানে অপরাধ বন্ধ নেই ।" অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, যতদিন না সিসিটিভি লাগানো হবে, কোনও সমস্যার সমাধান মিলবে না ।

Last Updated : Aug 17, 2023, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.