কলকাতা, 27 ডিসেম্বর: মঙ্গলবার রাজ্যের 45 হাসপাতালে মকড্রিলের পর বুধবার নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ মূলত রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনায় এই বৈঠক (Review Meeting on Covid) বলে জানা গিয়েছে ।
এখনও পর্যন্ত যা খবর, আগামিকালের এই বৈঠকে যোগ দেবেন সমস্ত হাসপাতালে সুপার এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অর্থাৎ সিএমওএইচরা । একইসঙ্গে, এই বৈঠকে যোগদানের সময় সমস্ত জেলার আধিকারিকদের ওই জেলার করোনা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট নিয়ে আসতে বলা হয়েছে । আনতে বলা হয়েছে, আজ যে মকড্রিল সম্পন্ন হল তার রিপোর্টও (Covid in Bengal)।
মোটের উপর আগামিকালের এই বৈঠককে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে নবান্ন ৷ কারণ সামনেই বর্ষবরণ রয়েছে । শহর কলকাতা থেকে জেলা - বর্ষবরণের সময় বহু মানুষ রাস্তায় নামেন ৷ এই অবস্থায় করোনা সংক্রমণ ঠেকাতে কী করণীয়, এ বিষয়ে আগামিকালের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে । তবে এখনও পর্যন্ত পরিস্থিতি যেহেতু নিয়ন্ত্রণে, তাই এখনই কোনও বড়সড় বিধিনিষেধের ভাবনাচিন্তা করছে না নবান্ন । বরং স্বাস্থ্য কাঠামোকে প্রস্তুত রেখে এই সংকট মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন ৷ আর সে জন্যই এই বৈঠক বলে জানা যাচ্ছে ।
প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের করোনা পরিস্থিতি নজরে রাখছেন । নিয়মিতভাবে তিনি মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিবের থেকে এই নিয়ে রিপোর্ট নিচ্ছেন । চিনে সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও ভারতে করোনার নতুন ঝড় বড় ধাক্কা দেবে কি না এই মুহূর্তে তা কারও জানা নেই ৷ এই অবস্থায় সরকার মনে করছে নাগরিক সচেতনতাই করোনা প্রতিরোধের একমাত্র উপায় । আর সে কারণেই প্রচার ও সচেতনতার উপর বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য প্রশাসন ।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত বিদেশিনী, বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হল বেলেঘাটা আইডিতে
রাজ্যের 54টি হাসপাতালে মঙ্গলবার ছিল মক ড্রিল । এই তালিকায় নাম ছিল কলকাতার 5 হাসপাতালেরও । আজ দেশজুড়ে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে সরকারি পরিকাঠামো কতটা কোভিড মোকাবিলায় তৈরি রয়েছে তা পর্যালোচনা করতে মক ড্রিলের ব্যবস্থা করা হয়েছিল । যদিও এই মুহূর্তে রাজ্যে করোনা ভয়ংকর আকার নেয়নি । তবু স্বাস্থ্য পরিকাঠামোকে প্রস্তুত রাখছে রাজ্য সরকার । ভবিষ্যতে যদি সংক্রমণ বাড়ে, সে ক্ষেত্রে হাসপাতালগুলি যাতে সঠিকভাবে পরিষেবা দিতে পারে সে জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।