ETV Bharat / state

"আত্মসমর্পণ করতে বলুন", রাজীব কুমারের আইনজীবীকে বললেন বিচারপতি - High Court to hear anticipatory bail plea of Rajeev kumar on 25th sept

আগামীকাল দুপুর 2টো 30মিনিট নাগাদ রাজীব কুমারের আগাম জামিনের আবেদন শুনবে কলকাতা হাইকোর্ট ৷ আজ একথা জানাল বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাসগুপ্তর ডিভিশন বেঞ্চ ।

রাজীব কুমার
author img

By

Published : Sep 24, 2019, 11:41 AM IST

Updated : Sep 24, 2019, 12:46 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর : আগামীকাল দুপুর 2টো 30মিনিট নাগাদ রাজীব কুমারের আগাম জামিনের আবেদন শুনবে হাইকোর্ট ৷ আজ একথা জানাল বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাসগুপ্তর ডিভিশন বেঞ্চ । গতকাল হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশানার রাজীব কুমার ৷

লিস্টের অনেক পিছন দিকে থাকায় আজ মামলাটি জরুরি শুনানির আবেদন করেন রাজীব কুমারের আইনজীবী দেবাশিস রায় ৷ কেন তাঁরা এই মামলার এত দ্রুত শুনানি চাইছেন তা জানতে চান বিচারপতিরা ৷ রাজীব কুমারের আইনজীবী বলেন, "আমার মক্কেলকে হন্যে হয়ে খোঁজা হচ্ছে । যা কাম্য নয় ৷" তখন বিচারপতি শুভাশিস দাসগুপ্ত বলেন, "যান, গিয়ে আপনার মক্কেলকে আত্মসমর্পণ করতে বলুন ।" এরপরই বিচারপতি শহিদুল্লাহ মুন্সি বলেন, "আগামীকাল 2টো 30মিনিট নাগাদ মামলাটির শুনানি হবে ৷"

13 সেপ্টেম্বর রাজীবের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট ৷ ফলে তাঁর গ্রেপ্তারির উপর থেকে উঠে যায় সুরক্ষাকবচ ৷ এরপর 17 সেপ্টেম্বর বারাসতের বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন জানান রাজীব ৷ কিন্তু, তাদের এক্তিয়ারে নেই বলে সেই আবেদন গ্রহণ করেনি আদালত ৷ এরপর বারাসত জেলা আদালতে রাজীব আগাম জামিনের আবেদন জানালেও সেটি সঠিক ফোরাম নয় বলে জানান বিচারক শব্বর রশিদি ৷ ইতিমধ্যে বৃহস্পতিবার আলিপুর আদালত জানায়, চাইলেই রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারে CBI ৷ শনিবার ফের ধাক্কা খান রাজীব ৷ সেদিন তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আলিপুর জেলা আদালত ৷ তখনই আইনজীবী মহলের ধারণা হয়, ফের হাইকোর্টে যেতে পারেন রাজীব ৷ এরপর গতকাল হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার ৷

কলকাতা, 24 সেপ্টেম্বর : আগামীকাল দুপুর 2টো 30মিনিট নাগাদ রাজীব কুমারের আগাম জামিনের আবেদন শুনবে হাইকোর্ট ৷ আজ একথা জানাল বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাসগুপ্তর ডিভিশন বেঞ্চ । গতকাল হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশানার রাজীব কুমার ৷

লিস্টের অনেক পিছন দিকে থাকায় আজ মামলাটি জরুরি শুনানির আবেদন করেন রাজীব কুমারের আইনজীবী দেবাশিস রায় ৷ কেন তাঁরা এই মামলার এত দ্রুত শুনানি চাইছেন তা জানতে চান বিচারপতিরা ৷ রাজীব কুমারের আইনজীবী বলেন, "আমার মক্কেলকে হন্যে হয়ে খোঁজা হচ্ছে । যা কাম্য নয় ৷" তখন বিচারপতি শুভাশিস দাসগুপ্ত বলেন, "যান, গিয়ে আপনার মক্কেলকে আত্মসমর্পণ করতে বলুন ।" এরপরই বিচারপতি শহিদুল্লাহ মুন্সি বলেন, "আগামীকাল 2টো 30মিনিট নাগাদ মামলাটির শুনানি হবে ৷"

13 সেপ্টেম্বর রাজীবের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট ৷ ফলে তাঁর গ্রেপ্তারির উপর থেকে উঠে যায় সুরক্ষাকবচ ৷ এরপর 17 সেপ্টেম্বর বারাসতের বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন জানান রাজীব ৷ কিন্তু, তাদের এক্তিয়ারে নেই বলে সেই আবেদন গ্রহণ করেনি আদালত ৷ এরপর বারাসত জেলা আদালতে রাজীব আগাম জামিনের আবেদন জানালেও সেটি সঠিক ফোরাম নয় বলে জানান বিচারক শব্বর রশিদি ৷ ইতিমধ্যে বৃহস্পতিবার আলিপুর আদালত জানায়, চাইলেই রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারে CBI ৷ শনিবার ফের ধাক্কা খান রাজীব ৷ সেদিন তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আলিপুর জেলা আদালত ৷ তখনই আইনজীবী মহলের ধারণা হয়, ফের হাইকোর্টে যেতে পারেন রাজীব ৷ এরপর গতকাল হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার ৷

Intro:রাজীব কুমারের আগাম জামিনের আবেদন শোনা হবে আগামীকাল Body:আগামীকাল বেলা ২.৩০ মিনিটে শোনা হবে রাজীব কুমারের আগাম জামিনের আবেদন জানালেন বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাসগুপ্তর ডিভিশন বেঞ্চ। আজ রাজীবের পক্ষে আইনজীবী দেবাশীষ রায় মামলাটি লিস্টের অনেক পেছন দিকে থাকায় জরুরি শুনানির আবেদন জানান।তখন বিচারপতি জানতে চান কিসের আরজেন্সি?কেন চাইছেন দ্রুত শুনানি?
রাজীবের আইনজীবী দেবাশীষ রায় জানান,"আমার মক্কেলকে একেবারে হন্যে হয়ে খোজা হচ্ছে। " তখন বিচারপতি জানান আগামীকাল ২.৩০ এ শোনা হবে মামলাটি।Conclusion:
Last Updated : Sep 24, 2019, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.