ETV Bharat / state

HC on Post Poll Violence: ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যাপারে রাজ্যের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট - ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যাপারে রাজ্যের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট

একুশে বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিরোধী দলের বহু কর্মী ঘরছাড়া হন ৷ এখনও তাঁদের ঘরে ফিরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷ এর মধ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কী ভাবছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট(HC on Post Poll Violence)৷

calcutta high court
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Aug 8, 2022, 6:34 PM IST

কলকাতা, 8 অগস্ট: ভোট পরবর্তী হিংসার ঘটনায় এখনও ঘরছাড়া বিরোধী দলের বহু কর্মী-সমর্থক । পুলিশকে বারবার অভিযোগ জানিয়েও কোন লাভ হচ্ছে না । পুলিশ এখনও নিস্ক্রিয় । বহু সমর্থকের ঘরবাড়ি, দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে । তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে রাজ্য কী ভাবছে, সোমবার তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট(High Court sought states statement regarding compensation to the victims of post poll violence)। এ ব্যাপারে দু'সপ্তাহের মধ্যে বক্তব্য জানাবে রাজ্য।

মামলাকারী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এদিন ফের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে অভিযোগ জানিয়ে বলেন, "এখনও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থক ঘরে ফিরতে পারছেন না । তাঁদের ফিরতে দেওয়া হচ্ছে না । ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে ।

এ ব্যাপারে রাজ্যের বক্তব্য, কীভাবে অনেকের ঘরবাড়ি ভেঙে ছিল তা স্পষ্ট নয় । সেই ক্ষতিপূরণ দেবে কেন্দ্র সরকার । দু'পক্ষের এই দায় ঠেলাঠেলির ভিতর রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে হাইকোর্ট ।

আরও পড়ুন : জিজ্ঞাসাবাদের নামে ডেকে আমাকে গ্রেফতার করবে ! সিবিআই হাজিরা এড়িয়ে মন্তব্য তৃণমূল নেতার

একুশের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক সন্ত্রাসের ফলে রাজ্যে যে চরম হিংসার ঘটনা ঘটে তার ফলে বহুলোক প্রাণ হারান ৷ আহত ও ক্ষতিগ্রস্তের সংখ্যাও ছিল অনেক ৷ বিচারের দাবিতে জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিশেষ বেঞ্চ সিবিআই ও রাজ্যের সিটকে আলাদা আলাদা মামলার তদন্তের নির্দেশ দেয় । কিন্ত এখনও সেই মামলার নিষ্পত্তি হয়নি । এখনও নির্যাতিতরা বিচার পাননি । সোমবার সিট রিপোর্ট ফাইল করে জানায়, 689টি মামলা দায়ের হয়েছিল । যার মধ্যে মাত্র 4টির তদন্ত চলছে । সিবিআই তদন্তের নবম অগ্রগতির রিপোর্ট দাখিল করে জানিয়েছে, 61টি মামলা দায়ের হয়েছিল । 19টি মামলার তদন্ত এখনও চলছে ।

অন্যদিকে, ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবারকে ক্ষতিপূরণ দিতে বারবার নির্দেশ দেওয়া হলেও এখনও তা না-দেওয়ায় এ বিষয়ে রাজ্যকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । এই মামলার পরবর্তী শুনানি আগামী 12 সেপ্টেম্বর ।

আরও পড়ুন : সিবিআই দফতরে হাজিরা বিজেপি নেতার, হিংসার ঘটনায় রাজ্য নেতৃত্বকে তোপ

কলকাতা, 8 অগস্ট: ভোট পরবর্তী হিংসার ঘটনায় এখনও ঘরছাড়া বিরোধী দলের বহু কর্মী-সমর্থক । পুলিশকে বারবার অভিযোগ জানিয়েও কোন লাভ হচ্ছে না । পুলিশ এখনও নিস্ক্রিয় । বহু সমর্থকের ঘরবাড়ি, দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে । তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে রাজ্য কী ভাবছে, সোমবার তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট(High Court sought states statement regarding compensation to the victims of post poll violence)। এ ব্যাপারে দু'সপ্তাহের মধ্যে বক্তব্য জানাবে রাজ্য।

মামলাকারী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এদিন ফের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে অভিযোগ জানিয়ে বলেন, "এখনও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থক ঘরে ফিরতে পারছেন না । তাঁদের ফিরতে দেওয়া হচ্ছে না । ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে ।

এ ব্যাপারে রাজ্যের বক্তব্য, কীভাবে অনেকের ঘরবাড়ি ভেঙে ছিল তা স্পষ্ট নয় । সেই ক্ষতিপূরণ দেবে কেন্দ্র সরকার । দু'পক্ষের এই দায় ঠেলাঠেলির ভিতর রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে হাইকোর্ট ।

আরও পড়ুন : জিজ্ঞাসাবাদের নামে ডেকে আমাকে গ্রেফতার করবে ! সিবিআই হাজিরা এড়িয়ে মন্তব্য তৃণমূল নেতার

একুশের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক সন্ত্রাসের ফলে রাজ্যে যে চরম হিংসার ঘটনা ঘটে তার ফলে বহুলোক প্রাণ হারান ৷ আহত ও ক্ষতিগ্রস্তের সংখ্যাও ছিল অনেক ৷ বিচারের দাবিতে জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিশেষ বেঞ্চ সিবিআই ও রাজ্যের সিটকে আলাদা আলাদা মামলার তদন্তের নির্দেশ দেয় । কিন্ত এখনও সেই মামলার নিষ্পত্তি হয়নি । এখনও নির্যাতিতরা বিচার পাননি । সোমবার সিট রিপোর্ট ফাইল করে জানায়, 689টি মামলা দায়ের হয়েছিল । যার মধ্যে মাত্র 4টির তদন্ত চলছে । সিবিআই তদন্তের নবম অগ্রগতির রিপোর্ট দাখিল করে জানিয়েছে, 61টি মামলা দায়ের হয়েছিল । 19টি মামলার তদন্ত এখনও চলছে ।

অন্যদিকে, ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবারকে ক্ষতিপূরণ দিতে বারবার নির্দেশ দেওয়া হলেও এখনও তা না-দেওয়ায় এ বিষয়ে রাজ্যকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । এই মামলার পরবর্তী শুনানি আগামী 12 সেপ্টেম্বর ।

আরও পড়ুন : সিবিআই দফতরে হাজিরা বিজেপি নেতার, হিংসার ঘটনায় রাজ্য নেতৃত্বকে তোপ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.