ETV Bharat / state

ACJM Show Cause : ছাপানো কাগজে বেআইনি জামিন, আলিপুর আদালতের বিচারককে শোকজ করল হাইকোর্ট

বেআইনি ভাবে জামিন দিয়েছেন বিচারক ৷ সেই তথ্য সামনে আসায় বিচারকের কাছে জবাবদিহি চাইলেন হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী (Alipore Court ACJM Show Cause) ৷

Alipore Court grants bail on printed paper
আলিপুর আদালতে ছাপানো কাগজে জামিন
author img

By

Published : Feb 12, 2022, 10:17 AM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি : আগে থেকে ছাপিয়ে রাখা ফরম্যাটে সই করে জামিনের রায় দিয়েছেন আলিপুর আদালতের বিচারক । এমন বেআইনি নথি দেখে কার্যত হতবাক হাইকোর্টের বিচারপতি । আলিপুর আদালতের এসিজেএমকে (Additional Chief Judicial Magistrate, ACJM) শোকজ করলেন বিচারপতি বিবেক চৌধুরী । কেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হবে না, সেই জবাব তাঁকে দিতে হবে দক্ষিণ 24 পরগনার জেলা বিচারকের কাছে, নির্দেশ দিয়েছেন বিচারপতি (Calcutta High Court issues show cause notice to Alipore Court ACJM over illegal bail) ।

হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে এই রায়ের প্রতিলিপি জেলা বিচারককে পাঠিয়ে দিয়েছেন বিচারপতি চৌধুরী । ঘটনার সূত্রপাত শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির জামিন পাওয়া নিয়ে ৷ তরুণীর শ্লীলতাহানিতে অভিযুক্ত ওই ব্যক্তি আলিপুর আদালতে জামিনের আবেদন করেন এবং সহজেই তা পেয়ে যান ৷

আরও পড়ুন : Presidency Jail Missing Prisoner Case : জেলে বন্দি সংক্রান্ত তথ্য কেন ডিজিটালাইজড সংরক্ষণ নয়, বিস্মিত হাইকোর্ট

আলিপুর আদালতে পাওয়া জামিনকে চ্যালেঞ্জ করে তরুণীর আইনজীবী অপলক বসু হাইকোর্টে মামলা করে ৷ তিনি আদালতে বলেন, "কোনও নিয়ম না মেনে এই রায় দেওয়া হয়েছে ।" তিনি সেই রায়ের নথিও পেশ করেন হাইকোর্টে । এই মামলায় সরকারি কৌঁসুলি অনসূয়া চৌধুরীও শুনানিতে বলেন , "যেভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে, তা বেআইনি ।"

এই নথিতে দেখা গিয়েছে, আগে থেকে জামিনের রায় (Bail on Printed Paper) তৈরি করে রাখা রয়েছে । মাঝখানে নাম ও অন্যকিছু লেখার জন্য কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়েছে । সেখানে হাতে লিখে জামিনের রায় দেওয়া হয়েছে । যা সম্পূর্ণ বেআইনি বলে উল্লেখ করেছে আদালত । তরুণীর আইনজীবীর অভিযোগ, রাজ্যের বিভিন্ন আদালতে এই বেআইনি প্র্যাকটিস দিনের পর দিন ধরে চলছে । একটা চক্র এতে মদত দিচ্ছে ।

কলকাতা, 11 ফেব্রুয়ারি : আগে থেকে ছাপিয়ে রাখা ফরম্যাটে সই করে জামিনের রায় দিয়েছেন আলিপুর আদালতের বিচারক । এমন বেআইনি নথি দেখে কার্যত হতবাক হাইকোর্টের বিচারপতি । আলিপুর আদালতের এসিজেএমকে (Additional Chief Judicial Magistrate, ACJM) শোকজ করলেন বিচারপতি বিবেক চৌধুরী । কেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হবে না, সেই জবাব তাঁকে দিতে হবে দক্ষিণ 24 পরগনার জেলা বিচারকের কাছে, নির্দেশ দিয়েছেন বিচারপতি (Calcutta High Court issues show cause notice to Alipore Court ACJM over illegal bail) ।

হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে এই রায়ের প্রতিলিপি জেলা বিচারককে পাঠিয়ে দিয়েছেন বিচারপতি চৌধুরী । ঘটনার সূত্রপাত শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির জামিন পাওয়া নিয়ে ৷ তরুণীর শ্লীলতাহানিতে অভিযুক্ত ওই ব্যক্তি আলিপুর আদালতে জামিনের আবেদন করেন এবং সহজেই তা পেয়ে যান ৷

আরও পড়ুন : Presidency Jail Missing Prisoner Case : জেলে বন্দি সংক্রান্ত তথ্য কেন ডিজিটালাইজড সংরক্ষণ নয়, বিস্মিত হাইকোর্ট

আলিপুর আদালতে পাওয়া জামিনকে চ্যালেঞ্জ করে তরুণীর আইনজীবী অপলক বসু হাইকোর্টে মামলা করে ৷ তিনি আদালতে বলেন, "কোনও নিয়ম না মেনে এই রায় দেওয়া হয়েছে ।" তিনি সেই রায়ের নথিও পেশ করেন হাইকোর্টে । এই মামলায় সরকারি কৌঁসুলি অনসূয়া চৌধুরীও শুনানিতে বলেন , "যেভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে, তা বেআইনি ।"

এই নথিতে দেখা গিয়েছে, আগে থেকে জামিনের রায় (Bail on Printed Paper) তৈরি করে রাখা রয়েছে । মাঝখানে নাম ও অন্যকিছু লেখার জন্য কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়েছে । সেখানে হাতে লিখে জামিনের রায় দেওয়া হয়েছে । যা সম্পূর্ণ বেআইনি বলে উল্লেখ করেছে আদালত । তরুণীর আইনজীবীর অভিযোগ, রাজ্যের বিভিন্ন আদালতে এই বেআইনি প্র্যাকটিস দিনের পর দিন ধরে চলছে । একটা চক্র এতে মদত দিচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.