ETV Bharat / state

Calcutta High Court: কৌস্তভের গ্রেফতারি নিয়ে পুলিশ কমিশনারের রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট - কৌস্তভের গ্রেফতারি নিয়ে পুলিশ কমিশনারের রিপোর্ট

কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর গ্রেফতারি নিয়ে হাইকোর্টে যে রিপোর্ট জমা দিয়েছেন নগরপাল বিনীত গোয়েল তাতে সন্তুষ্ট নন বিচারপতি রাজাশেখর মান্থা (Kaustav Bagchi case in Cal HC) ৷

Etv Bharat
ফাইল ছবি
author img

By

Published : Mar 27, 2023, 7:12 PM IST

কৌস্তভ বাগচীর বক্তব্য

কলকাতা, 27 মার্চ: কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর গ্রেফতারিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি রাজাশেখর মান্থা । সোমবার সরকারি আইনজীবীর উদ্দেশে বিচারপতির মন্তব্য, "কলকাতা পুলিশ কমিশনারের এই রিপোর্ট গ্রহণযোগ্য নয় । আপনার সিপি গোটা পুলিশ অভিযান যুক্তি গ্রাহ্য বলছেন ! এই ঘটনা গ্রহণযোগ্য নয়, সবাই সেটা জানে । সিপি কি তাঁর পুলিশকে বেআইনি কাজে উৎসাহ দিচ্ছেন ?"

এদিন দু'পক্ষের আইনজীবীকে বিচারপতি মান্থা প্রশ্ন করেন, রাজনৈতিক নেতারা একজন আরেকজনের বিরুদ্ধে ব্যাক্তিগত আক্রমণ করবেন, এটা কি খুব গ্রহণযোগ্য ? এরপর পুলিশকে সতর্ক করে সরকারি আইনজীবীকে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, 12 এপ্রিলের মধ্যে এই নিয়ে হলফনামা জমা দিতে হবে । এই সময় পর্যন্ত অন্তর্বর্তী নির্দেশ বহাল থাকবে । অর্থাৎ এই সময় পর্যন্ত কৌস্তভের বিরুদ্ধে পুলিশ কোনওরকম ব্যাবস্থা নিতে পারবে না । মামলার পরবর্তী শুনানি 20 এপ্রিল (Kolkata CP files report on Kaustav Bagchi case) ।

এর আগে বিচারপতি মান্থার কৌস্তভ বাগচীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ৷ তাঁকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার বিষয়টিও পর্যবেক্ষণ করছিল আদালত ৷ কেন্দ্রের তরফে সিআরপিএফ-এর নিরাপত্তা দেওয়ার অসুবিধার কথা এর আগে আদালতে জানানো হয়েছিল ৷ তবে এদিন এই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করা হয়েছে ৷ আগামিদিনে সিআইএসএফ'কে জানাতে হবে তাঁরা ওই নিরাপত্তা দিতে পারবে কি না (Kolkata CP files report to Calcutta HC) ৷

আরও পড়ুন: সন্তান লাভের আশাতেই তিলজলায় খুন নাবালিকা ! ধন্ধে পুলিশ

উল্লেখ্য, গত 20 মার্চ কেন্দ্রের তরফে হাইকোর্টে জানানো হয়, সিআরপিএফ কৌস্তভের বাড়ির এলাকা পরিদর্শন করেছে । কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার সমস্যা রয়েছে । পরিকাঠামোগত সমস্যা রয়েছে ওই ভাড়া বাড়িতে বাহিনীর পৌঁছতে । উল্লেখ্য, গত 4 মার্চ সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয়ের পর অধীর চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর পালটা পরদিন সন্ধ্যায় সংবাদমাধ্যমে কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী জানান, তাঁরা মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা আইএএস অফিসার দীপক ঘোষের বইয়ের কপি প্রচার করবেন ৷ এরপরেই ওই দিন ভোর রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে বড়তলা থানার পুলিশ ৷

কৌস্তভ বাগচীর বক্তব্য

কলকাতা, 27 মার্চ: কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর গ্রেফতারিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি রাজাশেখর মান্থা । সোমবার সরকারি আইনজীবীর উদ্দেশে বিচারপতির মন্তব্য, "কলকাতা পুলিশ কমিশনারের এই রিপোর্ট গ্রহণযোগ্য নয় । আপনার সিপি গোটা পুলিশ অভিযান যুক্তি গ্রাহ্য বলছেন ! এই ঘটনা গ্রহণযোগ্য নয়, সবাই সেটা জানে । সিপি কি তাঁর পুলিশকে বেআইনি কাজে উৎসাহ দিচ্ছেন ?"

এদিন দু'পক্ষের আইনজীবীকে বিচারপতি মান্থা প্রশ্ন করেন, রাজনৈতিক নেতারা একজন আরেকজনের বিরুদ্ধে ব্যাক্তিগত আক্রমণ করবেন, এটা কি খুব গ্রহণযোগ্য ? এরপর পুলিশকে সতর্ক করে সরকারি আইনজীবীকে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, 12 এপ্রিলের মধ্যে এই নিয়ে হলফনামা জমা দিতে হবে । এই সময় পর্যন্ত অন্তর্বর্তী নির্দেশ বহাল থাকবে । অর্থাৎ এই সময় পর্যন্ত কৌস্তভের বিরুদ্ধে পুলিশ কোনওরকম ব্যাবস্থা নিতে পারবে না । মামলার পরবর্তী শুনানি 20 এপ্রিল (Kolkata CP files report on Kaustav Bagchi case) ।

এর আগে বিচারপতি মান্থার কৌস্তভ বাগচীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ৷ তাঁকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার বিষয়টিও পর্যবেক্ষণ করছিল আদালত ৷ কেন্দ্রের তরফে সিআরপিএফ-এর নিরাপত্তা দেওয়ার অসুবিধার কথা এর আগে আদালতে জানানো হয়েছিল ৷ তবে এদিন এই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করা হয়েছে ৷ আগামিদিনে সিআইএসএফ'কে জানাতে হবে তাঁরা ওই নিরাপত্তা দিতে পারবে কি না (Kolkata CP files report to Calcutta HC) ৷

আরও পড়ুন: সন্তান লাভের আশাতেই তিলজলায় খুন নাবালিকা ! ধন্ধে পুলিশ

উল্লেখ্য, গত 20 মার্চ কেন্দ্রের তরফে হাইকোর্টে জানানো হয়, সিআরপিএফ কৌস্তভের বাড়ির এলাকা পরিদর্শন করেছে । কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার সমস্যা রয়েছে । পরিকাঠামোগত সমস্যা রয়েছে ওই ভাড়া বাড়িতে বাহিনীর পৌঁছতে । উল্লেখ্য, গত 4 মার্চ সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয়ের পর অধীর চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর পালটা পরদিন সন্ধ্যায় সংবাদমাধ্যমে কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী জানান, তাঁরা মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা আইএএস অফিসার দীপক ঘোষের বইয়ের কপি প্রচার করবেন ৷ এরপরেই ওই দিন ভোর রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে বড়তলা থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.