ETV Bharat / state

ফের রাজীব কুমারের গ্রেপ্তারিতে স্থগিতাদেশের মেয়াদ বাড়ল - kolkata

সারদা-মামলায় জিজ্ঞাসাবাদের জন্য CBI তাঁকে যে নোটিশ দিয়েছিল, তার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মে মাসে হাইকোর্টে মামলা করেন রাজীব কুমার । কয়েকবার শুনানির পর হাইকোর্টের তরফে CBI-কে নির্দেশ দেওয়া হয়, 29 জুলাই পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না । আজ বিচারপতি মধুমতী মিত্রর এজলাসে সেই মামলার ফের শুনানি ছিল । তবে রাজীব কুমার ও CBI সংক্রান্ত মামলার শুনানি এখনও শেষ হয়নি । সেই জন্যই আরও সময়সীমা বাড়ালেন বিচারপতি ৷

রাজীব কুমার
author img

By

Published : Jul 29, 2019, 1:46 PM IST

Updated : Jul 29, 2019, 3:21 PM IST

কলকাতা, 29 জুলাই : কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেপ্তারির উপর স্থগিতাদেশের মেয়াদ আরও ২ সপ্তাহ বাড়াল কলকাতা হাইকোর্ট । আজ (সোমবার) বিচারপতি মধুমতী মিত্র ওই মেয়াদ বাড়িয়েছেন । আদালতের নির্দেশ, এখন থেকে সপ্তাহে দুদিন নিজের আইনজীবীর সঙ্গে কথা বলতে রাজীব কুমার যেতে পারবেন । তবে যাওয়ার 24 ঘণ্টা আগে আইনজীবীর মাধ্যমেই তাঁকে CBI-কে জানাতে হবে ।

সারদা-মামলায় জিজ্ঞাসাবাদের জন্য CBI তাঁকে যে নোটিশ দিয়েছিল, তার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মে মাসে হাইকোর্টে মামলা করেন রাজীব কুমার। কয়েকবার শুনানির পর হাইকোর্টের তরফে CBI-কে নির্দেশ দেওয়া হয়, 29 জুলাই পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না । আজ বিচারপতি মিত্রর এজলাসে সেই মামলার ফের শুনানি ছিল । তবে রাজীব কুমার ও CBI সংক্রান্ত মামলার শুনানি এখনও শেষ হয়নি । সেই জন্যই আরও সময়সীমা বাড়ালেন বিচারপতি মধুমতী মিত্র ৷

ইতিমধ্যেই সারদাকাণ্ডে CBI তাঁকে সল্টলেকের CGO কমপ্লেক্সে জেরা করেছে । তবে তারও আগে সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে পাঁচ দিনে প্রায় 39 ঘণ্টা জেরা করা হয়েছিল রাজীব কুমারকে ৷ তখন অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁর গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ ছিল । এরপর সেই স্থগিতাদেশ উঠে যায় । সুপ্রিম কোর্ট CBI-কে তদন্তের স্বার্থে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়ার পর রাজীব কুমার একাধিকবার শীর্ষ আদালতে গিয়েছিলেন আইনি ‘রক্ষাকবচ’-এর মেয়াদ বাড়ানোর জন্য । কিন্তু দু’বারই তাঁর আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত । তবে নিম্ন আদালতে তাঁর আবেদনের রাস্তা বন্ধ হয়নি । সেই অনুযায়ী কলকাতা হাইকোর্টে CBI-র সমনের বিরুদ্ধে আবেদন করেছিলেন তিনি ।

কলকাতা, 29 জুলাই : কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেপ্তারির উপর স্থগিতাদেশের মেয়াদ আরও ২ সপ্তাহ বাড়াল কলকাতা হাইকোর্ট । আজ (সোমবার) বিচারপতি মধুমতী মিত্র ওই মেয়াদ বাড়িয়েছেন । আদালতের নির্দেশ, এখন থেকে সপ্তাহে দুদিন নিজের আইনজীবীর সঙ্গে কথা বলতে রাজীব কুমার যেতে পারবেন । তবে যাওয়ার 24 ঘণ্টা আগে আইনজীবীর মাধ্যমেই তাঁকে CBI-কে জানাতে হবে ।

সারদা-মামলায় জিজ্ঞাসাবাদের জন্য CBI তাঁকে যে নোটিশ দিয়েছিল, তার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মে মাসে হাইকোর্টে মামলা করেন রাজীব কুমার। কয়েকবার শুনানির পর হাইকোর্টের তরফে CBI-কে নির্দেশ দেওয়া হয়, 29 জুলাই পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না । আজ বিচারপতি মিত্রর এজলাসে সেই মামলার ফের শুনানি ছিল । তবে রাজীব কুমার ও CBI সংক্রান্ত মামলার শুনানি এখনও শেষ হয়নি । সেই জন্যই আরও সময়সীমা বাড়ালেন বিচারপতি মধুমতী মিত্র ৷

ইতিমধ্যেই সারদাকাণ্ডে CBI তাঁকে সল্টলেকের CGO কমপ্লেক্সে জেরা করেছে । তবে তারও আগে সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে পাঁচ দিনে প্রায় 39 ঘণ্টা জেরা করা হয়েছিল রাজীব কুমারকে ৷ তখন অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁর গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ ছিল । এরপর সেই স্থগিতাদেশ উঠে যায় । সুপ্রিম কোর্ট CBI-কে তদন্তের স্বার্থে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়ার পর রাজীব কুমার একাধিকবার শীর্ষ আদালতে গিয়েছিলেন আইনি ‘রক্ষাকবচ’-এর মেয়াদ বাড়ানোর জন্য । কিন্তু দু’বারই তাঁর আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত । তবে নিম্ন আদালতে তাঁর আবেদনের রাস্তা বন্ধ হয়নি । সেই অনুযায়ী কলকাতা হাইকোর্টে CBI-র সমনের বিরুদ্ধে আবেদন করেছিলেন তিনি ।

Intro:হাইকোর্টে আগাম জামিন সৌমিত্র খার Body:
মানস নস্কর---

সাংসদ তহবিলের টাকা নয়ছয় ও ধর্ষণের মামলায় আগাম জামিন সৌমিত্র খার

কলকাতা ১৮ জুলাইঃ
একটি ধর্ষণের মামলা ও সাংসদ তহবিলের টাকা নয়ছয় সংক্রান্ত আর একটি মামলায় আজ হাইকোর্টে আগাম জামিন পেলেন বিজেপির সাংসদ সৌমিত্র খা।বিচারপতি জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ তার আগাম জামিন মঞ্জুর করেছে।

এক মহিলা ICDS কর্মী সৌমিত্র খার বিরুদ্ধে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন যে তাকে চাকরি দেওয়ার নাম করে ১২/০৯/১৮ তে সন্ধ্যেবেলা একটি গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে নিউটাউনের একটি গলিতে গাড়ির মধ্যেই ধর্ষণ করেন। নিউটাউন থানায় ২২ ফেব্রুয়ারি ২০১৯ এ ঐ মহিলা অভিযোগ দায়ের করেন।পাশাপাশি বাকুড়ার জয়পুর থানায় আর একটি অভিযোগ দায়ের হয় যে উনি সাংসদ তহবিলের টাকা নয়ছয় করেছেন।এক ঠিকাদারকে একটি টেন্ডার পাইয়ের দেওয়ার জন্য বাড়িয়ে বিল করার নির্দেশ দিয়েছিলেন।পরে তিনি সেখান থেকে টাকা খান। ১০ ফেব্রুয়ারি ২০১৯ এ তার নামে থানায় অভিযোগ দায়ের হয়।

এই দুটি অভিযোগেই সৌমিত্র খা গত পরশুদিন আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন।আজ মামলার শুনানিতে সৌমিত্র খার তরফে আইনজীবী শুভাশিস দাসগুপ্ত বলেন,"দুটি অভিযোগই দায়ের হয়েছে তিনি বিজেপিতে যোগদান করার পরপরই। ভিত্তিহীন অভিযোগ।
ঘটনার দীর্ঘদিন পর কেন অভিযোগ দায়ের করা হলো?পাশাপাশি গোপন জবানবন্দিতেও ধর্ষণের কোনো উল্লেখ নেই।"

শেষে ডিভিশন বেঞ্চ আগাম জামিনের আবেদন মঞ্জুর করেন।তবে সৌমিত্র বাবুকে তদন্তের ব্যাপারে পূর্ণ সহজোগিতা করতে হবে। পাশাপাশি চার সপ্তাহের মধ্যে তাকে থানায় গিয়ে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। Conclusion:
Last Updated : Jul 29, 2019, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.