ETV Bharat / state

নাশকতার ছক পাকিস্তানের ! হাই অ্যালার্ট কলকাতা বিমানবন্দরেও

author img

By

Published : Aug 9, 2019, 4:39 AM IST

Updated : Aug 9, 2019, 7:42 AM IST

গতকাল সকালে কাশ্মীর সীমান্তে গোলাগুলি চলার পর থেকে কলকাতা বিমানবন্দরের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে । CISF তো আছেই, সেইসঙ্গে ডগ স্কয়্যাড, স্নাইপার মোতায়েন করা হয়েছে । একইসঙ্গে বিমানবন্দরগুলিতে টিকিট কেটে ঢোকার ব্যবস্থা বন্ধ থাকবে 20 অগাস্ট পর্যন্ত । ডোমেস্টিক বিমানের ক্ষেত্রে যাত্রীদের অন্তত তিন ঘণ্টা আগে থেকে আসতে হবে । আন্তর্জাতিক বিমান ধরার জন্য আগে আসার সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 4 ঘণ্টা ।

ফাইল ফোটো

বিধাননগর, 9 অগাস্ট : 15 অগাস্ট উপলক্ষ্যে আগে থেকেই সতর্কতা জারি ছিল । কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপকে কেন্দ্র করে জঙ্গি নাশকতার ছকের খবর মেলায় এবার কলকাতা-সহ দেশের 19টি বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হল । একইসঙ্গে বিমানবন্দরগুলিতে টিকিট কেটে ঢোকার ব্যবস্থা বন্ধ থাকবে 20 অগাস্ট পর্যন্ত । ডোমেস্টিক বিমানের ক্ষেত্রে যাত্রীদের অন্তত তিন ঘণ্টা আগে থেকে আসতে হবে । আন্তর্জাতিক বিমান ধরার জন্য আগে আসার সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 4 ঘণ্টা । প্রয়োজনে বেল্ট ও জুতো খুলে পরীক্ষা করা হবে । সেক্ষেত্রে যাত্রীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে ।

গতকাল সকালে কাশ্মীর সীমান্তে গোলাগুলি চলার পর থেকে কলকাতা বিমানবন্দরের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে । CISF তো আছেই, সেইসঙ্গে ডগ স্কয়্যাড, স্নাইপার মোতায়েন করা হয়েছে । এদিকে বিরাটি থেকে গঙ্গানগর পর্যন্ত বিমানবন্দরের পাঁচিলের ধারের ওয়াচটাওয়ারে কর্মরত CISF কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনওভাবেই যশোর রোড থেকে এয়ারপোর্ট চত্বরের ভিতরে নজর এড়িয়ে কেউ ঢুকতে না পারে ।

অন্যদিকে বিমানবন্দরে বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার মেশিনগুলিকে বাড়তি নজরদারিতে রাখা হয়েছে । গ্রিন চ্যানেলের উপরেও রাখা হয়েছে কড়া নজরদারি । যাতে অবৈধভাবে কোনও জিনিস পাচারের চেষ্টা রুখে দেওয়া যায় । এর সঙ্গে পাসপোর্ট জাল করে যাতে কেউ যাতায়াত করতে না পারে, তার জন্য কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে অভিবাসন দপ্তরকে ।

দেখুন ভিডিয়ো

সোমবার (5 অগাস্ট) রাজ্যসভায় 370 ধারা অবলুপ্তির কথা ঘোষণা করেন (রাষ্ট্রপতির বক্তব্য পড়ে শোনান) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এরপর আরও একবার পুলওয়ামা হামলার হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । সূত্রের খবর, কাশ্মীরে উত্তেজনা ছড়াতে কাজ শুরু করেছে ISI-ও । একাধিক জায়গায় হামলার ছকও কষা হচ্ছে । পাকিস্তানের পরিকল্পনা আগেভাগেই ধরে ফেলে ভারত । তাই, কাশ্মীর শান্ত রাখতে সেখানে রয়েছেন খোদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল । রয়েছে সেনা । বন্ধ ইন্টারনেট, মোবাইল সংযোগ, কেবল । এককথায়, জঙ্গিদের সাপ্লাই লাইন কেটে দিয়েছে প্রশাসন ।

তাও ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্রীয় সরকার । সামনেই 15 অগাস্ট । তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে । দেশের বিমানবন্দরগুলিকেও সতর্ক করে দেওয়া হয়েছে ।

বিধাননগর, 9 অগাস্ট : 15 অগাস্ট উপলক্ষ্যে আগে থেকেই সতর্কতা জারি ছিল । কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপকে কেন্দ্র করে জঙ্গি নাশকতার ছকের খবর মেলায় এবার কলকাতা-সহ দেশের 19টি বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হল । একইসঙ্গে বিমানবন্দরগুলিতে টিকিট কেটে ঢোকার ব্যবস্থা বন্ধ থাকবে 20 অগাস্ট পর্যন্ত । ডোমেস্টিক বিমানের ক্ষেত্রে যাত্রীদের অন্তত তিন ঘণ্টা আগে থেকে আসতে হবে । আন্তর্জাতিক বিমান ধরার জন্য আগে আসার সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 4 ঘণ্টা । প্রয়োজনে বেল্ট ও জুতো খুলে পরীক্ষা করা হবে । সেক্ষেত্রে যাত্রীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে ।

গতকাল সকালে কাশ্মীর সীমান্তে গোলাগুলি চলার পর থেকে কলকাতা বিমানবন্দরের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে । CISF তো আছেই, সেইসঙ্গে ডগ স্কয়্যাড, স্নাইপার মোতায়েন করা হয়েছে । এদিকে বিরাটি থেকে গঙ্গানগর পর্যন্ত বিমানবন্দরের পাঁচিলের ধারের ওয়াচটাওয়ারে কর্মরত CISF কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনওভাবেই যশোর রোড থেকে এয়ারপোর্ট চত্বরের ভিতরে নজর এড়িয়ে কেউ ঢুকতে না পারে ।

অন্যদিকে বিমানবন্দরে বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার মেশিনগুলিকে বাড়তি নজরদারিতে রাখা হয়েছে । গ্রিন চ্যানেলের উপরেও রাখা হয়েছে কড়া নজরদারি । যাতে অবৈধভাবে কোনও জিনিস পাচারের চেষ্টা রুখে দেওয়া যায় । এর সঙ্গে পাসপোর্ট জাল করে যাতে কেউ যাতায়াত করতে না পারে, তার জন্য কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে অভিবাসন দপ্তরকে ।

দেখুন ভিডিয়ো

সোমবার (5 অগাস্ট) রাজ্যসভায় 370 ধারা অবলুপ্তির কথা ঘোষণা করেন (রাষ্ট্রপতির বক্তব্য পড়ে শোনান) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এরপর আরও একবার পুলওয়ামা হামলার হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । সূত্রের খবর, কাশ্মীরে উত্তেজনা ছড়াতে কাজ শুরু করেছে ISI-ও । একাধিক জায়গায় হামলার ছকও কষা হচ্ছে । পাকিস্তানের পরিকল্পনা আগেভাগেই ধরে ফেলে ভারত । তাই, কাশ্মীর শান্ত রাখতে সেখানে রয়েছেন খোদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল । রয়েছে সেনা । বন্ধ ইন্টারনেট, মোবাইল সংযোগ, কেবল । এককথায়, জঙ্গিদের সাপ্লাই লাইন কেটে দিয়েছে প্রশাসন ।

তাও ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্রীয় সরকার । সামনেই 15 অগাস্ট । তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে । দেশের বিমানবন্দরগুলিকেও সতর্ক করে দেওয়া হয়েছে ।

Intro:



নিজস্ব প্রতিনিধি, বিধাননগর, ৮ আগস্ট: ১৫ আগস্ট উপলক্ষে আগে থেকে সতর্কতা জারি ছিল। কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়াকে কেন্দ্র করে জঙ্গী নাশকতার ছকের খবর মেলায় কলকাতা সহ দেশের ১৯ টি বিমানবন্দরে হাই এলার্ট জারি হল। একইসঙ্গে বিমানবন্দরগুলোতে টিকিট কেটে ঢোকার ব্যবস্থা বন্ধ থাকবে 20 শে আগস্ট পর্যন্ত। ডোমেস্টিক বিমান এর ক্ষেত্রে যাত্রীদের অন্তত তিন ঘন্টা আগে আসতে হবে। আন্তর্জাতিক বিমান ধরার জন্য আগে আসার সময় সীমা বাড়িয়ে করা হয়েছে 4 ঘন্টা। প্রয়োজনে বেল্ট ও জুতো খুলে পরীক্ষা করা হবে । সেক্ষেত্রে যাত্রীদের সহযোগিতা করার আহবান করা হয়েছে।


Body:বৃহস্পতিবার সকালে কাশ্মীর সীমান্তে গোলাগুলি চলার পর থেকে কলকাতা বিমানবন্দরের সুরক্ষার বাড়তি ব্যাবস্থা লক্ষ করা গিয়েছে। কলকাতা বিমানবন্দরে গত কয়েক বছরে আন্তর্জাতিক বিমান ও যাত্রী আনাগোনাও বেড়ে গিয়েছে। পাকিস্তান তাদের পূর্ব আকাশে বিমানের যাত্রাপথে নিয়ন্ত্রন করছে তখন কলকাতা বিমানবন্দরে দেখা গিয়েছে সি আই এস এফ নিরাপত্তা সুরক্ষিত করার চেষ্টা করছে। এদিন সকাল থেকেই ওই বিমানবন্দরে ডগ স্কোয়াড থেকে শুরু করে স্নাইপার মোতায়েন করা হয়েছে। এদিকে বিরাটি থেকে গঙ্গানগর পর্যন্ত বিমানবন্দরের পাঁচিলের ধারের ওয়াচটাওয়ারে কর্মরত সি আই এস এফ কর্মিদের নির্দেশ পাঠানো হয়েছে। যাতে কোনওভাবেই যশোর রোড থেকে এয়ারপোর্টের চত্বরের ভিতরে নজর এরিয়ে কেউ ঢুকতে না পারে। অন্য দিকে বিমানবন্দরে বডি স্ক্যানার
Conclusion:লাগেজ স্ক্যানার মেশিনগুলিকে বাড়তি নজরদারিতে রাখা হয়েছে। গ্রীন চ্যানেলের উপরেও রাখা হয়েছে কড়া নজরদারি। যাতে অবৈধভাবে কোনও জিনিস পাচারের যে কোনও রকমের চেষ্টাকে রুখে দেওয়া যায়। তারসঙ্গেই পাসপোর্ট জাল করে যেভাবে দিনে দিনে যাতায়াত করার প্রবনতা বেড়ে গিয়েছিল তাকে পুরোপুরিভাবে রুখে দেওয়ার জন্য কড়া নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে অভিবাসন দফতরকে।
Last Updated : Aug 9, 2019, 7:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.