ETV Bharat / state

রাজ্যে BJP-র হয়ে প্রচারে এবার ড্রিমগার্ল

রাজ্যে প্রচারে ড্রিমগার্ল হেমা মালিনী । ৪ মে রাজ্যে আসছেন তিনি । ঘাটাল, শ্রীরামপুর ও ব্যারাকপুরে জনসভা করবেন তিনি ।

ফাইল ফোটো
author img

By

Published : May 2, 2019, 11:07 PM IST

কলকাতা, 2 মে : BJP-র হয়ে রাজ্যে এবার লোকসভা প্রচারে আসছেন ড্রিমগার্ল হেমা মালিনী । তিনি মথুরা লোকসভা কেন্দ্রে এবার BJP প্রার্থী । 4 মে রাজ্যে আসছেন তিনি । সেদিন শ্রীরামপুর, ঘাটাল ও ব্যারাকপুরে জনসভা করবেন তিনি । ওইদিন কলকাতা বিমানবন্দরে নামার পর হেলিকপ্টারে ঘাটালে পৌঁছাবেন তিনি । সেখান থেকে যাবেন শ্রীরামপুর ও ব্যারাকপুরে ।

BJP সূত্রে জানা গিয়েছে, রাজ্যে প্রচারে আসার জন্য হেমা মালিনীর সঙ্গে পাঁচবার যোগাযোগ করা হয়েছিল । অবশেষে আজ তিনি রাজ্যে প্রচারে আসার বিষয়ে সম্মতি জানিয়েছেন । ঘাটাল লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ভারতী ঘোষ, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সর্বজিৎ সরকার ও ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিং - এর সমর্থনে তিনি জনসভা করবেন ।

BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, " আজই দিল্লি থেকে তাঁর (হেমা মালিনী) সফরসূচি চূড়ান্ত হয় । শেষ দফা নির্বাচন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা রাজ্যে আরও কিছু জনসভা করার জন্য হেমা মালিনীর কাছে আবেদন করেছিলাম ।"

কলকাতা, 2 মে : BJP-র হয়ে রাজ্যে এবার লোকসভা প্রচারে আসছেন ড্রিমগার্ল হেমা মালিনী । তিনি মথুরা লোকসভা কেন্দ্রে এবার BJP প্রার্থী । 4 মে রাজ্যে আসছেন তিনি । সেদিন শ্রীরামপুর, ঘাটাল ও ব্যারাকপুরে জনসভা করবেন তিনি । ওইদিন কলকাতা বিমানবন্দরে নামার পর হেলিকপ্টারে ঘাটালে পৌঁছাবেন তিনি । সেখান থেকে যাবেন শ্রীরামপুর ও ব্যারাকপুরে ।

BJP সূত্রে জানা গিয়েছে, রাজ্যে প্রচারে আসার জন্য হেমা মালিনীর সঙ্গে পাঁচবার যোগাযোগ করা হয়েছিল । অবশেষে আজ তিনি রাজ্যে প্রচারে আসার বিষয়ে সম্মতি জানিয়েছেন । ঘাটাল লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ভারতী ঘোষ, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সর্বজিৎ সরকার ও ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিং - এর সমর্থনে তিনি জনসভা করবেন ।

BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, " আজই দিল্লি থেকে তাঁর (হেমা মালিনী) সফরসূচি চূড়ান্ত হয় । শেষ দফা নির্বাচন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা রাজ্যে আরও কিছু জনসভা করার জন্য হেমা মালিনীর কাছে আবেদন করেছিলাম ।"

Intro:

02-05-19


সুজয় ঘোষ, কলকাতা



কলকাতাঃ লোকসভা প্রচারে চমক বিজেপির। এবার প্রাচারে আসছেন বলিউড এর সপ্ন সুন্দরি ড্রিমগার্ল ও মথুরার লোকসভা আসনে বিজেপি প্রার্থী হেমা মালিনী। ৪ মে তিনি রাজ্যে আসছেন। একই দিনে তিনি টানা ৩ টি জনসভা করবেন। শ্রীরামপুর, ঘাটাল ও ব্যারাকপুরে তিনি জনসভা করবেন।
৪ মে কলকাতা বিমানবন্দরে নামার পর সরাসরি হেলিকপ্টার করে ঘাটালে পৌচ্ছাবে তিনি। প্রথম জনসভাটি করবেন ঘাটালের এর পর শ্রীরামপুর ও ব্যারাকপুরেও তার জনসভা করার কথা।



বিজেপি সূত্রে জানা গিয়েছে, হেমা মালিনী কে রাজ্যে প্রাচারে আসার জন্য ৫ বার যোগাযোগ করা হয়। অবশেষে তিনি রাজ্যে আসার বিষয়ে চুড়ান্ত ছাড়পত্র দিলেন। উল্লেখযোগ্য ভাবে তিনি একই দিনে টাকা ৩ টি জনসভা করবেন। ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সবজিৎ সরকার ও ব্যারাকপুরে অর্জুন সং এর সমর্থনে তিনি জনসভগুলি করবেন।



বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, " আজই দিল্লি থেকে তার সফরসূচি চুড়ান্ত হয়। ৪ তারিখে একইদিনে মোট ৩ টি জনসভা করবেন হেমা মালিনী৷ তবে মূলত শেষ দফা নির্বাচণে সব থেকে বেশি চাহিদাই হেমা মালিনী। তাই আমরা হামামালিনীর কাছে আবেদন করেছি যাতে আরও বেশ কিছু জনসভায় তিনি রাজ্য আসেব।







Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.