কলকাতা, 12 অগস্ট : পূর্বাভাস মতো উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে । গতকাল থেকেই উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে । ঘূর্ণাবর্ত ও মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলা তথা কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে । অন্যদিকে, আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল যে, আগামী পাঁচদিন লাগাতার বৃষ্টিতে ভাসবে রাজ্যের বেশ কিছু জেলা । যার সবথেকে বেশি প্রভাব পড়বে উত্তরবঙ্গে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 15 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে । পার্বত্য এলাকাগুলিতে ধসের আশঙ্কা রয়েছে । নদীগুলির জলস্তর বৃদ্ধি পেতে পারে ৷ ইতিমধ্য়েই দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং এই পাঁচ জেলায় সতর্কতা জারি করা হয়েছে । এছাড়াও মালদা,উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
দক্ষিণবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকবে । মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, দুই 24 পরগনা ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে বিহার ও পূর্ব উত্তরপ্রদেশের উপরে । সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখা গৌরবপুর, মুজাফফরপুর হয়ে জলপাইগুড়ি থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে । রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষা । বর্ষার প্রভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে । এই জলীয় বাষ্প থেকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে । যার জন্য এই বৃষ্টি ।
আরও পড়ুন : Himachal landslide : হিমাচলে বিরাট ধস, মৃত 10
আগামী 24 ঘণ্টায় কলকাতা দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 92 শতাংশ ।