ETV Bharat / state

West Bengal Weather Update দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা, জারি হলুদ সতর্কতা - ওয়েদার

বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে একটি নিম্নচাপ তৈরি হয়েছে । ইতিমধ্যেই নিম্নচাপটি শক্তিও বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে (West Bengal Weather Update)। ফলে আগামিকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 19, 2022, 6:56 AM IST

কলকাতা, 19 অগস্ট: গুমোট গরমের প্রকোপ সরিয়ে বৃহস্পতিবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি শুরু হয়েছে । নিম্নচাপের এই বৃষ্টিতে দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা ইতিমধ্যেই ভিজতে শুরু করেছে । হলুদ সতর্কতা জারি করা হয়েছে । রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন । ঘুর্নাবর্তের সৃষ্টি এবং তার থেকে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর (West Bengal Weather Update)।

আলিপুর আবহাত্তয়া দফতরের উপ অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলছেন, "উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে একটি নিম্নচাপ তৈরি হয়েছে । এর অভিমুখ উত্তর-পশ্চিম দিকে । ইতিমধ্যেই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়েছে । 19 তারিখ অর্থাৎ আজ সকালে এইটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । তারপর পশ্চিম উত্তর-পশ্চিম দিক অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ছত্রিশগড়ের দিকে এগোবে । এর ফলে 18 থেকে অর্থাৎ গতকাল রাত থেকে আগামিকাল 20 অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । ভারী বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে । শহর কলকাতাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । আজ 19 তারিখ পশ্চিমে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় । এছাড়া পশ্চিম ও পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টি । আজ রাতের দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে আগামিকাল বিকেল বেলা থেকে আবার বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে । যেহেতু নিম্নচাপের প্রভাব থাকবে তার ফলে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আবার গতিবেগ থাকবে 40 থেকে 50 কিলোমিটার । আগামিকাল পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের ।"

ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে

আরও পড়ুন: প্রিয়জনের সান্নিধ্যে মানসিক চাপ কেটে যাবে কাদের, জানুন রাশিফলে

নিম্নচাপের জেরে এই বৃষ্টিতে চাষাবাদের সুবিধা হবে বলে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে যোগ করেছেন । তার মতে, এই যে বৃষ্টিগুলি আমরা পাচ্ছি নিম্নচাপ থেকে চাষবাসের ক্ষেত্রে এই বৃষ্টির অনেকটাই গুরুত্ব রয়েছে । বিশেষ করে ধান এবং পাট চাষ, সবজি চাষে এই বৃষ্টিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা । নিম্নচাপের ফলে দিঘা, মন্দারমনিতে পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হয়েছে ।

বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 দশমিক 3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আদ্রতা 87 শতাংশ । শুক্রবার দিনের আকাশ মেঘলা । বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কলকাতা, 19 অগস্ট: গুমোট গরমের প্রকোপ সরিয়ে বৃহস্পতিবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি শুরু হয়েছে । নিম্নচাপের এই বৃষ্টিতে দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা ইতিমধ্যেই ভিজতে শুরু করেছে । হলুদ সতর্কতা জারি করা হয়েছে । রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন । ঘুর্নাবর্তের সৃষ্টি এবং তার থেকে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর (West Bengal Weather Update)।

আলিপুর আবহাত্তয়া দফতরের উপ অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলছেন, "উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে একটি নিম্নচাপ তৈরি হয়েছে । এর অভিমুখ উত্তর-পশ্চিম দিকে । ইতিমধ্যেই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়েছে । 19 তারিখ অর্থাৎ আজ সকালে এইটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । তারপর পশ্চিম উত্তর-পশ্চিম দিক অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ছত্রিশগড়ের দিকে এগোবে । এর ফলে 18 থেকে অর্থাৎ গতকাল রাত থেকে আগামিকাল 20 অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । ভারী বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে । শহর কলকাতাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । আজ 19 তারিখ পশ্চিমে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় । এছাড়া পশ্চিম ও পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টি । আজ রাতের দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে আগামিকাল বিকেল বেলা থেকে আবার বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে । যেহেতু নিম্নচাপের প্রভাব থাকবে তার ফলে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আবার গতিবেগ থাকবে 40 থেকে 50 কিলোমিটার । আগামিকাল পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের ।"

ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে

আরও পড়ুন: প্রিয়জনের সান্নিধ্যে মানসিক চাপ কেটে যাবে কাদের, জানুন রাশিফলে

নিম্নচাপের জেরে এই বৃষ্টিতে চাষাবাদের সুবিধা হবে বলে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে যোগ করেছেন । তার মতে, এই যে বৃষ্টিগুলি আমরা পাচ্ছি নিম্নচাপ থেকে চাষবাসের ক্ষেত্রে এই বৃষ্টির অনেকটাই গুরুত্ব রয়েছে । বিশেষ করে ধান এবং পাট চাষ, সবজি চাষে এই বৃষ্টিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা । নিম্নচাপের ফলে দিঘা, মন্দারমনিতে পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হয়েছে ।

বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 দশমিক 3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আদ্রতা 87 শতাংশ । শুক্রবার দিনের আকাশ মেঘলা । বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রির আশেপাশে থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.