কলকাতা, 17 এপ্রিল: আগামী চার দিনেও স্বস্তির খবর শোনাল না আবহাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহ থেকে এখনই মুক্তি নেই রাজ্যবাসীর । দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে । প্রবল গরমে ওষ্ঠাগত প্রাণ । এই পরিস্থিতিতে সোমবার আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 21 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে তাপপ্রবাহ জারি থাকবে । উত্তরবঙ্গের তিনটি জেলা, মালদা ও দুই কোচবিহারেও একইভাবে জারি থাকবে তাপপ্রবাহের সতর্কবার্তা ।
সোমবার সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে । 21 তারিখ পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে । উত্তরবঙ্গে 18 তারিখও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে । তবে 22 তারিখ থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে । বিভিন্ন জেলায় 40 ডিগ্রির ওপরে যে তাপমাত্রা ছিল তা নিচে নামার সম্ভাবনা রয়েছে । 20 তারিখ পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । পার্বত্য জেলা ছাড়া বাকি জেলাগুলিতে গরম ও শুষ্ক হাওয়া চলবে । পার্বত্য এলাকায় 20 এপ্রিল থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে ।"
মূলত, বেশ কিছুদিন ধরেই রাজ্যে তাপপ্রবাহের কারণে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর । ঘর থেকে বেরনোই দায় হয়ে উঠেছে । সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি । ফলে রাস্তায় বেরোলেই জ্বলে পুড়ে যাচ্ছে শরীর । এর আগে আবহাওয়া অফিসের তরফ থেকে হিট স্ট্রোকেরও সতর্কবার্তা জানানো হয়েছিল । তবে শুধু মানুষ নয়, বনে-জঙ্গলে, চিড়িয়াখানায় পশুদের অবস্থাও বেশ কাহিল অতিরিক্ত এই গরমে । ইতিমধ্যেই আলিপুর চিড়িয়াখানায় পশুদের জন্য বিশেষ খাদ্যতালিকা প্রস্তুত করা হয়েছে । সহজপাচ্য রসালো খাবার, গ্লুকোজের জল দেওয়া হচ্ছে খাঁচার পশুদের ।
আরও পড়ুন: তীব্র গরমে কলেজ, বিশ্ববিদ্য়ালয়েও ছুটি, নাখুশ শিক্ষামহল
তবে শনিবার থেকে গরম খানিকটা কমলেও এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস । গত 24 ঘণ্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি । দমদমে তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ডহারবারে 38.6 ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে 40.6 ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে 40.8 ডিগ্রি সেলসিয়াস ।