কলকাতা, 15 এপ্রিল: নববর্ষে এখনই গরমের হাত থেকে রেহাই মিলছে না । নতুন বছরে আগামী আরও পাঁচদিন চলবে তাপপ্রবাহ । আলিপুর আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে গরমে তিতিবিরক্ত হওয়া জনজীবন মোটেই খুশি হবে না। তবে দাবদাহ থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করে চলতে হবে ৷ জানা গিয়েছে, উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাস প্রচুর পরিমাণ প্রবেশ করায় শুষ্ক আবহাওয়া তৈরি হয়েছে । শুষ্কতা এতটাই বেশি যে ঠোঁট ফাটছে । এই মুহূর্তে ঝাড়খণ্ড থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হওয়ায় উপকুলবর্তী জেলাগুলোতে কিছু জলীয় বাষ্প প্রবেশ করেছে । ফলে তাপমাত্রার যে পূর্বাভাস ছিল তার তুলনায় স্বাভাবিক তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কম রয়েছে ।
তবে আবহাওয়ার দিক থেকে বলতে গেলে হাওয়া অফিস আগামী পাঁচদিন ফের শুষ্ক গরম আবহাওয়ার কথাই বলছে । রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে । তামিলনাড়ু উপকুলে অনেক ওপরে জলীয় বাষ্পপূর্ণ বাতাস জমা হয়েছে । কিন্তু তার প্রভাব বাংলার গরমে পড়বে না । ফলে 19 তারিখ বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে । আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গণেশচন্দ্র দাস জানিয়েছেন, আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে । দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে । আগামী পাঁচদিন তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে থাকার সম্ভাবনা থাকছে । তাপপ্রবাহের যে সতর্কবার্তা রয়েছে সেটাই চলবে । আগামী 19 তারিখ পর্যন্ত কলকাতাতে 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে । উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে । মালদায় পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে ।
দীর্ঘসময় ধরে এই তাপপ্রবাহের পরিস্থিতি বঙ্গে দেখা যায়নি । গত দশ বছরে সবচেয়ে বেশি রেকর্ড গরম পড়ল এই বছর । নতুন বছরের প্রথম দিন কলকাতার তাপমাত্রা 40 ছাড়িয়েছে, এই নজির পঞ্চান্ন বছর আগের । 2023 এর আগে 1969 সালে 15 এপ্রিল কলকাতার তাপমাত্রা ছিল 40.7 ডিগ্রিতে দাঁড়ায় । আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি ৷ যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা 29 দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 85 শতাংশ ।
আরও পড়ুন: নববর্ষে দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা, তাপপ্রবাহের হাত থেকে মুক্তি নেই