ETV Bharat / state

রাজীব কুমারের আগাম জামিন মামলায় সোমবার CBI-র বক্তব্য শুনবে হাইকোর্ট - Sharadha

আজও শেষ হল না রাজীব কুমারের আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি৷ সোমবার পরবর্তী শুনানি হবে বলে নির্দেশ দিল হাইকোর্ট ৷

রাজীব
author img

By

Published : Sep 27, 2019, 6:59 PM IST

Updated : Sep 27, 2019, 7:05 PM IST

কলকাতা, ২৭ সেপ্টেম্বর : রাজীব কুমারের আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি শেষ হল না আজও । সোমবার সকাল সাড়ে 10টায় হাইকোর্টে ফের এই মামলার শুনানি হবে ৷ CBI-র আইনজীবী সোমবার সকালেও তাঁদের বক্তব্য জানাবেন ।

21 সেপ্টেম্বর আলিপুর জেলা আদালত রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় । তারপরই কলকাতার প্রাক্তন নগরপাল হাইকোর্টের দ্বারস্থ হন ৷ গতকাল CBI-র তরফে বলা হয় রাজীব কুমারের ছুটি শেষ হয়ে গেলেও তিনি এখনও কাজে যোগ দেননি । যদিও এই বক্তব্যে রাজীবের আইনজীবীদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

এদিকে পুজোর ছুটির আগে রাজীব মামলার শুনানি কি আদৌ শেষ হবে? জল্পনা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে ৷

কলকাতা, ২৭ সেপ্টেম্বর : রাজীব কুমারের আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি শেষ হল না আজও । সোমবার সকাল সাড়ে 10টায় হাইকোর্টে ফের এই মামলার শুনানি হবে ৷ CBI-র আইনজীবী সোমবার সকালেও তাঁদের বক্তব্য জানাবেন ।

21 সেপ্টেম্বর আলিপুর জেলা আদালত রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় । তারপরই কলকাতার প্রাক্তন নগরপাল হাইকোর্টের দ্বারস্থ হন ৷ গতকাল CBI-র তরফে বলা হয় রাজীব কুমারের ছুটি শেষ হয়ে গেলেও তিনি এখনও কাজে যোগ দেননি । যদিও এই বক্তব্যে রাজীবের আইনজীবীদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

এদিকে পুজোর ছুটির আগে রাজীব মামলার শুনানি কি আদৌ শেষ হবে? জল্পনা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে ৷

Intro:আজও শেষ হলো না রাজীব কুমারের আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি Body:মানস নস্কর

আজও শেষ হলো না রাজীব কুমারের আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি, সোমবার পরবর্তী শুনানি

কলকাতা ২৭ সেপ্টেম্বর ঃ
রাজীব কুমারের আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি শেষ হলো না আজও। আগামী সোমবার সকাল ১০.৩০ এ হাইকোর্ট আবার এই মামলা শুনবে।সিবিআইয়ের আইনজীবী সোমবার সকালেও তাদের বক্তব্য জানাবেন।গত শনিবার আলিপুর জেলা আদালত রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। তারপরই রাজীব হাইকোর্টের দ্বারস্থ হন আগাম জামিনের আবেদন নিয়ে।

গতকাল সিবিআইয়ের তরফে বলা হয় রাজীব কুমারের ছুটি শেষ হয়ে গেলেও তিনি এখনো কাজে যোগ দেননি। যদিও এই বক্তব্যে রাজীবের আইনজীবীদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেই জানিয়েছিল সিবিআইয়ের আইনজীবী। এদিকে পুজার ছুটির আগে রাজীব মামলার শুনানি কি আদৌ শেষ হবে? জল্পনা শুরু হয়েগেলো হাইকোর্টের অলিন্দে।
Conclusion:
Last Updated : Sep 27, 2019, 7:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.