ETV Bharat / state

গৃহবন্দি থেকে ভার্চুয়ালি প্রশাসনিক কাজ করতে পারবেন নেতা-মন্ত্রীরা - নারদা মামলার শুনানি লাইভ

high court
high court
author img

By

Published : May 21, 2021, 10:54 AM IST

Updated : May 21, 2021, 3:43 PM IST

12:44 May 21

আজ কলকাতা হাইকোর্টে ফের নারদ মামলার শুনানি ৷ নারদ কাণ্ডে ধৃত চার হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ হতে চলেছে ৷ সকাল 11:15 নাগাদ শুরু হয়েছে মামলার শুনানি ৷

  • গৃহবন্দি থাকাকালীন প্রশাসনিক কাজ করতে পারবেন নেতা মন্ত্রীরা ৷ ভার্চুয়ালি কাজ করতে হবে ৷

12:42 May 21

  • মামলা পাঠানো হল 3 বিচারপতির বেঞ্চে ৷

12:41 May 21

  • আজ দুপুরের মধ্যেই গঠিত হবে বৃহত্তর বেঞ্চ ৷

12:39 May 21

  • ছুটি বাতিল করে শনি ও রবিবার শুনানি চলুক, বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷

12:37 May 21

  • তৃণমূলের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোভিড পরিস্থিতিতে নেতা-মন্ত্রীদের কাজ করতে দেওয়ার অনুমতি চেয়েছেন ৷

12:35 May 21

  • আদালতের বাইরে সুব্রত মুখোপাধ্যায়ের আইনজীবী মণিশঙ্কর মুখোপাধ্যায় বললেন, "অর্ডারটা এখনও পাশ হয়নি ৷ দুই বিচারপতির মধ্যে মতানৈক্য হয়েছে ৷ অরিজিৎ বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী জামিন চাইছেন ৷ প্রধান বিচারপতি চাইছেন 4 নেতা গৃহবন্দী হয়ে থাক ৷ মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ যতদিন না মামলাটি বৃহত্তর বেঞ্চে যাচ্ছে ততদিন চারজনকে গৃহবন্দী হয়ে থাকতে হবে ৷"

11:55 May 21

  • নির্দেশের উপর স্থগিতাদেশ চাইলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ৷ পাল্টা আপত্তি জানিয়েছেন মনু সিংভি

11:54 May 21

  • মামলা বৃহত্তর বেঞ্চে পাঠানোর নির্দেশ হাইকোর্টের ৷

11:52 May 21

  • অন্তর্বর্তী জামিনের নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ৷ তবে প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জামিন দেওয়ার পক্ষে নন ৷

11:51 May 21

  • জামিন মঞ্জুর নিয়ে দুই বিচারপতির মধ্যে দ্বন্দ্ব ৷

11:49 May 21

  • হাইকোর্টের প্রস্তাবের বিরোধিতায় তৃণমূলের আইনজীবী মনু সিংভিরও ৷ তিনি বলেছেন, গৃহবন্দি মানে জেলবন্দির সমান ৷

11:39 May 21

  • জামিন পেলেন চার নেতা ৷ তবে চারজনই গৃহবন্দি থাকবেন ৷

11:37 May 21

  • গৃহবন্দির নির্দেশের বিরোধিতা করলেন সিবিআইয়ের সলিসিটর জেনারেল তুষার মেহতা ৷

11:32 May 21

  • শুনানির শুরুতেই 4 নেতাকে গৃহবন্দির নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ৷ বাড়িতেই তাদের চিকিৎসা ব্যবস্থা করা হবে ৷

11:31 May 21

  • শুরু হল নারদ মামলার শুনানি ৷

10:42 May 21

  • ইতিমধ্যেই হাইকোর্টে পৌঁছেছে সিবিআইয়ের আধিকারিকরা ৷

10:41 May 21

  • সকাল 11:15 নাগাদ শুরু হবে শুনানি ৷

10:41 May 21

  • চারজনের মধ্যে তিন নেতা মন্ত্রী ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে ৷

10:37 May 21

  • হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হবে ৷

10:10 May 21

  • গতকাল অনিবার্য কারণে মামলার শুনানি হয়নি ৷ আজ ফের চার নেতার জামিনে স্থগিতাদেশের পুর্নবিবেচনার শুনানি হবে ৷ 

12:44 May 21

আজ কলকাতা হাইকোর্টে ফের নারদ মামলার শুনানি ৷ নারদ কাণ্ডে ধৃত চার হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ হতে চলেছে ৷ সকাল 11:15 নাগাদ শুরু হয়েছে মামলার শুনানি ৷

  • গৃহবন্দি থাকাকালীন প্রশাসনিক কাজ করতে পারবেন নেতা মন্ত্রীরা ৷ ভার্চুয়ালি কাজ করতে হবে ৷

12:42 May 21

  • মামলা পাঠানো হল 3 বিচারপতির বেঞ্চে ৷

12:41 May 21

  • আজ দুপুরের মধ্যেই গঠিত হবে বৃহত্তর বেঞ্চ ৷

12:39 May 21

  • ছুটি বাতিল করে শনি ও রবিবার শুনানি চলুক, বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷

12:37 May 21

  • তৃণমূলের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোভিড পরিস্থিতিতে নেতা-মন্ত্রীদের কাজ করতে দেওয়ার অনুমতি চেয়েছেন ৷

12:35 May 21

  • আদালতের বাইরে সুব্রত মুখোপাধ্যায়ের আইনজীবী মণিশঙ্কর মুখোপাধ্যায় বললেন, "অর্ডারটা এখনও পাশ হয়নি ৷ দুই বিচারপতির মধ্যে মতানৈক্য হয়েছে ৷ অরিজিৎ বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী জামিন চাইছেন ৷ প্রধান বিচারপতি চাইছেন 4 নেতা গৃহবন্দী হয়ে থাক ৷ মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ যতদিন না মামলাটি বৃহত্তর বেঞ্চে যাচ্ছে ততদিন চারজনকে গৃহবন্দী হয়ে থাকতে হবে ৷"

11:55 May 21

  • নির্দেশের উপর স্থগিতাদেশ চাইলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ৷ পাল্টা আপত্তি জানিয়েছেন মনু সিংভি

11:54 May 21

  • মামলা বৃহত্তর বেঞ্চে পাঠানোর নির্দেশ হাইকোর্টের ৷

11:52 May 21

  • অন্তর্বর্তী জামিনের নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ৷ তবে প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জামিন দেওয়ার পক্ষে নন ৷

11:51 May 21

  • জামিন মঞ্জুর নিয়ে দুই বিচারপতির মধ্যে দ্বন্দ্ব ৷

11:49 May 21

  • হাইকোর্টের প্রস্তাবের বিরোধিতায় তৃণমূলের আইনজীবী মনু সিংভিরও ৷ তিনি বলেছেন, গৃহবন্দি মানে জেলবন্দির সমান ৷

11:39 May 21

  • জামিন পেলেন চার নেতা ৷ তবে চারজনই গৃহবন্দি থাকবেন ৷

11:37 May 21

  • গৃহবন্দির নির্দেশের বিরোধিতা করলেন সিবিআইয়ের সলিসিটর জেনারেল তুষার মেহতা ৷

11:32 May 21

  • শুনানির শুরুতেই 4 নেতাকে গৃহবন্দির নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ৷ বাড়িতেই তাদের চিকিৎসা ব্যবস্থা করা হবে ৷

11:31 May 21

  • শুরু হল নারদ মামলার শুনানি ৷

10:42 May 21

  • ইতিমধ্যেই হাইকোর্টে পৌঁছেছে সিবিআইয়ের আধিকারিকরা ৷

10:41 May 21

  • সকাল 11:15 নাগাদ শুরু হবে শুনানি ৷

10:41 May 21

  • চারজনের মধ্যে তিন নেতা মন্ত্রী ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে ৷

10:37 May 21

  • হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হবে ৷

10:10 May 21

  • গতকাল অনিবার্য কারণে মামলার শুনানি হয়নি ৷ আজ ফের চার নেতার জামিনে স্থগিতাদেশের পুর্নবিবেচনার শুনানি হবে ৷ 
Last Updated : May 21, 2021, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.