ETV Bharat / state

নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর আবেদনের রায়দান স্থগিত হাইকোর্টের - নন্দীগ্রাম মামলার শুনানি শেষ

নন্দীগ্রাম ভোট পুনর্গণনার আবেদনের মামলার শুনানি শুরু হল ৷ শুনানিতে ভার্চুয়ালি অংশ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ সকাল 11টা নাগাদ মামলার শুনানি শুরু হয় ৷ মামলাটি বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ থেকে অন্য বেঞ্চে সরানোর আবেদন করা হয় ৷ সেই আবেদনের আজ কোনও নিষ্পত্তি হয়নি ৷

mamata
mamata
author img

By

Published : Jun 24, 2021, 11:59 AM IST

Updated : Jun 24, 2021, 1:56 PM IST

কলকাতা, 24 জুন : আজকের মতো শেষ হল নন্দীগ্রাম ভোট পুনর্গণনার শুনানি ৷ গতকাল বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চ পরিবর্তনের আবেদন জানিয়ে ফের আলাদা একটি পিটিশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে সেই বিষয়টির শুনানি হয় ৷ শুনানি চলাকালীন বিচারপতি জানান, একজন আবেদনকারী অবশ্যই অন্য বেঞ্চে মামলা সরানোর আবেদন করতে পারেন ৷ বিষয়টি বিবেচনা করে দেখা হবে ৷ আপাতত এই সংক্রান্ত মামলার শুনানি শেষ হল ৷ রায়দান স্থগিত রাখা হল ৷

আজ শুনানির শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, বিচারপতি কৌশিক চন্দ বিজেপির একজন সক্রিয় সদস্য ছিলেন ৷ দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির লিগাল সেলের অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে ৷ এই সমস্ত বক্তব্যই প্রধান বিচারপতির কাছে জানিয়ে চিঠি দেওয়া হয়েছে । এই প্রসঙ্গে বিচারপতি কৌশিক চন্দ বলেন ,"18 জুন মামলা প্রথম যেদিন শুনানি হয়েছিল সেইদিন কেন বিষয়টি উল্লেখ করা হয়নি?" প্রসঙ্গত , কিছুদিন আগেই প্রধান বিচারপতির কাছে তৃণমূলের আইনজীবী সঞ্জয় বসু বেঞ্চ বদলের আবেদন জানান ৷ কিন্তু সেখান থেকে কোনও জবাব না পেয়ে ফের কৌশিক চন্দের কাছেও একই আবেদন জানানো হয় ৷ সেই প্রসঙ্গেই বিচারপতি জানান, মামলা শুনতে তাঁর কোনও আপত্তি নেই। তবে প্রধান বিচারপতির কাছে মামলাকারী মামলা অন্য বেঞ্চে সরানোর যে আবেদন করেছেন সেটা তাহলে প্রত্যাহার করতে হবে ৷ কারণ একইসঙ্গে দুটো মামলা চলতে পারে না।

এরপরই অভিষেক মনু সিংভি জানান, বিচারপতি বিজেপির লিগাল সেলের একজন সক্রিয় কর্মী ছিলেন ৷ আর ঠিক সেখানেই তৃণমূল সুপ্রিমোর আপত্তি ৷ এই প্রসঙ্গেই বিচারপতি পাল্টা জানান , মামলার সংশ্লিষ্ট দুই আইনজীবী অর্থাৎ অভিষেক মনু সিংভি ও সৌরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ও তো যথাক্রমে কংগ্রেস ও বিজেপি ঘনিষ্ঠ ৷

এই সওয়াল-জবাবের পরই বিচারপতি আজকের মতো মামলার রায়দান মুলতুবি থাকল বলে জানান ৷ আগামা শুনানি কবে , সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন : নন্দীগ্রামে ভোট পুনর্গণনার দাবিতে হাইকোর্টে মামলা মমতার, আজ শুনানি

কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে আজ সকাল 11 টা নাগাদ নন্দীগ্রাম বিধানসভা ভোট পুনর্গণনা সংক্রান্ত আবেদনের শুনানি শুরু হয়। তবে গতকাল বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চ পরিবর্তনের আবেদন জানিয়ে ফের আলাদা একটি পিটিশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে সেই বিষয়টির শুনানি হয়। মামলার শুনানিতে ভার্চুয়ালি হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর হয়ে কলকাতা হাইকোর্টে সওয়াল করছেন অভিষেক মনু সিংভি। তাঁর সঙ্গে ছিলেন সৌরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ৷

কলকাতা, 24 জুন : আজকের মতো শেষ হল নন্দীগ্রাম ভোট পুনর্গণনার শুনানি ৷ গতকাল বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চ পরিবর্তনের আবেদন জানিয়ে ফের আলাদা একটি পিটিশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে সেই বিষয়টির শুনানি হয় ৷ শুনানি চলাকালীন বিচারপতি জানান, একজন আবেদনকারী অবশ্যই অন্য বেঞ্চে মামলা সরানোর আবেদন করতে পারেন ৷ বিষয়টি বিবেচনা করে দেখা হবে ৷ আপাতত এই সংক্রান্ত মামলার শুনানি শেষ হল ৷ রায়দান স্থগিত রাখা হল ৷

আজ শুনানির শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, বিচারপতি কৌশিক চন্দ বিজেপির একজন সক্রিয় সদস্য ছিলেন ৷ দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির লিগাল সেলের অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে ৷ এই সমস্ত বক্তব্যই প্রধান বিচারপতির কাছে জানিয়ে চিঠি দেওয়া হয়েছে । এই প্রসঙ্গে বিচারপতি কৌশিক চন্দ বলেন ,"18 জুন মামলা প্রথম যেদিন শুনানি হয়েছিল সেইদিন কেন বিষয়টি উল্লেখ করা হয়নি?" প্রসঙ্গত , কিছুদিন আগেই প্রধান বিচারপতির কাছে তৃণমূলের আইনজীবী সঞ্জয় বসু বেঞ্চ বদলের আবেদন জানান ৷ কিন্তু সেখান থেকে কোনও জবাব না পেয়ে ফের কৌশিক চন্দের কাছেও একই আবেদন জানানো হয় ৷ সেই প্রসঙ্গেই বিচারপতি জানান, মামলা শুনতে তাঁর কোনও আপত্তি নেই। তবে প্রধান বিচারপতির কাছে মামলাকারী মামলা অন্য বেঞ্চে সরানোর যে আবেদন করেছেন সেটা তাহলে প্রত্যাহার করতে হবে ৷ কারণ একইসঙ্গে দুটো মামলা চলতে পারে না।

এরপরই অভিষেক মনু সিংভি জানান, বিচারপতি বিজেপির লিগাল সেলের একজন সক্রিয় কর্মী ছিলেন ৷ আর ঠিক সেখানেই তৃণমূল সুপ্রিমোর আপত্তি ৷ এই প্রসঙ্গেই বিচারপতি পাল্টা জানান , মামলার সংশ্লিষ্ট দুই আইনজীবী অর্থাৎ অভিষেক মনু সিংভি ও সৌরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ও তো যথাক্রমে কংগ্রেস ও বিজেপি ঘনিষ্ঠ ৷

এই সওয়াল-জবাবের পরই বিচারপতি আজকের মতো মামলার রায়দান মুলতুবি থাকল বলে জানান ৷ আগামা শুনানি কবে , সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন : নন্দীগ্রামে ভোট পুনর্গণনার দাবিতে হাইকোর্টে মামলা মমতার, আজ শুনানি

কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে আজ সকাল 11 টা নাগাদ নন্দীগ্রাম বিধানসভা ভোট পুনর্গণনা সংক্রান্ত আবেদনের শুনানি শুরু হয়। তবে গতকাল বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চ পরিবর্তনের আবেদন জানিয়ে ফের আলাদা একটি পিটিশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে সেই বিষয়টির শুনানি হয়। মামলার শুনানিতে ভার্চুয়ালি হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর হয়ে কলকাতা হাইকোর্টে সওয়াল করছেন অভিষেক মনু সিংভি। তাঁর সঙ্গে ছিলেন সৌরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ৷

Last Updated : Jun 24, 2021, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.