কলকাতা, 23 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমণকে দূরে রাখতে 27 মার্চ পর্যন্ত রাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করেছে সরকার । তবে, কোনওরকম আপৎকালীন পরিস্থিতির সৃষ্টি হলে তৎক্ষণাৎ যাতে পরিবহন ব্যবস্থা সেই মানুষের কাছে পৌঁছোতে পারে সেই জন্য একাধিক বেসরকারি বাস ও মিনিবাস ব্যবস্থা করছে রাজ্য পরিবহন বিভাগ । তাই যেসব চালক ও কন্ডাক্টাররা পরিষেবা দেবেন তাঁদের স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব নেবে রাজ্য সরকার ।
আজ পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্টের (PVD)র একটি জরুরি বৈঠকে আপৎকালীন পরিস্থিতিতে বেসরকারি বাস পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় । ওই বৈঠকেই জানানো হয় যে, আপৎকালীন পরিস্থিতিতে যে বাসচালক ও কন্ডাক্টাররা কাজ করবে তাদের স্বাস্থ্য বিমা দেবে রাজ্য সরকার । ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি প্রদীপ নারায়ণ বোস বলেন, "পরিবহন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যেসব চালক ও কন্ডাক্টর এই সময় গাড়ি চালিয়ে প্রয়োজনীয় পরিষেবা দেবেন তাদের স্বাস্থ্যের যাবতীয় দায়িত্ব পরিবহন দপ্তরের ।"
এছাড়াও, যাঁরা অত্যাবশ্যক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সে সমস্ত কর্মীদের জন্যে রাজ্য সরকারের তরফে 5 লাখ টাকার স্বাস্থ্য বিমা ঘোষণা করা হয়েছে । প্রদীপবাবু জানান, "এই সময় যে চালক ও কন্ডাক্টররা প্রয়োজনীয় পরিষেবা দেবেন তাঁরাও এই স্বাস্থ্য বিমার আওতার মধ্যে পড়বে ।" অন্যদিকে আপৎকালীন পরিষেবা দিতে যে গাড়ি বা বাসগুলি পথে নামানো হবে সেগুলিকে বিশেষভাবে স্যানিটাইজ়ড করে পরিচ্ছন্ন করা হবে । বাসের সিট, হ্যান্ডেল, গাড়ির ভিতর এবং বাইরে ভালো করে বিশেষ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হবে ।