কলকাতা , 24 এপ্রিল : PPE এবং মাস্ক একবার ব্যবহারের জন্য নয় । সেগুলি পুনর্ব্যবহার করতে হবে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের । শুক্রবার স্বাস্থ্য দপ্তরের তরফে একথা জানানো হয়েছে ৷
কোরোনা ভাইরাসের মোকাবিলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের যথাযথ সুরক্ষা প্রদানের জন্য রাজ্যজুড়ে PPE এবং N95 মাস্কের অভাব রয়েছে বলে অভিযোগ উঠছে । যার জেরে চিকিৎসকদের একাধিক সংগঠনের তরফে PPE এবং মাস্ক দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হচ্ছে । এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়ে দিল , PPE, N95 মাস্কের সংকট চলছে ৷ তাই, PPE-N95 মাস্ক একবার ব্যবহারের জন্য নয় । তা পুনর্ব্যবহার করতে হবে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের । বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।
শুক্রবার স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যকর্মীদের জন্য PPE , N95 মাস্ক, ফেস শিল্ড (মুখমণ্ডল ঢেকে রাখা হয়) পুনর্ব্যবহারের গাইডলাইন প্রকাশ করেছে । স্বাস্থ্য দপ্তর জানিয়েছে , এই গাইডলাইন 13 এপ্রিল বিশেষজ্ঞ কমিটির বৈঠকের সুপারিশ অনুযায়ী করা হয়েছে । PPE, N95 মাস্ক, ফেস শিল্ড-এর যে সংকট চলছে তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হয় । রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট তথা ভাইস প্রিন্সিপাল (MSVP) এবং প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এই গাইডলাইন পাঠানো হয়েছে । গাইডলাইনে জানানো হয়েছে , ফেস শিল্ড, PPE, N95 মাস্ক, সার্জিকাল মাস্ক, গাউন যথাযথভাবে ব্যবহার করতে হবে । ফিভার ক্লিনিক , কোরোনা সন্দেহে হাসপাতালে ভরতি রোগী এবং কোরোনা আক্রান্তর ওয়ার্ডে যে সব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ডিউটি করবেন, তাঁদের জন্য N95 মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে । সোয়াবের নমুনা সংগ্রহের সময় এবং ব্রংকোসকপি সহ অন্যান্য কয়েকটি ক্ষেত্রেও N95 মাস্ক ব্যবহার করা যাবে । একবার ব্যবহারের পরে কীভাবে জীবাণুমুক্ত করে পুনর্ব্যবহার করতে হবে , সেই সব বিষয় গাইডলাইনে জানিয়ে দেওয়া হয়েছে ।
সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক চিকিৎসক সজল বিশ্বাস বলেন , "কোনও কোনও স্থানে নিম্নমানের PPE দেওয়া হচ্ছে । নিম্নমানের PPE কীভাবে পুনর্ব্যবহার করা সম্ভব ?" তিনি আরও বলেন, "উপসর্গ নেই, এমন কোরোনা আক্রান্তদের খোঁজ পাওয়া যাচ্ছে । এই জন্য হাসপাতালের অন্যান্য বিভাগেও PPE, N95 মাস্ক সহ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য যথাযথ সুরক্ষার ব্যবস্থা করতে হবে ।"