ETV Bharat / state

মুকুলের হাত ধরে শোভন BJP-তে, ক্লিনচিট দিলেন না দিলীপ ! - BJP Leader

শোভনের যোগদানের আগেই আজ সাংবাদিক বৈঠক করেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সাংবাদিক বৈঠক থেকে শোভন চট্টোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন ৷

দিলীপ ঘোষ
author img

By

Published : Aug 14, 2019, 8:27 PM IST

Updated : Aug 14, 2019, 10:56 PM IST

কলকাতা, 14 অগাস্ট : দিল্লিতে গিয়ে মুকুল রায়ের হাত ধরে BJP-তে যোগ দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় । তাঁর বিরুদ্ধে নারদ-মামলা এখনও ঝুলে । এই অবস্থায় শোভনকে এখনই ক্লিনচিট দিতে নারাজ রাজ্য BJP ।

শোভনের যোগদানের আগেই আজ সাংবাদিক বৈঠক করেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, "যোগদান নিয়ে বিতর্ক এড়াতে ঠিক হয় জেলা বা প্রদেশ নেতৃত্বকে জানিয়ে যোগদান হবে । এরপর স্তিমিত ছিল প্রক্রিয়া । আবার শুরু হয়েছে । দিল্লিতেও যোগদানের সম্ভাবনা আছে অনেকের ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সাংবাদিক বৈঠক থেকে শোভন চট্টোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন দিলীপ । বলেন, "ওঁর সঙ্গে আগেই কথা হয়েছিল । অভিজ্ঞ নেতা । বহুদিন রাজনীতিতে আছেন । অভিজ্ঞতা কাজে লাগবে ।"

কিন্তু, এই শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই যে নারদ-কাণ্ডে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল ? প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, "পশ্চিমবঙ্গে অনেক নেতা-নেত্রীর বিরুদ্ধেই তোলাবাজি, কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে । আইন আছে । তদন্ত হচ্ছে । দোষী সাজা পাবে । আগে থেকে কাউকে দোষী বলা ঠিক নয় । তবে, আমরা ক্লিনচিট দিচ্ছি না । দলে নিচ্ছি । কোর্ট সাজা দিলে পরবর্তী পদক্ষেপ করা হবে ।"

কলকাতা, 14 অগাস্ট : দিল্লিতে গিয়ে মুকুল রায়ের হাত ধরে BJP-তে যোগ দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় । তাঁর বিরুদ্ধে নারদ-মামলা এখনও ঝুলে । এই অবস্থায় শোভনকে এখনই ক্লিনচিট দিতে নারাজ রাজ্য BJP ।

শোভনের যোগদানের আগেই আজ সাংবাদিক বৈঠক করেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, "যোগদান নিয়ে বিতর্ক এড়াতে ঠিক হয় জেলা বা প্রদেশ নেতৃত্বকে জানিয়ে যোগদান হবে । এরপর স্তিমিত ছিল প্রক্রিয়া । আবার শুরু হয়েছে । দিল্লিতেও যোগদানের সম্ভাবনা আছে অনেকের ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সাংবাদিক বৈঠক থেকে শোভন চট্টোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন দিলীপ । বলেন, "ওঁর সঙ্গে আগেই কথা হয়েছিল । অভিজ্ঞ নেতা । বহুদিন রাজনীতিতে আছেন । অভিজ্ঞতা কাজে লাগবে ।"

কিন্তু, এই শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই যে নারদ-কাণ্ডে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল ? প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, "পশ্চিমবঙ্গে অনেক নেতা-নেত্রীর বিরুদ্ধেই তোলাবাজি, কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে । আইন আছে । তদন্ত হচ্ছে । দোষী সাজা পাবে । আগে থেকে কাউকে দোষী বলা ঠিক নয় । তবে, আমরা ক্লিনচিট দিচ্ছি না । দলে নিচ্ছি । কোর্ট সাজা দিলে পরবর্তী পদক্ষেপ করা হবে ।"

Intro:14-08-19


সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: " কলকাতা পুরসভার প্রাক্তণ মেয়র শোভন চট্টোপাধ্যায় কে দলে নিলেও এখনই তাকে দল ক্লিনচিট দিচ্ছে না" শোভন চট্টোপাধ্যায় আজ বিজেপিতে যোগদান প্রসঙ্গে মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এর।


হেভিওয়েয় নেতারা যারা বিজেপিতে আসছেন যদি সে দোষী প্রমানিত হয়। দল তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সারদা নারদা, রোজভ্যালি মামলা চলছে কোর্ট। এই বিষয় গুলি এখন বিচারধীন বিষয়
। কোট যদি দোষী সাবস্ত করে তখন ব‍্যবস্থা নেওয়া হবে‌। এর আগে অনেক বিজেপিতে যোগদান করেছে। আমরা জানতে পারি নি।।এমন ঘটনা ঘটেছে বির্তক হয়েছে। এখন থেকে কেন্দ্রীয় নেতৃত্বে না জানিয়ে সব কিছু করা হয়েছে বলে জানান দিলীপ।

দিলীপ ঘোষ বলেন, শোভন চট্রোপাধ‍্যায় অনেক দিনের অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তি।একজন বিধায়ক মন্ত্রী ও মেয়র ছিলেন।কিন্তু বিজেপির কাজে আসবে ।এই ধরনের মানুষ দলে এলে দলের রাজনৈতিক লড়াই ভালো হবে। তাকে নেওয়া আমাদের দূর্বলতলা নয়।রাজনৈতিক অভিমত বিজেপির দলে এসে অনেকে খারাপ লোক মানুষ ভালো হয়ে যায় ।আর যারা না পাল্টাতে পারে তারা আবার তৃণমূলেই ফিরে গিয়েছে। অনেকের বিরুদ্ধে অভিযোগ থাকলে নিতে হচ্ছে কারন দলের অভিঞ্জ মানুষের প্রয়োজন

গতকাল সুবোধমল্লিক স্কয়ারে বঙ্গ জননীর ব্যানারে তৃনমলের মন্ত্রীরা ধর্নায় বসেছলেন। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর বাংলার মানুষ কে ক্ষমা চাওয়া উচিত। কারণ। যে ইশুতে এই বিক্ষোভ হয়েছে সেটা সঠিক ছিলো না।Body:কপিConclusion:
Last Updated : Aug 14, 2019, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.