কলকাতা, 14 অগাস্ট : দিল্লিতে গিয়ে মুকুল রায়ের হাত ধরে BJP-তে যোগ দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় । তাঁর বিরুদ্ধে নারদ-মামলা এখনও ঝুলে । এই অবস্থায় শোভনকে এখনই ক্লিনচিট দিতে নারাজ রাজ্য BJP ।
শোভনের যোগদানের আগেই আজ সাংবাদিক বৈঠক করেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, "যোগদান নিয়ে বিতর্ক এড়াতে ঠিক হয় জেলা বা প্রদেশ নেতৃত্বকে জানিয়ে যোগদান হবে । এরপর স্তিমিত ছিল প্রক্রিয়া । আবার শুরু হয়েছে । দিল্লিতেও যোগদানের সম্ভাবনা আছে অনেকের ।"
সাংবাদিক বৈঠক থেকে শোভন চট্টোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন দিলীপ । বলেন, "ওঁর সঙ্গে আগেই কথা হয়েছিল । অভিজ্ঞ নেতা । বহুদিন রাজনীতিতে আছেন । অভিজ্ঞতা কাজে লাগবে ।"
কিন্তু, এই শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই যে নারদ-কাণ্ডে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল ? প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, "পশ্চিমবঙ্গে অনেক নেতা-নেত্রীর বিরুদ্ধেই তোলাবাজি, কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে । আইন আছে । তদন্ত হচ্ছে । দোষী সাজা পাবে । আগে থেকে কাউকে দোষী বলা ঠিক নয় । তবে, আমরা ক্লিনচিট দিচ্ছি না । দলে নিচ্ছি । কোর্ট সাজা দিলে পরবর্তী পদক্ষেপ করা হবে ।"