ETV Bharat / state

তৃণমূলেই আছেন, অরূপের সঙ্গে বৈঠকের পর জানালেন জিতেন্দ্র - তৃণমূলেই আছেন জিতেন্দ্র তিওয়ারি

"দিদির মনে দুঃখ দিয়েছি ৷ দিদির কাছে ক্ষমা চাইব ৷" অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর বললেন জিতেন্দ্র তিওয়ারি ৷

Jitendra tewari
জিতেন্দ্র তেওয়ারি
author img

By

Published : Dec 18, 2020, 11:07 PM IST

কলকাতা,18 ডিসেম্বর : কয়েক ঘণ্টার মধ্যেই ভোলবদল । তৃণমূলেই আছেন ৷ অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর জানালেন জিতেন্দ্র তিওয়ারি ৷

গতকাল দল ছেড়েছিলেন । আর বিজেপিতে যোগদানের জল্পনা ছড়িয়ে পড়তেই জানিয়েছিলেন, তিনি কোর্টে প্র্যাকটিস করবেন । তবে বিজেপিতে যাচ্ছেন না । এরপর আজ সকালে সস্ত্রীক কলকাতায় আসেন তিনি । রাতেই বৈঠক করেন অরূপ বিশ্বাসের সঙ্গে । আর সেই বৈঠকের পর জিতেন্দ্র তিওয়ারি জানিয়ে দেন, তিনি তৃণমূলেই আছেন । অরূপ বিশ্বাস বলেন, "জিতেন্দ্র তৃণমূলেই আছেন । প্রত্যেক পরিবারেই সমস্যা হয় । সমস্যা মিটে গিয়েছে ৷"

পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমকে লেখা একটি চিঠি নিয়ে শুরু হয়েছিল বিতর্ক । চিঠিতে জিতেন্দ্র লিখেছিলেন, নগর উন্নয়ন মন্ত্রকের স্মার্ট সিটি প্রোজেক্টের জন্য মনোনীত হয়েছিল আসানসোল । এর জন্য প্রায় প্রায় দু'হাজার কোটি টাকা পেত এই শহর । যা শহরের উন্নয়নের কাজে লাগানো যেত । জিতেন্দ্রর অভিযোগ, রাজনৈতিক কারণে প্রকল্পের সুবিধায় আসানসোলকে যোগ করেনি রাজ্য সরকার । এরপরই প্রকাশ্যে ফিরহাদ হাকিমকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি । বৈঠকে ডাকা হলেও যোগ দেননি । এরপর অবশ্য জিতেন্দ্রর মান ভাঙানোর জন্য তাঁকে ফোন করেছিলেন ফিরহাদ ও মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু তারপরও আসানসোল পৌরনিগমের প্রশাসক পদ ছেড়ে দেন জিতেন্দ্র । এমনকী, তৃণমূলের সব পদ থেকেই ইস্তফা দেন তিনি । তারপরই বাড়ছিল জল্পনা । শোনা যাচ্ছিল, শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনিও বিজেপিতে যোগ দিতে পারেন । যদিও বিজেপিতে যোগ দেবেন না বলে জানিয়ে দেন তিনি । এপ্রসঙ্গে বলেন, "না, কেন বিজেপিতে যোগ দেব ? আমি কোর্টে প্র্যাক্টিস করব । বিজেপিতে যোগ দেব কেন ?"

আর রাতের বৈঠকেই সমস্যা মিটল । জিতেন্দ্র জানিয়ে দিলেন, তিনি তৃণমূলেই আছেন ।

আরও পড়ুন: বিজেপিতে যোগ দেব না, কোর্টে প্র্যাক্টিস করব; বললেন জিতেন্দ্র তিওয়ারি

কলকাতা,18 ডিসেম্বর : কয়েক ঘণ্টার মধ্যেই ভোলবদল । তৃণমূলেই আছেন ৷ অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর জানালেন জিতেন্দ্র তিওয়ারি ৷

গতকাল দল ছেড়েছিলেন । আর বিজেপিতে যোগদানের জল্পনা ছড়িয়ে পড়তেই জানিয়েছিলেন, তিনি কোর্টে প্র্যাকটিস করবেন । তবে বিজেপিতে যাচ্ছেন না । এরপর আজ সকালে সস্ত্রীক কলকাতায় আসেন তিনি । রাতেই বৈঠক করেন অরূপ বিশ্বাসের সঙ্গে । আর সেই বৈঠকের পর জিতেন্দ্র তিওয়ারি জানিয়ে দেন, তিনি তৃণমূলেই আছেন । অরূপ বিশ্বাস বলেন, "জিতেন্দ্র তৃণমূলেই আছেন । প্রত্যেক পরিবারেই সমস্যা হয় । সমস্যা মিটে গিয়েছে ৷"

পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমকে লেখা একটি চিঠি নিয়ে শুরু হয়েছিল বিতর্ক । চিঠিতে জিতেন্দ্র লিখেছিলেন, নগর উন্নয়ন মন্ত্রকের স্মার্ট সিটি প্রোজেক্টের জন্য মনোনীত হয়েছিল আসানসোল । এর জন্য প্রায় প্রায় দু'হাজার কোটি টাকা পেত এই শহর । যা শহরের উন্নয়নের কাজে লাগানো যেত । জিতেন্দ্রর অভিযোগ, রাজনৈতিক কারণে প্রকল্পের সুবিধায় আসানসোলকে যোগ করেনি রাজ্য সরকার । এরপরই প্রকাশ্যে ফিরহাদ হাকিমকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি । বৈঠকে ডাকা হলেও যোগ দেননি । এরপর অবশ্য জিতেন্দ্রর মান ভাঙানোর জন্য তাঁকে ফোন করেছিলেন ফিরহাদ ও মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু তারপরও আসানসোল পৌরনিগমের প্রশাসক পদ ছেড়ে দেন জিতেন্দ্র । এমনকী, তৃণমূলের সব পদ থেকেই ইস্তফা দেন তিনি । তারপরই বাড়ছিল জল্পনা । শোনা যাচ্ছিল, শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনিও বিজেপিতে যোগ দিতে পারেন । যদিও বিজেপিতে যোগ দেবেন না বলে জানিয়ে দেন তিনি । এপ্রসঙ্গে বলেন, "না, কেন বিজেপিতে যোগ দেব ? আমি কোর্টে প্র্যাক্টিস করব । বিজেপিতে যোগ দেব কেন ?"

আর রাতের বৈঠকেই সমস্যা মিটল । জিতেন্দ্র জানিয়ে দিলেন, তিনি তৃণমূলেই আছেন ।

আরও পড়ুন: বিজেপিতে যোগ দেব না, কোর্টে প্র্যাক্টিস করব; বললেন জিতেন্দ্র তিওয়ারি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.