ETV Bharat / state

HC on Rathayatra: 'সম্প্রীতির রাস্তা আপনারাই বন্ধ করছেন', রথযাত্রা নিয়ে রাজ্য পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের

রথের দিন শোভাযাত্রা নিয়ে রাজ্য পুলিশকে কড়া ভর্ৎসনা হাইকোর্টের, "সম্প্রীতির রাস্তা আপনারাই বন্ধ করছেন" বললেন বিচারপতি ৷

Etv Bharat
রাজ্য পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের
author img

By

Published : Jun 19, 2023, 9:27 PM IST

কলকাতা, 19 জুন: সোমবার রথযাত্রা নিয়ে কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। নিরাপত্তা নিয়ে বিচারপতি রাজা শেখার মান্থার রাজ্য পুলিশকে চূড়ান্ত ভর্ৎসনা ৷ "সম্প্রীতির রাস্তা আপনারাই বন্ধ করছেন" বলে আদালতে পুলিশকে ভর্ৎসনা বিচারপতির ৷

মঙ্গলবার রথযাত্রা ৷ এই দিন বিভিন্ন জায়গা থেকেই রথের শোভাযাত্রা বের হয় ৷ তেমনি হাওড়ার সাঁকরাইলে রথের শোভাযাত্রার অনুমতি দেয় হাইকোর্ট। সেই নির্দেশের রিভিউ চেয়ে হাইকোর্টে আসে রাজ্য। আদালতে সোমবার দ্বিতীয়ার্ধে বিচারপতি মান্থার এজলাসে শুনানি হয় মামলার।

আগের নির্দেশ বজায় রেখে বিচারপতি জানান, যে পথ দিয়ে হাজার হাজার বছর ধরে রথের শোভাযাত্রা যায় আর সপ্তাহ শেষে ফিরে আসে সেই রীতিতে বাধ সাধছে রাজ্য পুলিশ। যা কাম্য নয়। এই ভাবে রথের শোভাযাত্রার রাস্তা ছোট করার শর্তে অনুমতি দেওয়ার পুলিশের আবেদন কোনও রকমভাবে গ্রহণযোগ্য নয়। আদালতের ধারণা, দেশের কোনও প্রান্তে এমন দাবি করে না পুলিশ। এখানে কোনও ব্যক্তিস্বার্থে আঘাত লাগছে কিনা, তা দেখতে হবে। ধর্মীয় উৎসবে কোনওভাবে বাধা দেওয়ার এক্তিয়ার পুলিশের নেই। পুলিশের বক্তব্য, রাস্তা ছোট করে রথযাত্রা করলে তাতে নানারকম ঝামেলা হওয়ার সম্ভাবনা কম।"

আরও পড়ুন: 'সভ্যতার উপর আক্রমণ', গীতা প্রেসকে গান্ধি শান্তি পুরস্কার দেওয়া নিয়ে তরজা তুঙ্গে কংগ্রেস-বিজেপির

কিন্তু রথযাত্রার শোভা যাত্রায় রাস্তা কমানোর রাজ্যের আবেদন নিয়ে বিচারপতির বক্তব্য, "রথ যদি অন্য জায়গায় সরিয়ে নিয়ে সেখান থেকে শোভাযাত্রা শুরু হয়, সেটা কি ধর্মীয় ভাবাবেগে আঘাত নয়? পুরীর রথ যেখান থেকে শোভা যাত্রা শুরু করে সেখান থেকে অন্য জায়গায় সরিয়ে শুরু করতে বলতে পারবেন?" রাজ্যকে প্রশ্ন বিচারপতি। বিচারপতির আরও বক্তব্য, "আপনারা নিরাপত্তা দিতে পারবেন না বলে, অন্য ধর্মের লোকদের নামে দোষ দিচ্ছেন কেন? সব ধর্মের মানুষ এখন কমবেশি এই ধরনের উৎসবে যোগ দেন। কাল অন্য কোনও ধর্মের উৎসব এলে আপনার পুলিশ তখন সেখানেও একই রকম অজুহাত নিয়ে আসবে। এইভাবে একটা এলাকাকে আপনারাই ব্ল্যাক লিস্টেড করে দিচ্ছেন। সম্প্রীতির পথটা আপনারাই বন্ধ করছেন।"

কলকাতা, 19 জুন: সোমবার রথযাত্রা নিয়ে কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। নিরাপত্তা নিয়ে বিচারপতি রাজা শেখার মান্থার রাজ্য পুলিশকে চূড়ান্ত ভর্ৎসনা ৷ "সম্প্রীতির রাস্তা আপনারাই বন্ধ করছেন" বলে আদালতে পুলিশকে ভর্ৎসনা বিচারপতির ৷

মঙ্গলবার রথযাত্রা ৷ এই দিন বিভিন্ন জায়গা থেকেই রথের শোভাযাত্রা বের হয় ৷ তেমনি হাওড়ার সাঁকরাইলে রথের শোভাযাত্রার অনুমতি দেয় হাইকোর্ট। সেই নির্দেশের রিভিউ চেয়ে হাইকোর্টে আসে রাজ্য। আদালতে সোমবার দ্বিতীয়ার্ধে বিচারপতি মান্থার এজলাসে শুনানি হয় মামলার।

আগের নির্দেশ বজায় রেখে বিচারপতি জানান, যে পথ দিয়ে হাজার হাজার বছর ধরে রথের শোভাযাত্রা যায় আর সপ্তাহ শেষে ফিরে আসে সেই রীতিতে বাধ সাধছে রাজ্য পুলিশ। যা কাম্য নয়। এই ভাবে রথের শোভাযাত্রার রাস্তা ছোট করার শর্তে অনুমতি দেওয়ার পুলিশের আবেদন কোনও রকমভাবে গ্রহণযোগ্য নয়। আদালতের ধারণা, দেশের কোনও প্রান্তে এমন দাবি করে না পুলিশ। এখানে কোনও ব্যক্তিস্বার্থে আঘাত লাগছে কিনা, তা দেখতে হবে। ধর্মীয় উৎসবে কোনওভাবে বাধা দেওয়ার এক্তিয়ার পুলিশের নেই। পুলিশের বক্তব্য, রাস্তা ছোট করে রথযাত্রা করলে তাতে নানারকম ঝামেলা হওয়ার সম্ভাবনা কম।"

আরও পড়ুন: 'সভ্যতার উপর আক্রমণ', গীতা প্রেসকে গান্ধি শান্তি পুরস্কার দেওয়া নিয়ে তরজা তুঙ্গে কংগ্রেস-বিজেপির

কিন্তু রথযাত্রার শোভা যাত্রায় রাস্তা কমানোর রাজ্যের আবেদন নিয়ে বিচারপতির বক্তব্য, "রথ যদি অন্য জায়গায় সরিয়ে নিয়ে সেখান থেকে শোভাযাত্রা শুরু হয়, সেটা কি ধর্মীয় ভাবাবেগে আঘাত নয়? পুরীর রথ যেখান থেকে শোভা যাত্রা শুরু করে সেখান থেকে অন্য জায়গায় সরিয়ে শুরু করতে বলতে পারবেন?" রাজ্যকে প্রশ্ন বিচারপতি। বিচারপতির আরও বক্তব্য, "আপনারা নিরাপত্তা দিতে পারবেন না বলে, অন্য ধর্মের লোকদের নামে দোষ দিচ্ছেন কেন? সব ধর্মের মানুষ এখন কমবেশি এই ধরনের উৎসবে যোগ দেন। কাল অন্য কোনও ধর্মের উৎসব এলে আপনার পুলিশ তখন সেখানেও একই রকম অজুহাত নিয়ে আসবে। এইভাবে একটা এলাকাকে আপনারাই ব্ল্যাক লিস্টেড করে দিচ্ছেন। সম্প্রীতির পথটা আপনারাই বন্ধ করছেন।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.