ETV Bharat / state

HC on IIT Student Death: খড়গপুর আইআইটির ছাত্রমৃত্যু তদন্তের অগ্রগতি রিপোর্ট চাইল হাইকোর্ট - HC over IIT Student Death

ফাইজান আহমেদের মৃত্যুর তদন্ত কতদূর এগিয়েছে তা জানতে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট ৷ সোমবার মামলার শুনানিতে খড়গপুর আইআইটির এই ছাত্রের রহস্যমৃত্যুর তদন্তের গতিপ্রকৃতি জানতে চায় আদালত ৷

Etv Bharat
হাইকোর্টে ফাইজান আহমেদের মৃত্যু তদন্ত
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 9:11 PM IST

কলকাতা, 9 অক্টোবর: খড়গপুর আইআইটির ছাত্র ফাইজান আহমেদের রহস্যমৃত্যুতে তদন্তের অগ্রগতি জানতে চায় কলকাতা হাইকোর্ট । এই বিষয়ে সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলাকারীর আইনজীবী জানান, এই ব্যাপারে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলকে বারবার নোটিশ পাঠানো হয়েছে । কিন্তু এদিন হাজির ছিলেন না । তাই তাঁকে আগামিকালের মধ্যে ফের নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে মামলাকারী মারফৎ। সোমবারের শুনানিতে আদালত জানতে চায় তদন্তের গতিপ্রকৃতি । কারণ বিচারপতি রাজাশেখর মান্থা আইপিএস অফিসার কে জয়রামনের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করে এই তদন্তের নির্দেশ দেন । কিন্তু রাজ্য ও খড়গপুর আইআইটি সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় । বিশেষ তদন্তকারী দলে কিছু পরিবর্তনের পর তদন্ত শুরু হয়।

গত বছর 15 অক্টোবর খড়গপুর আইআইটির হস্টেলের ঘর থেকে ফাইজান আহমেদের দেহ উদ্ধার হয় । অন্যান্য ছাত্ররা ছুটিতে বাড়ি গেলেও তিনি হস্টেলে ছিলেন। পরের দিন এফআইআর দায়ের হতেই তদন্ত শুরু করে পুলিশ । সিঙ্গল বেঞ্চ দীর্ঘ শুনানিতে পুলিশের তদন্ত বা ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেনি । প্রাথমিকভাবে রাজ্য জানায় হতাশা থেকে আত্মহত্যা করেছিল ফাইজান। কিন্তু পরিবার এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করে । বিচারপতি রাজাশেখর মান্থা দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেন অবসরপ্রাপ্ত এক ময়নাতদন্ত বিশেষজ্ঞকে ।

তিনি তদন্ত করে জানান ফাইজান আত্মহত্যা করেনি । তাঁকে খুন করা হয়েছে । এই রিপোর্ট পাওয়ার পর বিচারপতি মান্থা সিট গঠন করে ফের এই ঘটনার তদন্ত কর‍তে নির্দেশ দেন । সঙ্গে সঙ্গে রাজ্য সরকার ও খড়গপুর আইআইটি এই নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপিল করে । আইআইটি আদালতে জানায় সিঙ্গল বেঞ্চের একতরফা নির্দেশের জন্য তাদের বদনাম হচ্ছে গোটা বিশ্বে । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশের সামান্য পরিবর্তন করলেও সিটের তদন্ত খারিজ করেনি । পাশাপাশি সিঙ্গল বেঞ্চেই সিটকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

আরও পড়ুন : আইআইটি ছাত্রমৃত্যুতে নয়া মোড়, মৃতদেহ ফের ময়নাতদন্তের নির্দেশ আদালতের

কলকাতা, 9 অক্টোবর: খড়গপুর আইআইটির ছাত্র ফাইজান আহমেদের রহস্যমৃত্যুতে তদন্তের অগ্রগতি জানতে চায় কলকাতা হাইকোর্ট । এই বিষয়ে সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলাকারীর আইনজীবী জানান, এই ব্যাপারে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলকে বারবার নোটিশ পাঠানো হয়েছে । কিন্তু এদিন হাজির ছিলেন না । তাই তাঁকে আগামিকালের মধ্যে ফের নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে মামলাকারী মারফৎ। সোমবারের শুনানিতে আদালত জানতে চায় তদন্তের গতিপ্রকৃতি । কারণ বিচারপতি রাজাশেখর মান্থা আইপিএস অফিসার কে জয়রামনের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করে এই তদন্তের নির্দেশ দেন । কিন্তু রাজ্য ও খড়গপুর আইআইটি সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় । বিশেষ তদন্তকারী দলে কিছু পরিবর্তনের পর তদন্ত শুরু হয়।

গত বছর 15 অক্টোবর খড়গপুর আইআইটির হস্টেলের ঘর থেকে ফাইজান আহমেদের দেহ উদ্ধার হয় । অন্যান্য ছাত্ররা ছুটিতে বাড়ি গেলেও তিনি হস্টেলে ছিলেন। পরের দিন এফআইআর দায়ের হতেই তদন্ত শুরু করে পুলিশ । সিঙ্গল বেঞ্চ দীর্ঘ শুনানিতে পুলিশের তদন্ত বা ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেনি । প্রাথমিকভাবে রাজ্য জানায় হতাশা থেকে আত্মহত্যা করেছিল ফাইজান। কিন্তু পরিবার এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করে । বিচারপতি রাজাশেখর মান্থা দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেন অবসরপ্রাপ্ত এক ময়নাতদন্ত বিশেষজ্ঞকে ।

তিনি তদন্ত করে জানান ফাইজান আত্মহত্যা করেনি । তাঁকে খুন করা হয়েছে । এই রিপোর্ট পাওয়ার পর বিচারপতি মান্থা সিট গঠন করে ফের এই ঘটনার তদন্ত কর‍তে নির্দেশ দেন । সঙ্গে সঙ্গে রাজ্য সরকার ও খড়গপুর আইআইটি এই নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপিল করে । আইআইটি আদালতে জানায় সিঙ্গল বেঞ্চের একতরফা নির্দেশের জন্য তাদের বদনাম হচ্ছে গোটা বিশ্বে । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশের সামান্য পরিবর্তন করলেও সিটের তদন্ত খারিজ করেনি । পাশাপাশি সিঙ্গল বেঞ্চেই সিটকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

আরও পড়ুন : আইআইটি ছাত্রমৃত্যুতে নয়া মোড়, মৃতদেহ ফের ময়নাতদন্তের নির্দেশ আদালতের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.