ETV Bharat / state

HC on Joyride Horses: ময়দানের ঘোড়াদের স্বাস্থ্যোন্নতিতে কী পদক্ষেপ গৃহীত হয়েছে, 21 নভেম্বরের মধ্যে হাইকোর্টকে জানাবে রাজ্য - PETA

ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ময়দান এলাকায় জয় রাইডের ঘোড়ার স্বাস্থ্য উন্নতিতে রাজ্য কী কী পদক্ষেপ নিয়েছে তা 21 নভেম্বরের মধ্যে রাজ্যকে (Government of West Bengal) জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (HC Seeks Health Report of Joyride Horses)।

HC on Joyride Horses
ঘোড়াদের স্বাস্থ্যোন্নতিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে 21 নভেম্বর হাইকোর্টকে জানাবে রাজ্য
author img

By

Published : Sep 19, 2022, 5:58 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণ-সহ ময়দানের জয়রাইড ঘোড়াগুলির স্বাস্থ্যের উন্নতিতে রাজ্য কী কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চাইল হাইকোর্ট (HC on Joyride Horses) ৷

উল্লেখ্য, ময়দান ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যে ঘোড়ার গাড়ি চলে তা কলকাতার একটি অন্যতম ঐতিহ্য। কিন্তু এখানে যে গাড়িগুলো চলে তাদের বেশিরভাগই লাইসেন্সহীন ৷ পাশাপাশি ঘোড়াগুলো অত্যন্ত রুগ্ন, তাদের দেখভাল ঠিকঠাক করা হয় না। সুতরাং, ঘোড়াগুলি জয়রাইডের উপযুক্ত কি না, তা দেখভালেরও কোনও ব্যবস্থা নেই ৷ এমনই অভিযোগ তুলে হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেছিল বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সেই মামলার শুনানিতে এদিন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে আইনজীবী বলেন, "কিছু ঘোড়া ট্যুরিস্টদের ঘোরানোর জন্য উপযুক্ত নয়। মাত্র 28 জনের লাইসেন্স রয়েছে। আরটিআই করে দেখা গিয়েছে কারও লাইসেন্স রিনিউ করা হয়নি। ঘোড়াদের নিরাপত্তা এবং একইসঙ্গে প্রত্যেকের লাইসেন্স যাতে থাকে সেটা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি ঘোড়ারা যে সুস্থ তাও সুনিশ্চিত করতে হবে।" এ বিষয়ে রাজ্যের আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা লাইসেন্স দিয়েছি। কিন্তু কোন ঘোড়া অসুস্থ হচ্ছে তা চিহ্নিত করার ব্যবস্থা রাজ্যের নেই।"

আরও পড়ুন: ময়দানে ঘোড়াদের স্বাস্থ্যে নজরদারি, দেখভালের জন্য কমিটি গড়ল হাইকোর্ট

পশুপ্রেমী সংগঠন পেটা (PETA)-র বক্তব্য কাদের লাইসেন্স রয়েছে, কোন ঘোড়া অসুস্থ হচ্ছে অবিলম্বে চিহ্নিত করার ব্যবস্থা করা হোক ৷ প্রয়োজনে সেই দায়িত্ব তাঁরা নিতে তৈরি রয়েছে। অন্যদিকে, এই বিষয় খতিয়ে দেখতে হাইকোর্ট একটি কমিটি গঠন করেছে। আদালতের তৈরি করে দেওয়া কমিটি যে রিপোর্ট দিয়েছে তাতে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ময়দানে 158টি ঘোড়ার গাড়ি চলে। যাদের অনেকেরই লাইসেন্স নেই। ঘোড়াগুলোর শারীরিক পরিস্থিতি ভালো নয়। যদিও স্বেচ্ছাসেবী সংগঠন পেটা এই রিপোর্টে খুশি নয়। তাদের মতে, পুরো বিষয় আরও ভালোভাবে খতিয়ে দেখা দরকার রাজ্যের। 21 নভেম্বর ফের রাখা হয়েছে মামলাটি। তার মধ্যে রাজ্যকে জানাতে হবে ঘোড়াদের স্বাস্থ্যের উন্নতিতে রাজ্য (Government of West Bengal) কী কী পদক্ষেপ নিয়েছে।

কলকাতা, 19 সেপ্টেম্বর: ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণ-সহ ময়দানের জয়রাইড ঘোড়াগুলির স্বাস্থ্যের উন্নতিতে রাজ্য কী কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চাইল হাইকোর্ট (HC on Joyride Horses) ৷

উল্লেখ্য, ময়দান ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যে ঘোড়ার গাড়ি চলে তা কলকাতার একটি অন্যতম ঐতিহ্য। কিন্তু এখানে যে গাড়িগুলো চলে তাদের বেশিরভাগই লাইসেন্সহীন ৷ পাশাপাশি ঘোড়াগুলো অত্যন্ত রুগ্ন, তাদের দেখভাল ঠিকঠাক করা হয় না। সুতরাং, ঘোড়াগুলি জয়রাইডের উপযুক্ত কি না, তা দেখভালেরও কোনও ব্যবস্থা নেই ৷ এমনই অভিযোগ তুলে হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেছিল বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সেই মামলার শুনানিতে এদিন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে আইনজীবী বলেন, "কিছু ঘোড়া ট্যুরিস্টদের ঘোরানোর জন্য উপযুক্ত নয়। মাত্র 28 জনের লাইসেন্স রয়েছে। আরটিআই করে দেখা গিয়েছে কারও লাইসেন্স রিনিউ করা হয়নি। ঘোড়াদের নিরাপত্তা এবং একইসঙ্গে প্রত্যেকের লাইসেন্স যাতে থাকে সেটা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি ঘোড়ারা যে সুস্থ তাও সুনিশ্চিত করতে হবে।" এ বিষয়ে রাজ্যের আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা লাইসেন্স দিয়েছি। কিন্তু কোন ঘোড়া অসুস্থ হচ্ছে তা চিহ্নিত করার ব্যবস্থা রাজ্যের নেই।"

আরও পড়ুন: ময়দানে ঘোড়াদের স্বাস্থ্যে নজরদারি, দেখভালের জন্য কমিটি গড়ল হাইকোর্ট

পশুপ্রেমী সংগঠন পেটা (PETA)-র বক্তব্য কাদের লাইসেন্স রয়েছে, কোন ঘোড়া অসুস্থ হচ্ছে অবিলম্বে চিহ্নিত করার ব্যবস্থা করা হোক ৷ প্রয়োজনে সেই দায়িত্ব তাঁরা নিতে তৈরি রয়েছে। অন্যদিকে, এই বিষয় খতিয়ে দেখতে হাইকোর্ট একটি কমিটি গঠন করেছে। আদালতের তৈরি করে দেওয়া কমিটি যে রিপোর্ট দিয়েছে তাতে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ময়দানে 158টি ঘোড়ার গাড়ি চলে। যাদের অনেকেরই লাইসেন্স নেই। ঘোড়াগুলোর শারীরিক পরিস্থিতি ভালো নয়। যদিও স্বেচ্ছাসেবী সংগঠন পেটা এই রিপোর্টে খুশি নয়। তাদের মতে, পুরো বিষয় আরও ভালোভাবে খতিয়ে দেখা দরকার রাজ্যের। 21 নভেম্বর ফের রাখা হয়েছে মামলাটি। তার মধ্যে রাজ্যকে জানাতে হবে ঘোড়াদের স্বাস্থ্যের উন্নতিতে রাজ্য (Government of West Bengal) কী কী পদক্ষেপ নিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.