ETV Bharat / state

2016 SLST Recruitment: বয়স ভাঁড়িয়ে চাকরি, 2016-র নিয়োগে ফের সিবিআইকে রিপোর্ট খতিয়ে দেখার নির্দেশ হাইকোর্টের - 2016 নবম দশম নিয়োগে ফের সিবিআই তদন্তের নির্দেশ

বয়স কমে দেখিয়ে শিক্ষকের চাকরি করছিলেন এতদিন ৷ এমন 21 জনের নামের তালিকা ইতিমধ্যেই হাতে এসেছে আদালতের ৷ তাই ফের 2016 সালের নিয়োগ দুর্নীতিতে সিবিআইকে রিপোর্ট খতিয়ে দেখার নির্দেশ দিল হাইকোর্ট(2016 SLST Recruitment)৷

Etv Bharat
2016 সালের নিয়োগ দুর্নীতিতে ফের সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
author img

By

Published : Dec 14, 2022, 3:35 PM IST

Updated : Dec 14, 2022, 7:40 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: 2016 সালের নবম-দশকের শিক্ষক নিয়োগে বয়স ভাঁড়িয়ে চাকরি (HC Orders CBI Probe into 2016 Recruitment Scam Again)। সিবিআইকে ফের খতিয়ে দেখে তদন্তের নির্দেশ দিল আদালতের । বুধবার এই নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু ।

এমন 21 জনের তালিকা আদালতের কাছে রয়েছে । যাদের প্রকৃত বয়স 42 বা 45 । অথচ বয়স কম দেখিয়ে তাঁরা চাকরি পেয়েছেন । আবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মতো অ্যাকাডেমিক ক্ষেত্রে নম্বর কম পাওয়াদের ইন্টারভিউতে ডেকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ ।

আদালত সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়ে অভিযুক্ত 21 জনকে ডেকে জেরার নির্দেশ দিয়েছে । আদালতের পর্যবেক্ষণ, যদি আরও বেশি এমন নিয়োগ হয়ে থাকে তাহলে ভবিষ্যতে গোটা নিয়োগ বাতিল করতে হতে পারে । 16 জানুয়ারি পরবর্তী শুনানিতে সিবিআইকে প্রাথমিক রিপোর্ট দিতে হবে । আর কমিশনকে এদের নথি যাচাই করে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত । মামলাকারী 21জনকে নোটিশ দিতে বলেন বিচারপতি ।

উল্লেখ্য নবম-দশম শ্রেণির নিয়োগ-সহ প্রায় গোটা শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন । এবার বয়স ভাঁড়িয়ে চাকরি পাওয়ার সেই নথি সিবিআইকে ফের খতিয়ে দেখার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু ৷

আরও পড়ুন : নবম-দশম নিয়োগে মেধা তালিকায় নিয়ম না-মানার অভিযোগ, ব্যাখ্যা চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

কলকাতা, 14 ডিসেম্বর: 2016 সালের নবম-দশকের শিক্ষক নিয়োগে বয়স ভাঁড়িয়ে চাকরি (HC Orders CBI Probe into 2016 Recruitment Scam Again)। সিবিআইকে ফের খতিয়ে দেখে তদন্তের নির্দেশ দিল আদালতের । বুধবার এই নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু ।

এমন 21 জনের তালিকা আদালতের কাছে রয়েছে । যাদের প্রকৃত বয়স 42 বা 45 । অথচ বয়স কম দেখিয়ে তাঁরা চাকরি পেয়েছেন । আবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মতো অ্যাকাডেমিক ক্ষেত্রে নম্বর কম পাওয়াদের ইন্টারভিউতে ডেকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ ।

আদালত সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়ে অভিযুক্ত 21 জনকে ডেকে জেরার নির্দেশ দিয়েছে । আদালতের পর্যবেক্ষণ, যদি আরও বেশি এমন নিয়োগ হয়ে থাকে তাহলে ভবিষ্যতে গোটা নিয়োগ বাতিল করতে হতে পারে । 16 জানুয়ারি পরবর্তী শুনানিতে সিবিআইকে প্রাথমিক রিপোর্ট দিতে হবে । আর কমিশনকে এদের নথি যাচাই করে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত । মামলাকারী 21জনকে নোটিশ দিতে বলেন বিচারপতি ।

উল্লেখ্য নবম-দশম শ্রেণির নিয়োগ-সহ প্রায় গোটা শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন । এবার বয়স ভাঁড়িয়ে চাকরি পাওয়ার সেই নথি সিবিআইকে ফের খতিয়ে দেখার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু ৷

আরও পড়ুন : নবম-দশম নিয়োগে মেধা তালিকায় নিয়ম না-মানার অভিযোগ, ব্যাখ্যা চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Last Updated : Dec 14, 2022, 7:40 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.