কলকাতা, 26 ডিসেম্বর: 2019 গঙ্গারামপুর আইন অমান্য কর্মসূচি মামলায় রক্ষাকবচ পেলেন 11 জন বিজেপি নেতা ৷ বিজেপি সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক মাফুজা খাতুন-সহ 11 জনকে গ্রেফতার না-করার নির্দেশ দিল হাইকোর্ট ৷ সোমবার বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের অবকাশকালীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ মামলার পরবর্তী শুনানির আগে আপাতত পুলিশকে 11 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে নিষেধ করেছে হাইকোর্ট (HC directs police to take no coercive action against 11 BJP workers) ৷
এখন ওই বিজেপি কর্মীদের গ্রেফতার বা হেফাজতে নেওয়ার কী কারণ আছে ? আদালতে এদিন রাজ্যের কাছে জানতে চেয়েছিলেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। কিন্তু এ ব্যাপারে রাজ্য তেমন যুক্তি খাঁড়া করতে না-পারায় অবকাশকালীন (ডিভিশন) বেঞ্চের আর এক বিচারপতি জয় সেনগুপ্ত বলেন
"আমরা সুপ্রিমকোর্টের দেখানো পথেই হাঁটব ! আপাতত ওদের গ্রেফতার করা যাবে না। 11 জন বিজেপি কর্মীকে রক্ষাকবচ দেওয়া হচ্ছে । মামলার পরবর্তী শুনানির আগে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ।"
আরও পড়ুন: দার্জিলিং পৌরসভার চেয়ারম্যানের অপসারণ, নির্দিষ্ট দিনেই অনাস্থা ভোট, নির্দেশ হাইকোর্টের
2019 সালে উত্তর দিনাজপুরে গঙ্গারামপুরে আইন অমান্য কর্মসূচি নেয় বিজেপি। নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের মতো এ রাজ্যের নেতারা । তাঁরা আগেই আগাম জামিন পেয়েছেন। কিন্তু মাফুজা খাতুন-সহ 11 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ ৷ পরবর্তীতে গ্রেফতারির ভয়ে সকলেই হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন আগাম জামিনের জন্য। আগামী 29 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। সেদিন পুলিশকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।