ETV Bharat / state

CAA-এর বিরুদ্ধে প্রচারে সরকারি টাকা ? রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

সরকারি টাকা খরচ করে রাজ্য সরকার আদৌ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রচার করছে কি না সেই বিষয়ে রিপোর্ট তলব হাইকোর্টের ৷

highcourt
হাইকোর্ট
author img

By

Published : Dec 20, 2019, 9:03 PM IST

কলকাতা 20 ডিসেম্বর : সরকারি টাকা খরচ করে কি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রচার করছে রাজ্য সরকার ? এই নিয়ে রাজ্য সরকারের রিপোর্ট তলব করল হাইকোর্ট ।

রাজ্যের মানুষকে পরিকল্পিতভাবে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভয় দেখানো হচ্ছে । এই দাবিতে 16 ডিসেম্বর কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন সুরজিৎ সাহা নামে এক ব্যক্তি । এরপর এই সংক্রান্ত আরও একাধিক মামলা দায়ের হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । সেই সমস্ত মামলার শুনানি হয় গতকাল । প্রধান বিচারপতি রাজ্যের কাছে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে রিপোর্ট চেয়েছিলেন আজ । আজ মামলার শুনানিতে মামলাকারীর তরফে আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরি বলেন, "গোটা রাজ্যে এখনও পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত । রাজ্যের বহু জায়গায় ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ করে রাখা হয়েছে । রাজ্য যে রিপোর্ট গতকাল দিয়েছে সেই রিপোর্ট একেবারেই অসত্য, সাজানো । নিতান্তই নিয়মরক্ষার তাগিদে রাজ্য রিপোর্ট পেশ করেছে ।"

অপরদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্ত বলেন, "সারা দেশের পরিস্থিতি বিবেচনা করলে, শেষ তিনদিন পশ্চিমবঙ্গ ছিল সবথেকে শান্তিপূর্ণ রাজ্য । দেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা রয়েছে । যারা এই জনস্বার্থ মামলাগুলো করেছে তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করছে । শেষ তিনদিন রাজ্যে কোনও বড় ঝামেলা হয়নি । বেশ কয়েকটি বড় বড় মিছিল হয়েছে ৷ কিন্তু সেগুলো ছিল অত্যন্ত শান্তিপূর্ণ মিছিল । এই জনস্বার্থ মামলাগুলো করার আদৌ কোনও প্রয়োজন ছিল বলে আমরা মনে করছি না ।" এরপর তিনি দেশের বিভিন্ন রাজ্যে নাগরিকত্ত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে কীরকম প্রতিবাদ চলছে তার পরিসংখ্যান তুলে ধরেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৷

মামলাকারী তরফে আর একজন আইনজীবী বলেন, "পাবলিক ফান্ডের টাকা খরচ করে রাজ্য সরকার বিভিন্ন সংবাদ মাধ্যমে এই আইন মানা হবে না বলে প্রচার চালাচ্ছে । এটা সম্পূর্ণ সংবিধানবিরোধী । " পাশাপাশি আরও একাধিক আইনজীবী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ।

পাবলিক ফান্ডের টাকা খরচ করে রাজ্য সরকার আদৌ এরকম প্রচার চালাচ্ছে কি না সেই বিষয়ে শেষে ডিভিশন বেঞ্চ রিপোর্ট তলব করে । আগামী সোমবার ওই রিপোর্ট পেশ করতে হবে রাজ্য সরকারকে । পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত রিপোর্ট আগামী সোমবার রাজ্যকে পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।

কলকাতা 20 ডিসেম্বর : সরকারি টাকা খরচ করে কি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রচার করছে রাজ্য সরকার ? এই নিয়ে রাজ্য সরকারের রিপোর্ট তলব করল হাইকোর্ট ।

রাজ্যের মানুষকে পরিকল্পিতভাবে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভয় দেখানো হচ্ছে । এই দাবিতে 16 ডিসেম্বর কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন সুরজিৎ সাহা নামে এক ব্যক্তি । এরপর এই সংক্রান্ত আরও একাধিক মামলা দায়ের হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । সেই সমস্ত মামলার শুনানি হয় গতকাল । প্রধান বিচারপতি রাজ্যের কাছে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে রিপোর্ট চেয়েছিলেন আজ । আজ মামলার শুনানিতে মামলাকারীর তরফে আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরি বলেন, "গোটা রাজ্যে এখনও পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত । রাজ্যের বহু জায়গায় ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ করে রাখা হয়েছে । রাজ্য যে রিপোর্ট গতকাল দিয়েছে সেই রিপোর্ট একেবারেই অসত্য, সাজানো । নিতান্তই নিয়মরক্ষার তাগিদে রাজ্য রিপোর্ট পেশ করেছে ।"

অপরদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্ত বলেন, "সারা দেশের পরিস্থিতি বিবেচনা করলে, শেষ তিনদিন পশ্চিমবঙ্গ ছিল সবথেকে শান্তিপূর্ণ রাজ্য । দেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা রয়েছে । যারা এই জনস্বার্থ মামলাগুলো করেছে তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করছে । শেষ তিনদিন রাজ্যে কোনও বড় ঝামেলা হয়নি । বেশ কয়েকটি বড় বড় মিছিল হয়েছে ৷ কিন্তু সেগুলো ছিল অত্যন্ত শান্তিপূর্ণ মিছিল । এই জনস্বার্থ মামলাগুলো করার আদৌ কোনও প্রয়োজন ছিল বলে আমরা মনে করছি না ।" এরপর তিনি দেশের বিভিন্ন রাজ্যে নাগরিকত্ত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে কীরকম প্রতিবাদ চলছে তার পরিসংখ্যান তুলে ধরেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৷

মামলাকারী তরফে আর একজন আইনজীবী বলেন, "পাবলিক ফান্ডের টাকা খরচ করে রাজ্য সরকার বিভিন্ন সংবাদ মাধ্যমে এই আইন মানা হবে না বলে প্রচার চালাচ্ছে । এটা সম্পূর্ণ সংবিধানবিরোধী । " পাশাপাশি আরও একাধিক আইনজীবী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ।

পাবলিক ফান্ডের টাকা খরচ করে রাজ্য সরকার আদৌ এরকম প্রচার চালাচ্ছে কি না সেই বিষয়ে শেষে ডিভিশন বেঞ্চ রিপোর্ট তলব করে । আগামী সোমবার ওই রিপোর্ট পেশ করতে হবে রাজ্য সরকারকে । পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত রিপোর্ট আগামী সোমবার রাজ্যকে পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।

Intro:রাজ্য সরকার পাবলিক ফান্ডের টাকা খরচ করে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রচার করছে কিনা, রিপোর্ট তলব হাইকোর্টের

কলকাতা 20 ডিসেম্বর:
রাজ্য সরকার আদৌ পাবলিক ফান্ডের টাকা খরচ করে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রচার করছে কিনা সে বিষয়ে রাজ্যসরকারের রিপোর্ট তলব করল হাইকোর্ট।


Body:

নাগরিকত্ব সংশোধনী আইন পাস হওয়ার পর গোটা রাজ্যে যে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে তার দায় রাজ্যের। রাজ্যের মানুষকে পরিকল্পিতভাবে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভয় দেখানো হচ্ছে ।এই দাবিতে 16 ডিসেম্বর কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন সুরজিৎ সাহা নামে এক ব্যক্তি। এরপর এই সংক্রান্ত আরো একাধিক মামলা দায়ের হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেই সমস্ত মামলার শুনানি হয় গতকাল। গতকাল প্রধান বিচারপতি রাজ্যের কাছে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে রিপোর্ট চেয়ে ছিলেন আজ। আজ মামলার শুনানিতে মামলাকারী তরফে আইনজীবী সরজিত রায় চৌধুরী বলেন," গোটা রাজ্যে এখনও পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। রাজ্যের বহু জায়গায় ইন্টারনেট পরিষেবা এখনো বন্ধ করে রাখা হয়েছে। রাজ্য যে রিপোর্ট গতকাল দিয়েছে সেই রিপোর্ট একেবারেই অসত্য, সাজান। নিতান্তই নিয়ম রক্ষার তাগিদে রাজ্যে রিপোর্ট পেশ করেছে। যেন গুরুতর কিছুই ঘটেনি রাজ্যে।" এর বিরুদ্ধে রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন সারা দেশের পরিস্থিতি বিবেচনা করলে ,শেষ তিন দিন ওয়েস্ট বেঙ্গল ছিল সবথেকে শান্তিপূর্ণ রাজ্য। গোটা দেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা রয়েছে। যারা এই জনস্বার্থ মামলা গুলো করেছে সব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শেষ তিন দিন রাজ্যে কোন বড় ঝামেলার ঘটনা ঘটেনি। বেশ কয়েকটি বড় বড় মিছিল হয়েছে এর বিরুদ্ধে কিন্তু সেগুলো ছিল অত্যন্ত শান্তিপূর্ণ মিছিল। এই জনস্বার্থ মামলা গুলো করার আদৌ কোন প্রয়োজন ছিল বলে আমরা মনে করছি না। এই মুহূর্তে দিল্লি জ্বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘেরাও হয়ে আছেন। সারা দেশে কি হচ্ছে ব্রিটিশ সেনাদের সে ব্যাপারে কোন জ্ঞানই নেই।" এরপর তিনি দেশের বিভিন্ন রাজ্যের কোথায় কি ঘটনা ঘটছে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে সেই পরিসংখ্যান তুলে ধরেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এরপর মামলাকারী তরফে আর একজন আইনজীবী বলেন," রাজ্যের পাবলিক ফান্ডের টাকা খরচ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কেন্দ্রীয় আইন মানবেনা বলে রাজ্য প্রচার চালাচ্ছে। এটা সম্পূর্ণ সংবিধানবিরোধী।" পাশাপাশি আরও একাধিক আইনজীবী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো অত্যন্ত উদ্বেগজনক বলে জানান প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শেষে ডিভিশন বেঞ্চ পাবলিক ফান্ডের টাকা খরচ করে রাজ্য সরকার আদৌ এরকম প্রচার চালাচ্ছে কিনা সেই বিষয়ে রিপোর্ট তলব করে। আগামী সোমবার ওই রিপোর্ট পেশ করতে হবে। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত রিপোর্ট আগামী সোমবার রাজ্যকে পেশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.