ETV Bharat / state

HC over Suvendu: সারদাকর্তা সুদীপ্ত সেনের চিঠি নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে তদন্তে বাধা নেই, নির্দেশ হাইকোর্টের - সারদাকাণ্ড

সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি থানার তদন্তে কোনও বাধা নেই (Investigation over Suvendu Adhikari) ।

Calcutta High Court
ETV Bharat
author img

By

Published : Sep 28, 2022, 11:17 AM IST

Updated : Sep 28, 2022, 11:40 AM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর: সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠি নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি থানার তদন্তে কোনও বাধা নেই । জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ (CAL HC allows investigation against Suvendu Adhikari over Sudipta Sen Letter) ।

সুদীপ্ত সেনের চিঠি নিয়ে কাঁথি থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ এবং সেই তদন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে । সিবিআই সারদা মামলার তদন্ত করছে ৷ তাই নতুন করে কাঁথি থানা এই বিষয়ে তদন্ত করতে পারে না ৷ এই দাবিতে মামলা দায়ের হয় আদালতে । সুদীপ্ত সেনের চিঠি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে কাঁথি থানার তদন্তকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করারও আর্জি জানিয়েছিলেন মামলাকারী ।

বুধবার মামলাকারী অনিন্দ্যসুন্দর দাসের সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । সুদীপ্ত সেনের চিঠি নিয়ে কাঁথি থানার তদন্তে কোনও বাধা নেই, জানিয়ে দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ।

আরও পড়ুন: কী লেখা ছিল সুদীপ্তর সেই চিঠিতে ?

প্রসঙ্গত সারদার মালিক সুদীপ্ত সেন 2020 সালের 1 ডিসেম্বর জেলে বসেই একটি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে । নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা সেই চিঠিতে রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার দিকে আঙুল তুলেছিলেন । বিভিন্ন সময় সেই নেতারা নাকি সুদীপ্তর থেকে বিশাল অঙ্কের টাকা নিয়েছেন, চিঠিতে দাবি করেছিলেন সারদাকর্তা । তাতে অধীর রঞ্জন চৌধুরিকে 6 কোটি টাকা, সুজন চক্রবর্তীকে 9 কোটি টাকা, শুভেন্দু অধিকারীকে 6 কোটি টাকা এবং বিমান বসুকে 2 কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি । মুকুল রায়কেও নাকি বিশাল অঙ্কের টাকা দেওয়া হয়েছিল, তবে টাকার সঠিক অঙ্কটা মনে করে লিখতে পারেননি সুদীপ্ত । স্বভাবতই এই খবর প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়ায় ।

চিঠিতে সুদীপ্ত সেন জানান, শুভেন্দু অধিকারী তাঁর থেকে কাঁথি পৌরসভার নামে টাকা নিয়েছিলেন । তারপরই রাজ্যের শাসক দলের তরফে বিবৃতি দিয়ে এই ব্যাপারে সিবিআই তদন্তের দাবি জানানো হয় । সে নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই কার্যত সরকার পক্ষের জয় হল এই মামলায় । অর্থাৎ রাজ্য পুলিশের তদন্তে বাধা নেই বলে জানিয়ে দিল হাইকোর্ট ।

আরও পড়ুন: সুদীপ্ত সেনের চিঠি টুইট করে সারদায় শুভেন্দুর গ্রেফতারির দাবি কুণালের

কলকাতা, 28 সেপ্টেম্বর: সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠি নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি থানার তদন্তে কোনও বাধা নেই । জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ (CAL HC allows investigation against Suvendu Adhikari over Sudipta Sen Letter) ।

সুদীপ্ত সেনের চিঠি নিয়ে কাঁথি থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ এবং সেই তদন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে । সিবিআই সারদা মামলার তদন্ত করছে ৷ তাই নতুন করে কাঁথি থানা এই বিষয়ে তদন্ত করতে পারে না ৷ এই দাবিতে মামলা দায়ের হয় আদালতে । সুদীপ্ত সেনের চিঠি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে কাঁথি থানার তদন্তকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করারও আর্জি জানিয়েছিলেন মামলাকারী ।

বুধবার মামলাকারী অনিন্দ্যসুন্দর দাসের সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । সুদীপ্ত সেনের চিঠি নিয়ে কাঁথি থানার তদন্তে কোনও বাধা নেই, জানিয়ে দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ।

আরও পড়ুন: কী লেখা ছিল সুদীপ্তর সেই চিঠিতে ?

প্রসঙ্গত সারদার মালিক সুদীপ্ত সেন 2020 সালের 1 ডিসেম্বর জেলে বসেই একটি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে । নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা সেই চিঠিতে রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার দিকে আঙুল তুলেছিলেন । বিভিন্ন সময় সেই নেতারা নাকি সুদীপ্তর থেকে বিশাল অঙ্কের টাকা নিয়েছেন, চিঠিতে দাবি করেছিলেন সারদাকর্তা । তাতে অধীর রঞ্জন চৌধুরিকে 6 কোটি টাকা, সুজন চক্রবর্তীকে 9 কোটি টাকা, শুভেন্দু অধিকারীকে 6 কোটি টাকা এবং বিমান বসুকে 2 কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি । মুকুল রায়কেও নাকি বিশাল অঙ্কের টাকা দেওয়া হয়েছিল, তবে টাকার সঠিক অঙ্কটা মনে করে লিখতে পারেননি সুদীপ্ত । স্বভাবতই এই খবর প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়ায় ।

চিঠিতে সুদীপ্ত সেন জানান, শুভেন্দু অধিকারী তাঁর থেকে কাঁথি পৌরসভার নামে টাকা নিয়েছিলেন । তারপরই রাজ্যের শাসক দলের তরফে বিবৃতি দিয়ে এই ব্যাপারে সিবিআই তদন্তের দাবি জানানো হয় । সে নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই কার্যত সরকার পক্ষের জয় হল এই মামলায় । অর্থাৎ রাজ্য পুলিশের তদন্তে বাধা নেই বলে জানিয়ে দিল হাইকোর্ট ।

আরও পড়ুন: সুদীপ্ত সেনের চিঠি টুইট করে সারদায় শুভেন্দুর গ্রেফতারির দাবি কুণালের

Last Updated : Sep 28, 2022, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.