কলকাতা, 23 এপ্রিল: সামাজিক দূরত্ব না মানায় কলকাতায় বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি বাজার । আবার কয়েকটি বাজারকে সরিয়ে দেওয়া হয়েছে খোলা জায়গায় । এরই মাঝে রীতিমতো দৃষ্টান্ত হয়ে উঠেছে উত্তর কলকাতার হাতিবাগান বাজার । সেখানকার ব্যবসায়ীরা নিজেরাই লক্ষ্মণরেখা কেটে সামাজিক দূরত্ব মেনে চলার ব্যবস্থা করেছে । ক্রেতাদের জন্য রাখা রয়েছে হ্যান্ড স্যানিটাইজ়ার । যাতে বেশি ভিড় না হয় তার জন্য বাজারে মাত্র দুটি গেট খোলা রয়েছে । সেই সঙ্গে ঢোকার সময় করা হচ্ছে থার্মাল স্ক্রিনিং ।
এমনিতেই হাতিবাগান বাজারে রয়েছে সাতটি গেট । লকডাউনে পাঁচটি গেট বন্ধ রেখে খোলা রাখা হয়েছে মাত্র দুটি গেট । একটি গেট দিয়ে ক্রেতারা ঢুকবেন আর অন্যটি দিয়ে বেরোবেন । এন্ট্রি হিসেবে ব্যবহার করা হচ্ছে মেইন গেটকে । সেখানেই থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে । স্ক্রিনিংয়ের পর হাত স্যানিটাইজ় করে তবেই বাজারে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে ক্রেতাদের । বাজার করতে হচ্ছে সামাজিক দূরত্ব মেনে । তারপর মশলাপট্টি গেট দিয়ে বাইরে বেরোনোর ব্যবস্থা রয়েছে । বিষয়টিকে এভাবেই শৃঙ্খলায় বেঁধে ফেলেছে বাজার সমিতি । প্রশাসনের নির্দেশ মেনে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত পাঁচ ঘণ্টার জন্য খোলা থাকছে বাজার ।
হাতিবাগান বাজার সমিতির সম্পাদক সাধন সরকার জানিয়েছেন, "কয়েকদিন আগে থেকেই বাজারে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । মাস্ক না পরে এলে বাজারে ঢুকতে দেওয়া হচ্ছে না । নির্দিষ্ট সময় অন্তর বাজার এলাকা স্যানিটাইজ় করার কাজ হচ্ছে । এ বিষয়ে আমাদেরকে সহযোগিতা করছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ ।" তিনি আরও বলেন, "গোটা বাজারকেই আমরা শৃঙ্খলায় মুড়ে ফেলার চেষ্টা করেছি । বাজারের মধ্যে সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে । জায়গার অভাবে কয়েকজন বিক্রেতাকে গা ঘেঁষাঘেঁষি করে বসতে হচ্ছিল । তাঁদের আমরা সরিয়ে দিয়েছি । বাজার সমিতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতারাও । আর কলকাতার এই বাজারেই প্রথম থার্মাল স্ক্রিনিং চালু করেছি আমরা ।"
চলছে থার্মাল স্ক্রিনিং, রয়েছে স্যানিটাইজ়ার ; সচেতন হাতিবাগান বাজার - থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজ়ারের ব্যবস্থা; কোরোনা মোকাবিলায় দৃষ্টান্ত স্থাপন হাতিবাগান বাজারের
বাজার করা হচ্ছে সামাজিক দূরত্ব মেনে । ক্রেতাদের জন্য রাখা রয়েছে হ্যান্ড স্যানিটাইজ়ার । তার উপর বাজারের গেটে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে । সবমিলিয়ে কোরোনার সংক্রমণ রুখতে নজির গড়ছে হাতিবাগান বাজার ।
কলকাতা, 23 এপ্রিল: সামাজিক দূরত্ব না মানায় কলকাতায় বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি বাজার । আবার কয়েকটি বাজারকে সরিয়ে দেওয়া হয়েছে খোলা জায়গায় । এরই মাঝে রীতিমতো দৃষ্টান্ত হয়ে উঠেছে উত্তর কলকাতার হাতিবাগান বাজার । সেখানকার ব্যবসায়ীরা নিজেরাই লক্ষ্মণরেখা কেটে সামাজিক দূরত্ব মেনে চলার ব্যবস্থা করেছে । ক্রেতাদের জন্য রাখা রয়েছে হ্যান্ড স্যানিটাইজ়ার । যাতে বেশি ভিড় না হয় তার জন্য বাজারে মাত্র দুটি গেট খোলা রয়েছে । সেই সঙ্গে ঢোকার সময় করা হচ্ছে থার্মাল স্ক্রিনিং ।
এমনিতেই হাতিবাগান বাজারে রয়েছে সাতটি গেট । লকডাউনে পাঁচটি গেট বন্ধ রেখে খোলা রাখা হয়েছে মাত্র দুটি গেট । একটি গেট দিয়ে ক্রেতারা ঢুকবেন আর অন্যটি দিয়ে বেরোবেন । এন্ট্রি হিসেবে ব্যবহার করা হচ্ছে মেইন গেটকে । সেখানেই থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে । স্ক্রিনিংয়ের পর হাত স্যানিটাইজ় করে তবেই বাজারে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে ক্রেতাদের । বাজার করতে হচ্ছে সামাজিক দূরত্ব মেনে । তারপর মশলাপট্টি গেট দিয়ে বাইরে বেরোনোর ব্যবস্থা রয়েছে । বিষয়টিকে এভাবেই শৃঙ্খলায় বেঁধে ফেলেছে বাজার সমিতি । প্রশাসনের নির্দেশ মেনে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত পাঁচ ঘণ্টার জন্য খোলা থাকছে বাজার ।
হাতিবাগান বাজার সমিতির সম্পাদক সাধন সরকার জানিয়েছেন, "কয়েকদিন আগে থেকেই বাজারে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । মাস্ক না পরে এলে বাজারে ঢুকতে দেওয়া হচ্ছে না । নির্দিষ্ট সময় অন্তর বাজার এলাকা স্যানিটাইজ় করার কাজ হচ্ছে । এ বিষয়ে আমাদেরকে সহযোগিতা করছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ ।" তিনি আরও বলেন, "গোটা বাজারকেই আমরা শৃঙ্খলায় মুড়ে ফেলার চেষ্টা করেছি । বাজারের মধ্যে সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে । জায়গার অভাবে কয়েকজন বিক্রেতাকে গা ঘেঁষাঘেঁষি করে বসতে হচ্ছিল । তাঁদের আমরা সরিয়ে দিয়েছি । বাজার সমিতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতারাও । আর কলকাতার এই বাজারেই প্রথম থার্মাল স্ক্রিনিং চালু করেছি আমরা ।"