ETV Bharat / state

হেয়ার স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে কলেজ স্ট্রিট অবরোধ - পথ অবরোধ

হেয়ার স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে কলেজ স্ট্রিট অবরোধ অভিভাবকদের একাংশের । পরে স্কুলের টিচার ইনচার্জের আশ্বাসে অবরোধ উঠে যায় ।

কলেজ স্ট্রিটে অবরোধ
author img

By

Published : Jul 17, 2019, 3:18 PM IST

কলকাতা, 17 জুলাই : পড়ুয়ার সংখ্যা প্রায় সাড়ে পাঁচশো । অথচ স্কুলে শিক্ষক-শিক্ষিকা রয়েছেন না কি মাত্র 8 জন । অভিযোগ, এর ফলে প্রত্যেকদিনই ব্যাহত হচ্ছে পড়াশোনা । শিক্ষক নিয়োগের দাবিতে আজ সকালে কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ দেখালেন হেয়ার স্কুলের (মর্নিং সেকশন) অভিভাবকদের একাংশ । পরে স্কুলের টিচার ইনচার্জের আশ্বাসে অবরোধ উঠে যায় ।

অভিভাবকদের একাংশের অভিযোগ, হেয়ার স্কুলে(মর্নিং বিভাগ) পড়ুয়াদের তুলনায় শিক্ষক যথেষ্টই কম । ফলে দীর্ঘদিন ধরেই স্কুলে 8 টির পরিবর্তে 2-3 টি করে ক্লাস হয় । মাঝেমধ্যে ক্লাস নেওয়া হবে না বলে ছুটিও দিয়ে দেওয়া হয় । যার ফলে পরীক্ষার আগে পড়ুয়াদের সিলেবাস শেষ হয় না । এর প্রতিবাদেই আজ সকাল সাড়ে সাতটা নাগাদ অবরোধ শুরু করেন অভিভাবকদের একাংশ । প্রায় তিনঘণ্টা ধরে চলে অবরোধ । পরে স্কুলের টিচার ইনচার্জ তনুশ্রী নাগের আশ্বাসে অবরোধ উঠে যায় ।

হেয়ার স্কুলের প্রধান শিক্ষক (ডে সেকশন) সুনীল কুমার দাস বলেন, "স্কুলের মর্নিং সেকশনে সমস্যা ছিল । কিছু পদ শূন্য রয়েছে একথা ঠিক । মর্নিং সেকশনে একজন টিচার ইনচার্জ দায়িত্ব সামলান ।" অভিভাবকদের হুঁশিয়ারি, আগামী একমাসের মধ্যে শিক্ষক নিয়োগ না হলে তাঁরা ফের বিক্ষোভে নামবেন ।

কলকাতা, 17 জুলাই : পড়ুয়ার সংখ্যা প্রায় সাড়ে পাঁচশো । অথচ স্কুলে শিক্ষক-শিক্ষিকা রয়েছেন না কি মাত্র 8 জন । অভিযোগ, এর ফলে প্রত্যেকদিনই ব্যাহত হচ্ছে পড়াশোনা । শিক্ষক নিয়োগের দাবিতে আজ সকালে কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ দেখালেন হেয়ার স্কুলের (মর্নিং সেকশন) অভিভাবকদের একাংশ । পরে স্কুলের টিচার ইনচার্জের আশ্বাসে অবরোধ উঠে যায় ।

অভিভাবকদের একাংশের অভিযোগ, হেয়ার স্কুলে(মর্নিং বিভাগ) পড়ুয়াদের তুলনায় শিক্ষক যথেষ্টই কম । ফলে দীর্ঘদিন ধরেই স্কুলে 8 টির পরিবর্তে 2-3 টি করে ক্লাস হয় । মাঝেমধ্যে ক্লাস নেওয়া হবে না বলে ছুটিও দিয়ে দেওয়া হয় । যার ফলে পরীক্ষার আগে পড়ুয়াদের সিলেবাস শেষ হয় না । এর প্রতিবাদেই আজ সকাল সাড়ে সাতটা নাগাদ অবরোধ শুরু করেন অভিভাবকদের একাংশ । প্রায় তিনঘণ্টা ধরে চলে অবরোধ । পরে স্কুলের টিচার ইনচার্জ তনুশ্রী নাগের আশ্বাসে অবরোধ উঠে যায় ।

হেয়ার স্কুলের প্রধান শিক্ষক (ডে সেকশন) সুনীল কুমার দাস বলেন, "স্কুলের মর্নিং সেকশনে সমস্যা ছিল । কিছু পদ শূন্য রয়েছে একথা ঠিক । মর্নিং সেকশনে একজন টিচার ইনচার্জ দায়িত্ব সামলান ।" অভিভাবকদের হুঁশিয়ারি, আগামী একমাসের মধ্যে শিক্ষক নিয়োগ না হলে তাঁরা ফের বিক্ষোভে নামবেন ।

Intro:কলকাতা, ১৭ জুলাই: পড়ুয়ার সংখ্যা প্রায় সাড়ে পাঁচশো, অথচ শিক্ষক-শিক্ষিকা মাত্র ৮ জন। যার ফলে প্রত্যেকদিনই পড়াশোনা ব্যহত হচ্ছে পড়ুয়াদের। এমনই অভিযোগ তুলে ও অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে আজ সকাল ৭টা ২০ থেকে কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন হেয়ার স্কুল মর্নিংয়ের অভিভাবকরা।

Body:বিক্ষোভকারী অভিভাবকদের অভিযোগ, হেয়ার স্কুল মর্নিংয়ে প্রায় সাড়ে পাঁচশো জন পড়ুয়া রয়েছে। কিন্তু, শিক্ষক মাত্র ৮ জন। ফলে দীর্ঘদিন ধরেই আটটির পরিবর্তে ২-৩টি করে ক্লাস হয়। তারপরে আজকে আর কোনো ক্লাস নেওয়া হবে না বলে ছুটি দিয়ে দেওয়া হয়। যার জেরে পরীক্ষার আগে সঠিক সময়ে পড়ুয়াদের সিলেবাস শেষ হয় না। এরই প্রতিবাদে আজ রাস্তায় নামেন অভিভাবকরা। প্রায় ৩ ঘন্টা কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাঁদের অভিযোগ, বিগত দেড়-দু'বছর ধরে এই অবস্থা চলে আসছে। শিক্ষা দপ্তরে জানানো হয়েছে। কিন্তু, মেলেনি কোনও ফলাফল।

জানা গেছে, প্রায় তিন ঘন্টার কাছাকাছি এই বিক্ষোভ চলার পর অভিভাবকদের সঙ্গে স্কুলের টিচার ইনচার্জ তনুশ্রী নাগ কথা বলেন ও আশ্বাস দেন একমাসের মধ্যে নতুন শিক্ষক নিয়োগ করা হবে। তিনি জানান, বর্তমানে শিক্ষক আছেন ৮ জন। অভিভাবকরা জানিয়েছেন, ১ মাসের মধ্যে নিয়োগ না হলে তাঁরা ফের বিক্ষোভ করবেন। তারপর সাড়ে ৯টা নাগাদ বিক্ষোভ তুলে নেন তাঁরা। হেয়ার স্কুলের প্রধান শিক্ষক সুনীল কুমার দাস এ বিষয়ে বলেন, "মর্নিং সেকশনের ঝামেলা ছিল। কিছু সিট ভ্যকেন্ট আছে এটা ঠিক। মর্নিং সেকশন একজন টিচার ইনচার্জ দেখেন। এ সম্পর্কে সমস্ত দপ্তরকে জানানো আছে। নিয়োগের প্রক্রিয়ার মধ্যে আছে। তবে, হ্যাঁ। কিছু সিট ভ্যাকেন্ট আছে। সেটা তো সব জায়গাতেই থাকে।"

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.