ETV Bharat / state

Kolkata Police Dog Squad: কলকাতা পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াডের ভরসা গ্রিনি ও জুয়েল

author img

By

Published : Apr 13, 2023, 4:58 PM IST

শক্তি বাড়ল কলকাতা পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াডের ৷ বিশেষ প্রশিক্ষণ নিয়ে কলকাতায় ফিরেছে দুই সারমেয় গ্রিনি ও জুয়েল ৷ তাদের বর্তমানে ডায়েট ও ডিউটি ঠিক কী ? দেখুন এক্সক্লুসিভ প্রতিবেদন ৷

Kolkata Police Dog Squad ETv bharat
গ্রিনি ও জুয়েল

কলকাতা, 13 এপ্রিল: সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে শহরে কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য তৎপর কলকাতা পুলিশ ৷ আর ঠিক এই সময়েই তাদের শক্তি আরও বাড়ল ৷ কলকাতা পুলিশের হাতে এল দুটি মোক্ষম ব্রহ্মাস্ত্র ৷ জুয়েল এবং গ্রিনি । কলকাতা পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াডের সেনানি এই দুই সারমেয় গোয়ালিয়র থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়ে গত পরশুদিনই কলকাতায় পা রেখেছে ৷ তবে গরমের কথা মাথায় রেখে তাদের ডিউটি ও খাওয়া-দাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে ৷

জুয়েল বেলজিয়ান মেলিনোস প্রজাতির উচ্চক্ষমতা সম্পন্ন কুকুর । কিন্তু গ্রিনি ল্যাব্রাডর প্রজাতির ৷ গ্রিনি এবং জুয়েল দুজনেই মহিলা কুকুর ।
লালবাজার সূত্রের খবর, মূলত ভিআইপি থেকে ভিভিআইপি ডিউটিতে দেখা যাবে এই দুই সারমেয়কে । তবে এই গরমে তাদের দুজনের জন্য ডায়েট পুরোপুরি আলাদা । সকালে দইয়ের ঘোল এবং গ্লুকোজ খাইয়ে রাখা হচ্ছে গ্রিনি এবং জুয়েলকে । কলকাতা পুলিশের ডগ স্কোয়াড বিভাগের এক চিকিৎসক জানান, এই ডায়েট তাদের ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করবে এবং তাদের শরীর এই গরমে ঠান্ডা থাকবে ।

গ্রিনি এবং জুয়েলকে পাঠানো হয়েছিল গোয়ালিয়ারে, আইটিবিপির বিশেষ প্রশিক্ষণে । বিস্ফোরক অনুসন্ধানের জন্য যাবতীয় বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে গত পরশুদিন তারা কলকাতায় ফিরেছে । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক নিজের নাম প্রকাশ করতে না চেয়ে ইটিভি ভারতকে জানিয়েছেন, "আমেরিকার সিল টিম সিক্স-এর থেকে অনুপ্রাণিত হয়ে আমরা বেলজিয়ান মেলিনোস প্রজাতির এই বিশেষ কুকুরকে আনিয়েছি ।" লাদেনের বিরুদ্ধে অভিযানে আমেরিকার সিল টিম সিক্সের বাহিনীতে ছিল এই বেলজিয়ান মেলিনোস ৷

এই বেলজিয়ান মেলিনোস প্রজাতির কুকুরের আসল দক্ষতা হল, যে কোনও গোপন ডেরায় মাটির কয়েক ফিট নীচেও যদি বোমা বা বিস্ফোরক মজুত থাকে, সে ক্ষেত্রে বিশেষ কৌশল ও প্রবল ঘ্রাণশক্তির মাধ্যমে তা উদ্ধার করতে বা শনাক্ত করতে সিদ্ধহস্ত এই প্রজাতির কুকুর ৷ এই বেলজিয়ান মেলিনোস প্রজাতির জুয়েলের বিশেষত্ব এই যে, সে অত্যন্ত শক্তিশালী এবং বেশ কয়েক ফিট উঁচুতে লাফাতে পারে । এ ছাড়াও প্রখর রোদে সে ঘণ্টার পর ঘণ্টা দৌড়ে যেতে পারে ।

কলকাতা পুলিশের ডগ স্কোয়াড বিভাগ সূত্রের খবর, আগামী কিছুদিন রাজ্যে তীব্র দাবদাহের ফলে কলকাতা পুলিশের পাশাপাশি ডিউটিতেও ছাড় পেয়েছে সারমেয় বাহিনী । এ ছাড়াও তাদের ডায়েটে এসেছে বেশ কিছু পরিবর্তন । পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময় করে খাওয়ানো হচ্ছে দুধের খোল, জল ও বিভিন্ন লিকুইড ঔষধ ।

আরও পড়ুন: চোখের চিকিৎসায় চেন্নাই যাবে বেলা, খরচ-দেখভাল নিয়ে গড়িমসি

কলকাতা, 13 এপ্রিল: সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে শহরে কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য তৎপর কলকাতা পুলিশ ৷ আর ঠিক এই সময়েই তাদের শক্তি আরও বাড়ল ৷ কলকাতা পুলিশের হাতে এল দুটি মোক্ষম ব্রহ্মাস্ত্র ৷ জুয়েল এবং গ্রিনি । কলকাতা পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াডের সেনানি এই দুই সারমেয় গোয়ালিয়র থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়ে গত পরশুদিনই কলকাতায় পা রেখেছে ৷ তবে গরমের কথা মাথায় রেখে তাদের ডিউটি ও খাওয়া-দাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে ৷

জুয়েল বেলজিয়ান মেলিনোস প্রজাতির উচ্চক্ষমতা সম্পন্ন কুকুর । কিন্তু গ্রিনি ল্যাব্রাডর প্রজাতির ৷ গ্রিনি এবং জুয়েল দুজনেই মহিলা কুকুর ।
লালবাজার সূত্রের খবর, মূলত ভিআইপি থেকে ভিভিআইপি ডিউটিতে দেখা যাবে এই দুই সারমেয়কে । তবে এই গরমে তাদের দুজনের জন্য ডায়েট পুরোপুরি আলাদা । সকালে দইয়ের ঘোল এবং গ্লুকোজ খাইয়ে রাখা হচ্ছে গ্রিনি এবং জুয়েলকে । কলকাতা পুলিশের ডগ স্কোয়াড বিভাগের এক চিকিৎসক জানান, এই ডায়েট তাদের ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করবে এবং তাদের শরীর এই গরমে ঠান্ডা থাকবে ।

গ্রিনি এবং জুয়েলকে পাঠানো হয়েছিল গোয়ালিয়ারে, আইটিবিপির বিশেষ প্রশিক্ষণে । বিস্ফোরক অনুসন্ধানের জন্য যাবতীয় বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে গত পরশুদিন তারা কলকাতায় ফিরেছে । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক নিজের নাম প্রকাশ করতে না চেয়ে ইটিভি ভারতকে জানিয়েছেন, "আমেরিকার সিল টিম সিক্স-এর থেকে অনুপ্রাণিত হয়ে আমরা বেলজিয়ান মেলিনোস প্রজাতির এই বিশেষ কুকুরকে আনিয়েছি ।" লাদেনের বিরুদ্ধে অভিযানে আমেরিকার সিল টিম সিক্সের বাহিনীতে ছিল এই বেলজিয়ান মেলিনোস ৷

এই বেলজিয়ান মেলিনোস প্রজাতির কুকুরের আসল দক্ষতা হল, যে কোনও গোপন ডেরায় মাটির কয়েক ফিট নীচেও যদি বোমা বা বিস্ফোরক মজুত থাকে, সে ক্ষেত্রে বিশেষ কৌশল ও প্রবল ঘ্রাণশক্তির মাধ্যমে তা উদ্ধার করতে বা শনাক্ত করতে সিদ্ধহস্ত এই প্রজাতির কুকুর ৷ এই বেলজিয়ান মেলিনোস প্রজাতির জুয়েলের বিশেষত্ব এই যে, সে অত্যন্ত শক্তিশালী এবং বেশ কয়েক ফিট উঁচুতে লাফাতে পারে । এ ছাড়াও প্রখর রোদে সে ঘণ্টার পর ঘণ্টা দৌড়ে যেতে পারে ।

কলকাতা পুলিশের ডগ স্কোয়াড বিভাগ সূত্রের খবর, আগামী কিছুদিন রাজ্যে তীব্র দাবদাহের ফলে কলকাতা পুলিশের পাশাপাশি ডিউটিতেও ছাড় পেয়েছে সারমেয় বাহিনী । এ ছাড়াও তাদের ডায়েটে এসেছে বেশ কিছু পরিবর্তন । পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময় করে খাওয়ানো হচ্ছে দুধের খোল, জল ও বিভিন্ন লিকুইড ঔষধ ।

আরও পড়ুন: চোখের চিকিৎসায় চেন্নাই যাবে বেলা, খরচ-দেখভাল নিয়ে গড়িমসি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.