ETV Bharat / state

কলকাতায় কোরোনায় মৃত্যু আওধের শেষ নবাবের প্রপৌত্রর - Oudh

বয়স হয়েছিল 87 বছর । সপ্তাহখানেক আগে তিনি কোরোনায় আক্রান্ত হন ।

Corona
Corona
author img

By

Published : Sep 14, 2020, 1:10 PM IST

Updated : Sep 14, 2020, 1:54 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর : কোরোনায় মৃত্যু হল আওধের শেষ নবাব ওয়াজিদ আলি শাহের বংশধরের । রবিবার কলকাতায় মারা যান ওয়াজিদ আলির প্রপৌত্র প্রিন্স কুকুব কাদের সাজ্জাদ আলি মির্জা । তাঁর বয়স হয়েছিল 87 বছর । সপ্তাহখানেক আগে তিনি কোরোনায় আক্রান্ত হন ।

সাজ্জাদ আলি মির্জার স্ত্রী, দুই পুত্র ও চার কন্যা রয়েছে । কলকাতার মেটিয়াবুরুজের সিবটেনাবাদ ইমামবাড়া ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি ছিলেন সাজ্জাদ আলি মির্জা । প্রিন্স কুকুব কাদের সাজ্জাদ আলি মির্জা বেশিরভাগ মানুষের কাছে ড. এম কুকু্ব নামে পরিচিত । আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে উর্দুতে ডক্টরেট করেন তিনি । পরে সেখানেই উর্দু প্রফেসর হিসেবে কাজ শুরু করেন। 1993 সালে অবসরের পর চলে আসেন কলকাতায় ।

দেশের বিলিয়ার্ড ও স্নুকার জগতের জনপ্রিয় মুখ ছিলেন ড. এম কুকু্ব ।ভারতীয় বিলিয়ার্ডস ও স্নুকার ফেডারেশনের প্রতিষ্ঠাতা তিনি । এছাড়া পশ্চিমবঙ্গ বিলিয়ার্ডস অ্যাসোসিয়েশন ও উত্তরপ্রদেশ বিলিয়ার্ডস ও স্নুকার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেন তিনি । সাজ্জাদ আলি মির্জার মৃত্যুতে বিলিয়ার্ডস ও স্নুকার জগতে শোকের ছায়া নেমেছে ।

কলকাতা, 14 সেপ্টেম্বর : কোরোনায় মৃত্যু হল আওধের শেষ নবাব ওয়াজিদ আলি শাহের বংশধরের । রবিবার কলকাতায় মারা যান ওয়াজিদ আলির প্রপৌত্র প্রিন্স কুকুব কাদের সাজ্জাদ আলি মির্জা । তাঁর বয়স হয়েছিল 87 বছর । সপ্তাহখানেক আগে তিনি কোরোনায় আক্রান্ত হন ।

সাজ্জাদ আলি মির্জার স্ত্রী, দুই পুত্র ও চার কন্যা রয়েছে । কলকাতার মেটিয়াবুরুজের সিবটেনাবাদ ইমামবাড়া ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি ছিলেন সাজ্জাদ আলি মির্জা । প্রিন্স কুকুব কাদের সাজ্জাদ আলি মির্জা বেশিরভাগ মানুষের কাছে ড. এম কুকু্ব নামে পরিচিত । আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে উর্দুতে ডক্টরেট করেন তিনি । পরে সেখানেই উর্দু প্রফেসর হিসেবে কাজ শুরু করেন। 1993 সালে অবসরের পর চলে আসেন কলকাতায় ।

দেশের বিলিয়ার্ড ও স্নুকার জগতের জনপ্রিয় মুখ ছিলেন ড. এম কুকু্ব ।ভারতীয় বিলিয়ার্ডস ও স্নুকার ফেডারেশনের প্রতিষ্ঠাতা তিনি । এছাড়া পশ্চিমবঙ্গ বিলিয়ার্ডস অ্যাসোসিয়েশন ও উত্তরপ্রদেশ বিলিয়ার্ডস ও স্নুকার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেন তিনি । সাজ্জাদ আলি মির্জার মৃত্যুতে বিলিয়ার্ডস ও স্নুকার জগতে শোকের ছায়া নেমেছে ।

Last Updated : Sep 14, 2020, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.